ছড়া-কবিতা
সেই রঙের ছোঁয়া হৃদয়ে লাগুক
সুনির্মল বসু
একদিন রাধা কৃষ্ণের প্রেম
এমন বসন্ত দিনে ছিল নিকষিত হেম,
সেদিন প্রেম ছিল, সখীরা সাথী ছিল,
নীল যমুনা নদী ছিল,
ছিল কদম্ব গাছের ছায়াতল।
দিন বদলালেও প্রেম আসে ফিরে ফিরে,
ভিন্নরূপে মায়া ধরে,
রংয়ের এই খেলা চলুক ভুবন জুড়ে,
রঙের এই খেলা চলুক হৃদয় ভরে।
তাই আকাশটা বড় হোক,
গাছের পাতা আরো সবুজ হোক,
ফুলের রং আরও গাঢ় হোক,
কৃষ্ণচূড়া রাধাচূড়া মহাদেবচূড়া মাথা তুলুক,
শিমুল বনে রং লাগুক।
বাহারি প্রজাপতি ডানা মেলে উড়ুক,
বন্ধ মনের কালিমা সরিয়ে সেই রঙের ছোঁয়া
হৃদয়ে লাগুক, আলো আসুক,
ফাগুন রঙের নির্যাস, প্রাণ থেকে প্রাণে যাক।
_____________________
No comments:
Post a Comment