ছড়া-কবিতা
মহাকাশ ও মানুষ
আনন্দ গোপাল গরাই
মানুষ একদিন করবে চাঁদে গিয়ে বাস
উপনিবেশ গড়তে পারে চাঁদের মাটিতে
অসম্ভব নয় কিছু বিজ্ঞানের কাছে
মানুষের বাসস্থান হবে মহাকাশ।
সুদূর পৃথিবী থেকে তারাদের দেশে
হয়তো পৌঁছে যাবে কোনো একদিন
স্বপ্নে নয় সশরীরে চলে যাবে সেথা
থাকবে ওদের সাথে মহাকাশে ভেসে।
আসবে কি শুভবোধ মানুষের মনে
মুছে যাবে চিরতরে হিংসা দ্বেষ গ্লানি
ভরবে অন্তর তার আলোয় আলোয়
আড়ি হবে চিরকাল অন্যায়ের সনে?
অবিচার আবিলতা যদি হয় ক্ষয়
দিই যদি মানুষের ন্যায্য অধিকার
সম্প্রীতির রামধনু রঙ ছড়ায় যদি
তবেই সার্থক হবে মহাকাশ জয়।
_____________________
 
No comments:
Post a Comment