ছড়া-কবিতা
আমরা
লালন চাঁদ (হামিদুল ইসলাম)
এক একটি আশা ভেঙে যায়
দুচোখ ঘোলাটে
মলাটের নীচে জীর্ণ পৃথিবী
হিংসা ঘৃণা আর বিদ্বেষ
এখন সবাই ধর্মের বর্ম পরে আছে
একটু ফুরসৎ পেলেই
রক্তাক্ত হবে কারো না কারো ভবিষৎ
হাঁটতে হাঁটতে চলে আসি ভাঙা সাঁকো
পার হতে পারি না
এপার অশান্ত
ওপার অশান্ত
কোন পাড়ে গিয়ে দাঁড়াবো ঠিকানা নেই
তবু বিপদ নিয়ে হাঁটি
ঈশ্বর ঈশ্বর করি
বিপদ কাটে না কোনোমতেই
কে শোনে কার কথা
উন্মত্ত সবাই
চৈত্র মাস
হঠাৎ বান ডাকে
ধর্মান্ধরা শুকনো নদীতে ভেসে যায়
_____________________
 
No comments:
Post a Comment