ছড়া-কবিতা
তুমি চোখ তুলে তাকালে…
গোবিন্দ মোদক
তুমি চোখ তুলে তাকালে
একটা উদাসী ভোর এসে দাঁড়ায় পলাশের উঠোনে,
সকালের জনহীন রাস্তা এসে শেষ হয় কৃষ্ণচূড়া গাছের নিচে,
মৌমাছিদের ছন্দ-নাচে বিমোহিত মুকুল সুবাস ছড়ায়—
আর ফাগুনের কপোত-কপোতী অমোঘ আকর্ষণে
উপহার দেয় আরও আরও ভারী প্রেম!
তুমি ভ্র-ভঙ্গি করলে
তীর্যক একটা রোদের রেখা ছুঁয়ে যায় বসন্তবেলা—
যার উদোম শরীরে কোন শোকগাথা লেখা নেই;
বরং শিমুলের রাঙা আহ্বান আর ঝরে যাওয়ার মধ্যে
জেগে ওঠে হোলির মহোৎসব,
পাতা-হীন ডালে ডালে জাগে কিশলয়!
তুমি ইশারা করলে
একরাশ মুগ্ধতা ঝরে পড়ে সূর্যাস্তের প্রায়ান্ধকারে,
নিশ্চিত রাত্রি নামার আগে
কে যেন ফিসফিস করে বলে যায়—
সব ঠিকঠাকই আছে, হারায়নি-কো কিছুই,
শুধু সঠিক সময়ে বিরহী-বিকেলকে ছুঁয়ে যাওয়ার অপেক্ষা...।
তুমি চোখ তুলে তাকালে...
_____________________
No comments:
Post a Comment