ছড়া-কবিতা
ভাল থাক কবিতা লেখে যারা
উৎপলেন্দু দাস
ভাল থাক সবাই ভাল থাক
এক চামচ টক দইয়ে
দু চামচ মধু মিশিয়ে খাক
হাসি মুখে ভাল থাক।
যেমন ঘাসের জমিতে
দাঁড়িয়ে থাকে গাছ
মেঘের কান্না মুছে দিতে
হাসে চিরপরিচিত আকাশ
রাতে উঁকি দেয় চাঁদ
দূরাগত নক্ষত্রের আলো
রাতের আঁধার ঠেলে ফেলে
রোজ তেমনই থাক।
চাকা ঘুরছে,
ছিটকে পড়ছে পার্থিব সুখ
ধুলো রথ চলছে
এগিয়ে অনন্ত পথে
যারা সওয়ারি বর্তমানে
হতে পারে ক্ষণিকের বাতাস
তবু তারা ঠিকানায়
পৌঁছানো পর্যন্ত ভাল থাক।
_____________________
 
No comments:
Post a Comment