ছড়া-কবিতা
পয়লা একলা
বিমল কুমার সোম
প্রশ্ন আমার বঙ্গে সবার কাছে
পয়লা বোশেখ কেন একলা আছে?
বঙ্গ তনয় ইংরাজি আজ শেখে
বাংলা ভাষা দূরে সরিয়ে রেখে।
বেশিরভাগই বাংলা ছেড়ে দিয়ে
চর্চা করে অন্য ভাষা নিয়ে।
যাচ্ছে ভুলে আপন সংস্কৃতি
ভিন্ন ভাষায় অধিক দেখি প্রীতি।
পরের নিয়ে বেশি গর্ব ভরে
নিজের ভুলে অন্যে নকল করে।
অন্যে মানো শ্রদ্ধা ভক্তি নিয়ে
কিন্তু তা নয় নিজের ভুলে গিয়ে;
একটা জাতির ভাষা সংস্কৃতি
তুলে ধরে বিশ্বে পরিচিতি।
এক বাঙালি একাই একশো নয়
একশো বাঙালি করুক বিশ্ব জয়।।
_____________________
 
No comments:
Post a Comment