ছড়া-কবিতা
রাতের গল্প
মাখনলাল প্রধান
নিশুতি রাতের গল্প।
বাতাসের জোনাকি বুনন শাড়ি।
ভাষান্তরে শীতল মায়াবী কণ্ঠস্বর।
চিরকাল সড়ক পথে চোখ জ্বেলে ছুটে যায় লরি।
মিছিলে হাঁটা মানুষের গল্প।
স্বপ্নে ভেজানো রাতের কারিগরি।
স্বপ্নে ভেজানো পোড়া রুটি অমৃত।
অসুখের মা অক্লেশে হেঁটে যায়।
ঋতুর জোয়ার ভাসিয়ে দেয় হৃদয়।
চোরাবালি মূলধন হতভাগ্যের।
আকাশের পিঠে চরে গাই গোরু।
কালো মেঘ তাদের নহবত সামলায়।
রাতেরা শুধু গল্প বলে।
গল্পবাজ রাত এত বানাতে পারে।
শুধু মানুষের কোনো গল্প নেই।
তারা রাতের কাঙাল।
_____________________
No comments:
Post a Comment