বিবিন মাসিক সংকলন (বাংলা ওয়েব সংস্করণ)
ছড়া-কবিতা
আমি কবিতা প্রসব করি
সুমিতা চৌধুরী
আমি কবিতা প্রসব করি,
হয়তো কোনো ঝড়ের রাতে,
বিধ্বস্ত বেদনায়।
হয়তো কখনো আনন্দমুখর,
রোদের জলসায়।
আমি কবিতা প্রসব করি,
কলমের তীক্ষ্ম ফলায়,
এ নগ্ন সমাজকে চিরে।
আবার কভু সামিল হই
প্রান্তিক মানুষদের ভিড়ে।
আমি কবিতা প্রসব করি,
পরম মমতায়, লালন যত্নে,
বুকের ওমে রেখে কিংবা
জোনাকি জ্বলা মায়াবি রাতের
জ্যোৎস্না গায়ে মেখে।
আমি কবিতা প্রসব করি,
মনের তাগিদে,
হৃদয়ের তৃষ্ণা মেটাতে।
যখনই গর্ভ-যন্ত্রণা ওঠে,
সৃষ্টির তাড়নাতে।।
_____________________
No comments:
Post a Comment