বিবিন মাসিক সংকলন (বাংলা ওয়েব সংস্করণ)
প্রকাশকাল : মার্চ, ২০২৫ | পৃষ্ঠা সংখ্যা : ০৩.
বর্ষ : ০৫, সংখ্যা : ০১.
(আন্তর্জাতিক কবিতা দিবস সংখ্যা)
প্রকাশনায় : আইমিক পাবলিশিং ভেঞ্চারাস
সম্পাদনায় : খ্যাতিশ্বর আইমিক
সহ-সম্পাদনায় : আধৃতি আইমিক
কভার ফটো/প্রচ্ছদ : একলব্য
_____________________
সম্পাদকীয় কথামুখ
“আইমিক পাবলিশিং ভেঞ্চারাস্” কর্তৃক প্রকাশিত, প্রচারিত ও সংরক্ষিত বিবিন মাসিক সংকলন (মার্চ, ২০২৫) প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও গুটি কয়েক কবি সাহিত্যিকের লেখায় সমৃদ্ধ হয়ে ই-ম্যাগাজিন আকারে প্রকাশিত হল। এই উপলক্ষে কবি, লেখক, পাঠক, সমালোচক ও বিজ্ঞাপনদাতা সকলকে জানাই “আন্তর্জাতিক কবিতা দিবস সংখ্যার” আন্তরিক অভিনন্দন ও স্বাগতম।
একই সাথে মনে রাখবেন বিবিন শুধু পত্রিকার নামই নয়, বরং আগামী দিনের অনুপ্রেরণা। সাহিত্য-শিল্প-সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন। উক্ত সংখ্যায় যাঁরা যাঁরা লেখা দিয়ে সমৃদ্ধ করলেন, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। কারণ আমরা চাই যাতে “মাসিক ই-বিবিন” প্রতিটা মানুষের হৃদয়ে, প্রতিটা লেখায়, সকলের ঘরে ঘরে পৌঁছে যাক দেশ থেকে দেশান্তরে। ধন্যবাদ সবাইকে।
নমস্কারান্তে/সম্পাদক
(বিবিন মাসিক সংকলন)
No comments:
Post a Comment