বিবিন মাসিক সংকলন (বাংলা ওয়েব সংস্করণ)
প্রকাশকাল : মার্চ, ২০২৫ | পৃষ্ঠা সংখ্যা : ১৪.
বর্ষ : ০৫, সংখ্যা : ০১.
(আন্তর্জাতিক কবিতা দিবস সংখ্যা)
প্রকাশনায় : আইমিক পাবলিশিং ভেঞ্চারাস
সম্পাদনায় : খ্যাতিশ্বর আইমিক
সহ-সম্পাদনায় : আধৃতি আইমিক
কভার ফটো/প্রচ্ছদ : একলব্য
__________________________
অণুকবিতা
হৃদয়ের বাতিঘরে
তুষার ভট্টাচাৰ্য
এই ধুলোমাটি মাখা ব্যর্থ প্রেমিক জন্মে
ভালবাসার কোনও জয় নেই
ভালবেসে পেয়েছি শুধুই প্রেমিকার
চোখ ভরা অশ্রু অভিমান;
তবু হৃদয়ের বাতিঘরে সযতনে
জ্বালিয়ে রেখেছি
কাঁচরঙ প্রেমিকার গালে টোলপড়া হাসিমুখ।
_____________________
No comments:
Post a Comment