ছড়া-কবিতা
কবিতা উদযাপন
আফ্রূজা খাতুন
যতো মুখ ব্যথা যতো নীরবতা
হেসে ওঠে বারবার,
বর্ণ আকরে আঁকা হয় ছবি
নেমে যায় ব্যথা ভার।
যতেক দুঃখ যতেক বেদনা
কবিতার বুকে ঝরে,
যতো প্রতিবাদ মিছিল-মশাল
কবিতার বুক ভরে।
বর্ণের সাথে শব্দেরা এসে
মিলেমিশে হইচই,
বিমূর্ত মন স্বপ্ন বোনে
ভাবনারা থই থই!
লাগাম ছাড়া কল্পনারা
আকাশ কুসুম হয়,
লেখার সাথে লেখার হাতে
কবিতারা কথা কয়!
যতো সব কথা যতো সব ব্যথা
তুমি নাও বুক পেতে,
তোমার বুকে না বলা কথা
বলে যাই যেতে যেতে।
_____________________
No comments:
Post a Comment