Popular Posts

Showing posts with label আন্তর্জাতিক কবিতা দিবস সংখ্যা. Show all posts
Showing posts with label আন্তর্জাতিক কবিতা দিবস সংখ্যা. Show all posts

Friday, March 21, 2025

(P-37) Bibin eMagazine (March) Web Version

বিবিন মাসিক সংকলন (বাংলা ওয়েব সংস্করণ)
প্রকাশকাল : মার্চ, ২০২৫ | পৃষ্ঠা সংখ্যা : ৩৭.
বর্ষ : ০৫, সংখ্যা : ০১.
(আন্তর্জাতিক কবিতা দিবস সংখ্যা)
প্রকাশনায় : আইমিক পাবলিশিং ভেঞ্চারাস 
সম্পাদনায় : খ্যাতিশ্বর আইমিক 
সহ-সম্পাদনায় : আধৃতি আইমিক 
কভার ফটো/প্রচ্ছদ : একলব্য
_______________________

ছড়া-কবিতা 

মনের মানুষ 

স্বপন কুমার ধর


মনের মানুষ পেয়েও যদি,

হারাতে হয় তাকে,

ইচ্ছে সবই চাপা পড়ে যায়,

নীরবে বুকের মাঝে।


হয়তো কারো দোষ ছিলনা,

তবুও হারাতে হয়েছে,

ছিন্ন হয়েও জীবন দুটিই,

মিশেছে বাস্তবতে।


অতীত এখন স্মৃতির পাতায়,

স্থান করেছে নিয়ে,

ফেরানো তাকে যায়না যে আর,

বহুমূল‌্য দিয়ে।


বাধ্য হয়েই মেনে চলেছি,

বিধাতার এই লিখন,

হয়তো এভাবেই শেষ হবে একদিন,

বর্তমানের জীবন।

_____________________


(P-36) Bibin eMagazine (March) Web Version

বিবিন মাসিক সংকলন (বাংলা ওয়েব সংস্করণ)
প্রকাশকাল : মার্চ, ২০২৫ | পৃষ্ঠা সংখ্যা : ৩৬.
বর্ষ : ০৫, সংখ্যা : ০১.
(আন্তর্জাতিক কবিতা দিবস সংখ্যা)
প্রকাশনায় : আইমিক পাবলিশিং ভেঞ্চারাস 
সম্পাদনায় : খ্যাতিশ্বর আইমিক 
সহ-সম্পাদনায় : আধৃতি আইমিক 
কভার ফটো/প্রচ্ছদ : একলব্য
_______________________

ছড়া-কবিতা 

কবিতা উদযাপন 

আফ্রূজা খাতুন


যতো মুখ ব্যথা যতো নীরবতা

হেসে ওঠে বারবার, 

বর্ণ আকরে আঁকা হয় ছবি 

নেমে যায় ব্যথা ভার।


যতেক দুঃখ যতেক বেদনা 

কবিতার বুকে ঝরে, 

যতো প্রতিবাদ মিছিল-মশাল

কবিতার বুক ভরে। 


বর্ণের সাথে শব্দেরা এসে

মিলেমিশে হইচই, 

বিমূর্ত মন স্বপ্ন বোনে 

ভাবনারা থই থই!


লাগাম ছাড়া কল্পনারা 

আকাশ কুসুম হয়,

লেখার সাথে লেখার হাতে 

কবিতারা কথা কয়!


যতো সব কথা যতো সব ব্যথা 

তুমি নাও বুক পেতে, 

তোমার বুকে না বলা কথা 

বলে যাই যেতে যেতে।

_____________________


(P-35) Bibin eMagazine (March) Web Version

বিবিন মাসিক সংকলন (বাংলা ওয়েব সংস্করণ)
প্রকাশকাল : মার্চ, ২০২৫ | পৃষ্ঠা সংখ্যা : ৩৫.
বর্ষ : ০৫, সংখ্যা : ০১.
(আন্তর্জাতিক কবিতা দিবস সংখ্যা)
প্রকাশনায় : আইমিক পাবলিশিং ভেঞ্চারাস 
সম্পাদনায় : খ্যাতিশ্বর আইমিক 
সহ-সম্পাদনায় : আধৃতি আইমিক 
কভার ফটো/প্রচ্ছদ : একলব্য
_______________________

ছড়া-কবিতা 

কবির ভাবনা 

মাথুর দাস


ভাল্লাগে না কূটকচালি

দাপটে কবিতা পাঠও,

ভাল্লাগে না হৈচৈ করে

বসাতে কবিতা-হাটও।


মঞ্চে উঠে কাব্য পাঠ

সে নৈব নৈব চ,

একই কবিতা মঞ্চে

পড়েই কী হৈব, ক’!


তবু সে কবি ভাবুক ভারি

লিখতে থাকে লেখা,

হয় ছাপা তা দেশ বিদেশে

কাগজে পাই দেখা।


কাব্য পড়ে কবিই বা আর

কতটুকু মন কাড়বে!

লিখুক কবি, পড়ুক অন্যে

তবেই পাঠক বাড়বে।

_____________________


(P-34) Bibin eMagazine (March) Web Version

বিবিন মাসিক সংকলন (বাংলা ওয়েব সংস্করণ)
প্রকাশকাল : মার্চ, ২০২৫ | পৃষ্ঠা সংখ্যা : ৩৪.
বর্ষ : ০৫, সংখ্যা : ০১.
(আন্তর্জাতিক কবিতা দিবস সংখ্যা)
প্রকাশনায় : আইমিক পাবলিশিং ভেঞ্চারাস 
সম্পাদনায় : খ্যাতিশ্বর আইমিক 
সহ-সম্পাদনায় : আধৃতি আইমিক 
কভার ফটো/প্রচ্ছদ : একলব্য
_______________________

ছড়া-কবিতা 

লিখছে আঁকিবুকি 

সজল চক্রবর্তী


পূব আকাশে সূর্য মামা 

যেই দিয়েছে উঁকি,

পাখিরা সব সুরে-সুরে

হাওয়ার মধ্যে লিখছে আঁকিবুকি।


প্রজাপতিও গোলাপ ফুলে 

নেয় কাঁটার ঝুঁকি,

নিশ্চিন্তে উড়ে-উড়ে 

পাঁপড়িতে ভাই লিখছে আঁকিবুকি।


কাগজ-কলম হাতে পেয়ে 

ছোট্ট টুকটুকি,

হাসতে-হাসতে ঘুরে-ঘুরে

খাতার পাতায় লিখছে আঁকিবুকি।


সকলেই তো হতে চায় 

এই জীবনে সুখী।

এই চাওয়ার জন্যই যাচ্ছে দূরে

বিদেশ গিয়ে লিখছে আঁকিবুকি!

_____________________


(P-33) Bibin eMagazine (March) Web Version

বিবিন মাসিক সংকলন (বাংলা ওয়েব সংস্করণ)
প্রকাশকাল : মার্চ, ২০২৫ | পৃষ্ঠা সংখ্যা : ৩৩.
বর্ষ : ০৫, সংখ্যা : ০১.
(আন্তর্জাতিক কবিতা দিবস সংখ্যা)
প্রকাশনায় : আইমিক পাবলিশিং ভেঞ্চারাস 
সম্পাদনায় : খ্যাতিশ্বর আইমিক 
সহ-সম্পাদনায় : আধৃতি আইমিক 
কভার ফটো/প্রচ্ছদ : একলব্য
_______________________

ছড়া-কবিতা 

ভাল থাক কবিতা লেখে যারা 

উৎপলেন্দু দাস


ভাল থাক সবাই ভাল থাক

এক চামচ টক দইয়ে 

দু চামচ মধু মিশিয়ে খাক

হাসি মুখে ভাল থাক।


যেমন ঘাসের জমিতে 

দাঁড়িয়ে থাকে গাছ

মেঘের কান্না মুছে দিতে

হাসে চিরপরিচিত আকাশ

রাতে উঁকি দেয় চাঁদ 


দূরাগত নক্ষত্রের আলো

রাতের আঁধার ঠেলে ফেলে 

রোজ তেমনই থাক।


চাকা ঘুরছে, 

ছিটকে পড়ছে পার্থিব সুখ  

ধুলো রথ চলছে 

এগিয়ে অনন্ত পথে

যারা সওয়ারি বর্তমানে 

হতে পারে ক্ষণিকের বাতাস

তবু তারা ঠিকানায় 

পৌঁছানো পর্যন্ত ভাল থাক।

_____________________


(P-32) Bibin eMagazine (March) Web Version

বিবিন মাসিক সংকলন (বাংলা ওয়েব সংস্করণ)
প্রকাশকাল : মার্চ, ২০২৫ | পৃষ্ঠা সংখ্যা : ৩২.
বর্ষ : ০৫, সংখ্যা : ০১.
(আন্তর্জাতিক কবিতা দিবস সংখ্যা)
প্রকাশনায় : আইমিক পাবলিশিং ভেঞ্চারাস 
সম্পাদনায় : খ্যাতিশ্বর আইমিক 
সহ-সম্পাদনায় : আধৃতি আইমিক 
কভার ফটো/প্রচ্ছদ : একলব্য
_______________________

ছড়া-কবিতা 

অন্তর্ঘাতে 

পরমেশ্বর গাইন


ঢেউ এগিয়েছে সাগরের ওই কূলে

মাঝখানে আমি…

দোদুল দোলায় সাগর জলে।


সমুদ্র ঝড়ের গর্জন প্রতিহিংসায়

মেঘে ঢাকা আঁচলে মৃত্যু পরোয়ানায়

দাঁড়িয়েছে যমের দুয়ার খুলে।


হারিয়ে যাবে পানসী অন্ধকারে 

ডুবতে ডুবতে জলের গভীরে।


সুখানুভূতিতে খানিকটা জল 

মেখেছি মাঝ দরিয়ায় 

হঠাৎ হাল পালের দমকায় 

সলিল সমাধির অধ্যায়।

_____________________


(P-31) Bibin eMagazine (March) Web Version

বিবিন মাসিক সংকলন (বাংলা ওয়েব সংস্করণ)
প্রকাশকাল : মার্চ, ২০২৫ | পৃষ্ঠা সংখ্যা : ৩১.
বর্ষ : ০৫, সংখ্যা : ০১.
(আন্তর্জাতিক কবিতা দিবস সংখ্যা)
প্রকাশনায় : আইমিক পাবলিশিং ভেঞ্চারাস 
সম্পাদনায় : খ্যাতিশ্বর আইমিক 
সহ-সম্পাদনায় : আধৃতি আইমিক 
কভার ফটো/প্রচ্ছদ : একলব্য
_______________________

ছড়া-কবিতা 

আর্তনাদ 

অভিজিৎ দত্ত


শোষিত মানুষের আর্তনাদ 

ক্ষুধার্ত মানুষের কান্না 

আজ কেউ শুনতে পায় না।

রোজগারের তাড়নায় 

সংসার চালানোর বাধ্যবাধকতায় 

মানুষ আজ হয়েছে যন্ত্র। 

শুকুনদের আজ আর দেখা যায় না

ভাগাড়ে আর মাংস থাকে না 

মানুষ আজ এতই ক্ষুধার্ত 

নিজের লোকেদের মাংস পেলে 

তবেই হবে তৃপ্ত। 

আধুনিক যুগে আমরা উপনীত হয়েছি

মনটা কী আধুনিক করতে পেরেছি?

ব্যস্ত মন আজ চায় শান্তি আর বিশ্রাম 

ভোগে নয়, ত্যাগেই শান্তি

মানুষ কী বুঝবে?

শান্তি কী আর ফিরে আসবে?

_____________________


(P-30) Bibin eMagazine (March) Web Version

বিবিন মাসিক সংকলন (বাংলা ওয়েব সংস্করণ)
প্রকাশকাল : মার্চ, ২০২৫ | পৃষ্ঠা সংখ্যা : ৩০.
বর্ষ : ০৫, সংখ্যা : ০১.
(আন্তর্জাতিক কবিতা দিবস সংখ্যা)
প্রকাশনায় : আইমিক পাবলিশিং ভেঞ্চারাস 
সম্পাদনায় : খ্যাতিশ্বর আইমিক 
সহ-সম্পাদনায় : আধৃতি আইমিক 
কভার ফটো/প্রচ্ছদ : একলব্য
_______________________

ছড়া-কবিতা 

স্বপ্নভঙ্গ 

সীমা মন্ডল


যখন চোখে হাজারো স্বপ্ন সাজানো

সমাজ, পরিবার তা ধূলিসাৎ করে। 

এভাবে কত শত শত নারী কাঁদে

স্বপ্নভঙ্গের ব্যাকুল যন্ত্রণায়। 


এভাবে স্বপ্নগুলোকে খুন করে

সংসারের যাতাকলে পিষে মরে। 

কত শত শত নারী মরে যায়

স্বপ্নগুলোকে মরে যেতে দেখে।

 

দায়-দায়িত্বের বেড়াজালে

নারী আর নারী থাকে না

সে হয়ে যায় জীবন্ত লাশ।

 

স্বপ্নভঙ্গের বেদনা তো সে-ই জানে 

যার স্বপ্ন ভাঙ্গে; কত শত শত নারী 

গুমরে মরে অপূর্ণ স্বপ্ন নিয়ে। 


সমাজের চিরাচরিত 

কালো নিয়মের দায়ে

কত শত শত নারী আর 

বীরাঙ্গনা হতে পারে না। 

এই স্বপ্নভঙ্গের দায় কার? 

সমাজ না পরিবারের।

_____________________


(P-29) Bibin eMagazine (March) Web Version

বিবিন মাসিক সংকলন (বাংলা ওয়েব সংস্করণ)
প্রকাশকাল : মার্চ, ২০২৫ | পৃষ্ঠা সংখ্যা : ২৯.
বর্ষ : ০৫, সংখ্যা : ০১.
(আন্তর্জাতিক কবিতা দিবস সংখ্যা)
প্রকাশনায় : আইমিক পাবলিশিং ভেঞ্চারাস 
সম্পাদনায় : খ্যাতিশ্বর আইমিক 
সহ-সম্পাদনায় : আধৃতি আইমিক 
কভার ফটো/প্রচ্ছদ : একলব্য
_______________________

ছড়া-কবিতা 

কেন ভুললে? 

বিকি মালাকার


শুনলাম তুমি আর কবিতা লিখবে না?

বলোনা আমাকে; কেন? কি এমন হলো?

তাই তুমি ভুললে তোমার কবিতাকে

 

ধরণীর বুকে জড়িয়ে থাকা 

গাছগুলোও তো ভোলে না 

তাদের ভালোবাসা। 


এই তুমিই তো বলতে— 

কবিতা নাকি তোমার প্রাণ 

কবিতা ছাড়া তোমার কলম অলস 


তবে কথাগুলো কি মিথ্যা ছিল?

বলোনা আমাকে; কেন? কি এমন হলো?

কেন ভুললে? কেন তোমার কবিতাকে?

_____________________


(P-28) Bibin eMagazine (March) Web Version

বিবিন মাসিক সংকলন (বাংলা ওয়েব সংস্করণ)
প্রকাশকাল : মার্চ, ২০২৫ | পৃষ্ঠা সংখ্যা : ২৮.
বর্ষ : ০৫, সংখ্যা : ০১.
(আন্তর্জাতিক কবিতা দিবস সংখ্যা)
প্রকাশনায় : আইমিক পাবলিশিং ভেঞ্চারাস 
সম্পাদনায় : খ্যাতিশ্বর আইমিক 
সহ-সম্পাদনায় : আধৃতি আইমিক 
কভার ফটো/প্রচ্ছদ : একলব্য
_______________________

ছড়া-কবিতা 

কথাগুলো 

তীর্থঙ্কর সুমিত


কথাগুলো...

ভালো থাকার অভ্যেস

সব বদলে বদলে এখন

নতুন হয়ে উঠেছে নদীপাড়

কত না জানা ব্যর্থতা 

খুঁটে খায় চড়ুইয়ের দল

অনন্ত বিকেলে আঁকা

শকুন্তলার চোখ ভেজানো এক ছবি

যে ছবি

জল ছুঁয়ে, মাঠ ছুঁয়ে

দূর দিগন্তে…

আজ বৃষ্টির প্রয়োজন।।

_____________________


(P-27) Bibin eMagazine (March) Web Version

বিবিন মাসিক সংকলন (বাংলা ওয়েব সংস্করণ)
প্রকাশকাল : মার্চ, ২০২৫ | পৃষ্ঠা সংখ্যা : ২৭.
বর্ষ : ০৫, সংখ্যা : ০১.
(আন্তর্জাতিক কবিতা দিবস সংখ্যা)
প্রকাশনায় : আইমিক পাবলিশিং ভেঞ্চারাস 
সম্পাদনায় : খ্যাতিশ্বর আইমিক 
সহ-সম্পাদনায় : আধৃতি আইমিক 
কভার ফটো/প্রচ্ছদ : একলব্য
_______________________

ছড়া-কবিতা 

কল্পমিথুন 

অনিন্দ্য পাল


নিশ্চুপ হেঁটে চলে যায় সবুজের রেখা

ওই দূরের ইঞ্চি পাড় বরাবর মৌন মিছিল


ভবিষ্যৎ রেখে গেছে যেখানে ইদানিং অতীত 

সেই স্মৃতির প্যাপিরাসে লিখেছি

আলতো প্রেমের গল্প


সন্ধ্যার শেষ রোদ্দুর মেঘের চিবুক ছুঁয়ে 

রেখে গেছে নীল আশ্চর্য


সে সব শঙ্খধ্বনি পেরিয়ে এখন আমরা 

ফুটে উঠতে থাকি অলীক মধ্যযামে আর

দীর্ঘশ্বাস মোড়া এক পুকুর অন্ধকারে 


লিখে রাখে সদ্য জন্মানো 

সব আলোর হিসেব এবং গাঢ় সবুজ সান্ত্বনা।

_____________________


(P-26) Bibin eMagazine (March) Web Version

বিবিন মাসিক সংকলন (বাংলা ওয়েব সংস্করণ)
প্রকাশকাল : মার্চ, ২০২৫ | পৃষ্ঠা সংখ্যা : ২৬.
বর্ষ : ০৫, সংখ্যা : ০১.
(আন্তর্জাতিক কবিতা দিবস সংখ্যা)
প্রকাশনায় : আইমিক পাবলিশিং ভেঞ্চারাস 
সম্পাদনায় : খ্যাতিশ্বর আইমিক 
সহ-সম্পাদনায় : আধৃতি আইমিক 
কভার ফটো/প্রচ্ছদ : একলব্য
_______________________

ছড়া-কবিতা 

পয়লা একলা 

বিমল কুমার সোম


প্রশ্ন আমার বঙ্গে সবার কাছে

পয়লা বোশেখ কেন একলা আছে?

বঙ্গ তনয় ইংরাজি আজ শেখে

বাংলা ভাষা দূরে সরিয়ে রেখে।

বেশিরভাগই বাংলা ছেড়ে দিয়ে

চর্চা করে অন্য ভাষা নিয়ে।

যাচ্ছে ভুলে আপন সংস্কৃতি

ভিন্ন ভাষায় অধিক দেখি প্রীতি।

পরের নিয়ে বেশি গর্ব ভরে

নিজের ভুলে অন্যে নকল করে।

অন্যে মানো শ্রদ্ধা ভক্তি নিয়ে

কিন্তু তা নয় নিজের ভুলে গিয়ে;

একটা জাতির ভাষা সংস্কৃতি

তুলে ধরে বিশ্বে পরিচিতি।

এক বাঙালি একাই একশো নয়

একশো বাঙালি করুক বিশ্ব জয়।।

_____________________


(P-25) Bibin eMagazine (March) Web Version

বিবিন মাসিক সংকলন (বাংলা ওয়েব সংস্করণ)
প্রকাশকাল : মার্চ, ২০২৫ | পৃষ্ঠা সংখ্যা : ২৫.
বর্ষ : ০৫, সংখ্যা : ০১.
(আন্তর্জাতিক কবিতা দিবস সংখ্যা)
প্রকাশনায় : আইমিক পাবলিশিং ভেঞ্চারাস 
সম্পাদনায় : খ্যাতিশ্বর আইমিক 
সহ-সম্পাদনায় : আধৃতি আইমিক 
কভার ফটো/প্রচ্ছদ : একলব্য
_______________________

ছড়া-কবিতা 

আবেগ 

দীপঙ্কর সরকার


অগোছালো ভাবনা এল 

শীত পোশাকের রং

উড়িয়ে ধুলো বাতাস কোথায় 

উধাও এখন, কোথায় পিছুটান। 


হাতের সে দাগ মুছিয়ে দিয়ে 

বৃষ্টি নামে ঝম-ঝমাঝম,

উত্তুরে মেঘ আকাশ জুড়ে 

ঝিলিক মারে স্বর্গীয় উত্থান। 


পাতায় পাতায় মুদ্রা নাচের 

নদীর কলতান 

ওই সে পরশ হৃদয় মাঝে 

আনল ডেকে অনুরাগের বান। 


কথায় কথায় সোহাগ-সুধা 

কেউ দেখেছে ফুলের পরাগ!  

অগোছালো ভাবনাগুলো 

এদিক ওদিক ছড়িয়ে ইতস্তত; 

খুশির দোলায় দুলিয়ে দিল 

বিশ্বভরা প্রাণ।

_____________________


(P-24) Bibin eMagazine (March) Web Version

বিবিন মাসিক সংকলন (বাংলা ওয়েব সংস্করণ)
প্রকাশকাল : মার্চ, ২০২৫ | পৃষ্ঠা সংখ্যা : ২৪.
বর্ষ : ০৫, সংখ্যা : ০১.
(আন্তর্জাতিক কবিতা দিবস সংখ্যা)
প্রকাশনায় : আইমিক পাবলিশিং ভেঞ্চারাস 
সম্পাদনায় : খ্যাতিশ্বর আইমিক 
সহ-সম্পাদনায় : আধৃতি আইমিক 
কভার ফটো/প্রচ্ছদ : একলব্য
_______________________

ছড়া-কবিতা 

বেগার খাটা 

সমীর কুমার দত্ত


প্রহর গুনে কাজ করিনি কোনোদিন 

যখন যেমন ইচ্ছে হয়েছে করেছি

আসলে পেছনে কেউ ছিলো নাতো কখনো 

তাই কাজ করেছি যখন যেমন পেয়েছি


ঠিক হয়েছে কিনা জানি না 

সকলেই তো সস্তার বাহবা দিয়েছে 

জানিনা আমি তার‌ও যোগ্য কিনা 

তাই হয়তো শুকনো কথায় চিঁড়ে ভিজিয়ে নিয়েছে


বাঁচার জন্যই তো কাজের পেছনে ছোটা

কাজ কি কখনো সুযোগ দেয়

বুদ্ধি ভোঁতা হলে তবেই লোকে 

বাহবা দিয়ে কাজ গুছিয়ে নেয়

_____________________


(P-23) Bibin eMagazine (March) Web Version

বিবিন মাসিক সংকলন (বাংলা ওয়েব সংস্করণ)
প্রকাশকাল : মার্চ, ২০২৫ | পৃষ্ঠা সংখ্যা : ২৩.
বর্ষ : ০৫, সংখ্যা : ০১.
(আন্তর্জাতিক কবিতা দিবস সংখ্যা)
প্রকাশনায় : আইমিক পাবলিশিং ভেঞ্চারাস 
সম্পাদনায় : খ্যাতিশ্বর আইমিক 
সহ-সম্পাদনায় : আধৃতি আইমিক 
কভার ফটো/প্রচ্ছদ : একলব্য
_______________________

ছড়া-কবিতা 

সেই রঙের ছোঁয়া হৃদয়ে লাগুক 

সুনির্মল বসু


একদিন রাধা কৃষ্ণের প্রেম 

এমন বসন্ত দিনে ছিল নিকষিত হেম, 

সেদিন প্রেম ছিল, সখীরা সাথী ছিল,

নীল যমুনা নদী ছিল, 

ছিল কদম্ব গাছের ছায়াতল। 


দিন বদলালেও প্রেম আসে ফিরে ফিরে, 

ভিন্নরূপে মায়া ধরে,

রংয়ের এই খেলা চলুক ভুবন জুড়ে,

রঙের এই খেলা চলুক হৃদয় ভরে।


তাই আকাশটা বড় হোক, 

গাছের পাতা আরো সবুজ হোক, 

ফুলের রং আরও গাঢ় হোক,

কৃষ্ণচূড়া রাধাচূড়া মহাদেবচূড়া মাথা তুলুক,

শিমুল বনে রং লাগুক।


বাহারি প্রজাপতি ডানা মেলে উড়ুক, 

বন্ধ মনের কালিমা সরিয়ে সেই রঙের ছোঁয়া 

হৃদয়ে লাগুক, আলো আসুক, 

ফাগুন রঙের নির্যাস, প্রাণ থেকে প্রাণে যাক।

_____________________


(P-22) Bibin eMagazine (March) Web Version

বিবিন মাসিক সংকলন (বাংলা ওয়েব সংস্করণ)
প্রকাশকাল : মার্চ, ২০২৫ | পৃষ্ঠা সংখ্যা : ২২.
বর্ষ : ০৫, সংখ্যা : ০১.
(আন্তর্জাতিক কবিতা দিবস সংখ্যা)
প্রকাশনায় : আইমিক পাবলিশিং ভেঞ্চারাস 
সম্পাদনায় : খ্যাতিশ্বর আইমিক 
সহ-সম্পাদনায় : আধৃতি আইমিক 
কভার ফটো/প্রচ্ছদ : একলব্য
_______________________

ছড়া-কবিতা 

এত চাপ নিও না 

শান্তনু ঘোষ


এত চাপ নিও না এ বয়সে

এ পৃথিবীতে কেউ কারো নয়;

এতদিন তো পালন করেছো 

অনেক দায়-দায়িত্ব

আপ্রাণ লড়েছ সংসারের জন্য

নিজেকে একটু সময় দাও

হাসিখুশি থাকো

একটু হলেও প্রতিদিন হাঁটো

ভোরের আলোয় কিংবা মাটিতে-ঘাসে

আর...

বেঁচে থাকতে জীবনে নামুক সুখানুভূতি 

দু’চোখের আলোয় দেখো স্বর্গ তোমার।

_____________________


(P-21) Bibin eMagazine (March) Web Version

 বিবিন মাসিক সংকলন (বাংলা ওয়েব সংস্করণ)

প্রকাশকাল : মার্চ, ২০২৫ | পৃষ্ঠা সংখ্যা : ২১।
বর্ষ : ০৫, সংখ্যা : ০১।
(আন্তর্জাতিক কবিতা দিবস সংখ্যা)
প্রকাশনায় : আইমিক পাবলিশিং ভেঞ্চারাস 
সম্পাদনায় : খ্যাতিশ্বর আইমিক 
সহ-সম্পাদনায় : আধৃতি আইমিক 
কভার ফটো/প্রচ্ছদ : একলব্য
__________________________

ছড়া-কবিতা 

আমি কবিতা প্রসব করি 

সুমিতা চৌধুরী 


আমি কবিতা প্রসব করি,

হয়তো কোনো ঝড়ের রাতে,

বিধ্বস্ত বেদনায়। 

হয়তো কখনো আনন্দমুখর, 

রোদের জলসায়। 


আমি কবিতা প্রসব করি, 

কলমের তীক্ষ্ম ফলায়,

এ নগ্ন সমাজকে চিরে।

আবার কভু সামিল হই 

প্রান্তিক মানুষদের ভিড়ে। 


আমি কবিতা প্রসব করি, 

পরম মমতায়, লালন যত্নে,

বুকের ওমে রেখে কিংবা 

জোনাকি জ্বলা মায়াবি রাতের

জ্যোৎস্না গায়ে মেখে।

 

আমি কবিতা প্রসব করি, 

মনের তাগিদে, 

হৃদয়ের তৃষ্ণা মেটাতে। 

যখনই গর্ভ-যন্ত্রণা ওঠে, 

সৃষ্টির তাড়নাতে।।

_____________________


(P-20) Bibin eMagazine (March) Web Version

বিবিন মাসিক সংকলন (বাংলা ওয়েব সংস্করণ)
প্রকাশকাল : মার্চ, ২০২৫ | পৃষ্ঠা সংখ্যা : ২০.
বর্ষ : ০৫, সংখ্যা : ০১.
(আন্তর্জাতিক কবিতা দিবস সংখ্যা)
প্রকাশনায় : আইমিক পাবলিশিং ভেঞ্চারাস 
সম্পাদনায় : খ্যাতিশ্বর আইমিক 
সহ-সম্পাদনায় : আধৃতি আইমিক 
কভার ফটো/প্রচ্ছদ : একলব্য
_______________________

ছড়া-কবিতা 

চলবে নাকো ছুতো! 

গোবিন্দ মোদক


বললো বিড়াল চাই যে আমার পালিশ করা জুতো,

কুকুর বললো, ফের চাইলে দেবো রুলের গুঁতো! 

তাই না শুনে বেজায় সুরে চেঁচায় মেনি-গুলো,

গাল ফুলিয়ে কাওয়ালী গায় পাড়ার যত হুলো!

অমনি ভুলো তড়াক করে লাঠি নিয়ে ছোটে–

ফের বলছি চুপ করে থাক চেঁচাস নাকো মোটে! 

তাই না শুনে পুষি-বিড়াল উকিল বাড়ি গিয়ে, 

শিয়ালভায়ার নোটিশ এনে দিলো যে লটকিয়ে!

নোটিশ পড়ে কুকুর-ভায়ার গুড়ুম যে আক্কেল,

বললো রেগে—আমি হলাম পশুরাজের মক্কেল!

ফের যদি আর রাগাস আমায় দেবো দু’টো গাট্টা, 

ডিগবাজিটা গুনে গুনেই—খাবি ঊনষাটটা! 

এই বেলাতে ক্ষমা চেয়ে করলে আবেদন, 

বিষয়টা নিয়ে একবার ভেবে দেখবো’খন!

এই না শুনে বিড়াল বলে–চাইনে আমার জুতো, 

সটকে পড়ি এখান থেকে চলবে নাকো ছুতো!!

_____________________


(P-19) Bibin eMagazine (March) Web Version

বিবিন মাসিক সংকলন (বাংলা ওয়েব সংস্করণ)
প্রকাশকাল : মার্চ, ২০২৫ | পৃষ্ঠা সংখ্যা : ১৯.
বর্ষ : ০৫, সংখ্যা : ০১.
(আন্তর্জাতিক কবিতা দিবস সংখ্যা)
প্রকাশনায় : আইমিক পাবলিশিং ভেঞ্চারাস 
সম্পাদনায় : খ্যাতিশ্বর আইমিক 
সহ-সম্পাদনায় : আধৃতি আইমিক 
কভার ফটো/প্রচ্ছদ : একলব্য
__________________________

ছড়া-কবিতা 

মরীচিকা 

খ্যাতিশ্বর আইমিক 


বিশ্বজুড়ে প্রতিটা মুহুর্ত

ভাইরাসের সাথে অদৃশ্য সহবাস।

বাঁচব কি মরব, জল্পনা চরম তুঙ্গে

মরীচিকাময় তৃপ্তির আবেশ।


নিঃশব্দে জনতার ভিড়ে তুমি

আলিঙ্গন সহ প্রেমিকার বেশে 

নিয়ে যাচ্ছ অচিরেই না ফেরার দেশে।


উত্তেজনার চরম শিখরে

দুর্বল হৃদয় যাচ্ছে অকালেই ঝরে।


ইতিহাস স্মরণ করায় মরীচিকার পুনর্জন্ম।

_____________________


(P-18) Bibin eMagazine (March) Web Version

বিবিন মাসিক সংকলন (বাংলা ওয়েব সংস্করণ)
প্রকাশকাল : মার্চ, ২০২৫ | পৃষ্ঠা সংখ্যা : ১৮.
বর্ষ : ০৫, সংখ্যা : ০১.
(আন্তর্জাতিক কবিতা দিবস সংখ্যা)
প্রকাশনায় : আইমিক পাবলিশিং ভেঞ্চারাস 
সম্পাদনায় : খ্যাতিশ্বর আইমিক 
সহ-সম্পাদনায় : আধৃতি আইমিক 
কভার ফটো/প্রচ্ছদ : একলব্য
__________________________

ছড়া-কবিতা 

কবিতা লিখব বলে 

দীপঙ্কর বৈদ্য 


একটা কবিতা লিখব বলে

আকাশের নীচে দাঁড়িয়েছিলাম

উড়ে এলো স্বপ্নের সাথে বাস্তবের চিঠি,

ঘড়ির কাঁটার সাথে পড়ে দীর্ঘ নিশ্বাস

জীবনের তো হাজার দাবি

ভাবতে ভাবতেই পেরিয়ে যাই

সুখ-দুঃখ, বিরহ-সংগ্রাম, ইতিহাস...


একটা কবিতা লিখব বলে

সব কাজ ফেলে রেখে

ছুটে গেলাম সাহিত্য সৈনিকের ভিড়ে,

সে সময় তুমি একমুঠো রোদ্দুর হয়ে

ছড়িয়ে দিলে আমার মনে,

কজনই বা শেখাতে পারে 

জীবন পাঠের টুকিটাকি!

তুমি শিখিয়েছ সাতসমুদ্র বুকে নিয়েও

পৃথিবীর সমস্ত অভিঘাত পেরোতে।

সেই সব টুকরো অনুভূতি কুড়িয়ে নিলাম

সৃজনের পথে শব্দের ছবি আঁকব বলে।

_____________________


(P-26) Udit eMagazine (March) Web Version

উদিত মাসিক সংকলন (বাংলা ওয়েব সংস্করণ) প্রকাশকাল : এপ্রিল, ২০২৫ | পৃষ্ঠা সংখ্যা : ০৪. মাসিক সংখ্যা : ২৯ তম (হো সংখ্যা) প্রকাশনায় : আইমিক পা...