ছড়া-কবিতা
চলবে নাকো ছুতো!
গোবিন্দ মোদক
বললো বিড়াল চাই যে আমার পালিশ করা জুতো,
কুকুর বললো, ফের চাইলে দেবো রুলের গুঁতো!
তাই না শুনে বেজায় সুরে চেঁচায় মেনি-গুলো,
গাল ফুলিয়ে কাওয়ালী গায় পাড়ার যত হুলো!
অমনি ভুলো তড়াক করে লাঠি নিয়ে ছোটে–
ফের বলছি চুপ করে থাক চেঁচাস নাকো মোটে!
তাই না শুনে পুষি-বিড়াল উকিল বাড়ি গিয়ে,
শিয়ালভায়ার নোটিশ এনে দিলো যে লটকিয়ে!
নোটিশ পড়ে কুকুর-ভায়ার গুড়ুম যে আক্কেল,
বললো রেগে—আমি হলাম পশুরাজের মক্কেল!
ফের যদি আর রাগাস আমায় দেবো দু’টো গাট্টা,
ডিগবাজিটা গুনে গুনেই—খাবি ঊনষাটটা!
এই বেলাতে ক্ষমা চেয়ে করলে আবেদন,
বিষয়টা নিয়ে একবার ভেবে দেখবো’খন!
এই না শুনে বিড়াল বলে–চাইনে আমার জুতো,
সটকে পড়ি এখান থেকে চলবে নাকো ছুতো!!
_____________________
No comments:
Post a Comment