বিবিন মাসিক সংকলন (বাংলা ওয়েব সংস্করণ)
প্রকাশকাল : মার্চ, ২০২৫ | পৃষ্ঠা সংখ্যা : ০৭.
বর্ষ : ০৫, সংখ্যা : ০১.
(আন্তর্জাতিক কবিতা দিবস সংখ্যা)
প্রকাশনায় : আইমিক পাবলিশিং ভেঞ্চারাস 
সম্পাদনায় : খ্যাতিশ্বর আইমিক 
সহ-সম্পাদনায় : আধৃতি আইমিক 
কভার ফটো/প্রচ্ছদ : একলব্য
__________________________
অণুকবিতা
পথিক
শুভ্রব্রত রায়
পথ হতে হেঁটে যায় এক পথিক,
তার নেই যে কোনো পথের ঠিক।
পথ হারিয়ে পথিক এদিক ওদিক চায়,
যদি কাউকে পাশে খুঁজে পাওয়া যায়।
অনেক পথ হেঁটে এলো সে এগিয়ে,
বন্ধুত্বের বাড়ালো হাত মোর পানে চেয়ে।
বলে উঠলাম আমি; ওহে ভাই পথিক,
করোনা চিন্তা, পথ পাবে দেখো সঠিক।
_____________________
 
No comments:
Post a Comment