বিবিন মাসিক সংকলন (বাংলা ওয়েব সংস্করণ)
প্রকাশকাল : মার্চ, ২০২৫ | পৃষ্ঠা সংখ্যা : ৩৫.
বর্ষ : ০৫, সংখ্যা : ০১.
(আন্তর্জাতিক কবিতা দিবস সংখ্যা)
প্রকাশনায় : আইমিক পাবলিশিং ভেঞ্চারাস
সম্পাদনায় : খ্যাতিশ্বর আইমিক
সহ-সম্পাদনায় : আধৃতি আইমিক
কভার ফটো/প্রচ্ছদ : একলব্য
_______________________
ছড়া-কবিতা
কবির ভাবনা
মাথুর দাস
ভাল্লাগে না কূটকচালি
দাপটে কবিতা পাঠও,
ভাল্লাগে না হৈচৈ করে
বসাতে কবিতা-হাটও।
মঞ্চে উঠে কাব্য পাঠ
সে নৈব নৈব চ,
একই কবিতা মঞ্চে
পড়েই কী হৈব, ক’!
তবু সে কবি ভাবুক ভারি
লিখতে থাকে লেখা,
হয় ছাপা তা দেশ বিদেশে
কাগজে পাই দেখা।
কাব্য পড়ে কবিই বা আর
কতটুকু মন কাড়বে!
লিখুক কবি, পড়ুক অন্যে
তবেই পাঠক বাড়বে।
_____________________
No comments:
Post a Comment