Popular Posts

Friday, March 21, 2025

(P-25) Bibin eMagazine (March) Web Version

বিবিন মাসিক সংকলন (বাংলা ওয়েব সংস্করণ)
প্রকাশকাল : মার্চ, ২০২৫ | পৃষ্ঠা সংখ্যা : ২৫.
বর্ষ : ০৫, সংখ্যা : ০১.
(আন্তর্জাতিক কবিতা দিবস সংখ্যা)
প্রকাশনায় : আইমিক পাবলিশিং ভেঞ্চারাস 
সম্পাদনায় : খ্যাতিশ্বর আইমিক 
সহ-সম্পাদনায় : আধৃতি আইমিক 
কভার ফটো/প্রচ্ছদ : একলব্য
_______________________

ছড়া-কবিতা 

আবেগ 

দীপঙ্কর সরকার


অগোছালো ভাবনা এল 

শীত পোশাকের রং

উড়িয়ে ধুলো বাতাস কোথায় 

উধাও এখন, কোথায় পিছুটান। 


হাতের সে দাগ মুছিয়ে দিয়ে 

বৃষ্টি নামে ঝম-ঝমাঝম,

উত্তুরে মেঘ আকাশ জুড়ে 

ঝিলিক মারে স্বর্গীয় উত্থান। 


পাতায় পাতায় মুদ্রা নাচের 

নদীর কলতান 

ওই সে পরশ হৃদয় মাঝে 

আনল ডেকে অনুরাগের বান। 


কথায় কথায় সোহাগ-সুধা 

কেউ দেখেছে ফুলের পরাগ!  

অগোছালো ভাবনাগুলো 

এদিক ওদিক ছড়িয়ে ইতস্তত; 

খুশির দোলায় দুলিয়ে দিল 

বিশ্বভরা প্রাণ।

_____________________


No comments:

Post a Comment

(P-26) Udit eMagazine (March) Web Version

উদিত মাসিক সংকলন (বাংলা ওয়েব সংস্করণ) প্রকাশকাল : এপ্রিল, ২০২৫ | পৃষ্ঠা সংখ্যা : ০৪. মাসিক সংখ্যা : ২৯ তম (হো সংখ্যা) প্রকাশনায় : আইমিক পা...