উদিত মাসিক সংকলন (বাংলা ওয়েব সংস্করণ)
প্রকাশকাল : মার্চ, ২০২৫ | পৃষ্ঠা সংখ্যা : ২৫.
মাসিক সংখ্যা : ২৮ তম (হোলি দোলযাত্রা সংখ্যা)
প্রকাশনায় : আইমিক পাবলিশিং ভেঞ্চারাস
সম্পাদনায় : আধৃতি আইমিক
সহ-সম্পাদনায় : খ্যাতিশ্বর আইমিক
কভার ফটো/প্রচ্ছদ : একলব্য
_______________________
ছড়া-কবিতা
সাঁকো
প্রতীক মিত্র
অন্তরঙ্গতার সাঁকোটা
শুধুই মনে হয়
এই বুঝি ভেঙে ধসে পড়বে
উদাসীন নীরব সময়ের স্রোতে।
তারপর আখ্যান আনে সংশয়
প্রতিশ্রুতি আঁতকে উঠে কলরবে
চিনিয়ে দেয় সীমাবদ্ধতা
একে অন্যের আদতে।
অগত্যা সাঁকোটা ঝুলতে থাকে,
ভেঙে পড়ে না।
প্রত্যাশাও সেই সাঁকোর ওপর দিয়ে
খুঁজে পায় ওড়ার বাহানা।
_____________________
No comments:
Post a Comment