ছড়া-কবিতা
কবিতা দিবস
সুবীর কুমার ঘোষ
শব্দেরা আজকাল হাঁটে ট্রাফিক সিগন্যালে,
লাল-সবুজের মাঝে তারা কিছুটা ক্লান্ত।
একটা কবিতা লিখতে গিয়ে ভুলে যাই ভাষা,
অক্ষররা ফিসফিস করে, হাসে আমায় নিয়ে।
শব্দের খেলায় বুনে যাই আশা আর অভ্যুত্থান,
কখনো প্রেম, কখনো বেদনা, কখনো বিদ্রোহ।
একটি লাইন বদলে দিতে পারে ভাগ্য রেখা,
একটি ছন্দে জেগে ওঠে শত প্রাণের উচ্ছাস।
পত্রিকার পাতায় ছাপা হয় অর্ধেক গল্প,
বাকিটা হারিয়ে যায় বিজ্ঞাপনের নিচে।
আকাশে আজ কবিতা নেই, শুধু নীরবতা,
কিংবা কয়েকটা ক্লান্ত ড্রোনের ওড়াউড়ি।
তবু শব্দেরা মরে না, তারা বিদ্রোহ জানায়,
গদ্যের ছদ্মবেশে রাস্তায় নামে—স্লোগান হয়ে।
কবিতা দিবস? নাকি সেলফি দিবস?
একটা পোস্ট, একটা লাইক—তারপর সব চুপ।
_____________________
No comments:
Post a Comment