ছড়া-কবিতা
স্বপ্নভঙ্গ
সীমা মন্ডল
যখন চোখে হাজারো স্বপ্ন সাজানো
সমাজ, পরিবার তা ধূলিসাৎ করে।
এভাবে কত শত শত নারী কাঁদে
স্বপ্নভঙ্গের ব্যাকুল যন্ত্রণায়।
এভাবে স্বপ্নগুলোকে খুন করে
সংসারের যাতাকলে পিষে মরে।
কত শত শত নারী মরে যায়
স্বপ্নগুলোকে মরে যেতে দেখে।
দায়-দায়িত্বের বেড়াজালে
নারী আর নারী থাকে না
সে হয়ে যায় জীবন্ত লাশ।
স্বপ্নভঙ্গের বেদনা তো সে-ই জানে
যার স্বপ্ন ভাঙ্গে; কত শত শত নারী
গুমরে মরে অপূর্ণ স্বপ্ন নিয়ে।
সমাজের চিরাচরিত
কালো নিয়মের দায়ে
কত শত শত নারী আর
বীরাঙ্গনা হতে পারে না।
এই স্বপ্নভঙ্গের দায় কার?
সমাজ না পরিবারের।
_____________________
No comments:
Post a Comment