ছড়া-কবিতা
কেমন আছ তুমি
খ্যাতিশ্বর আইমিক
দীর্ঘ ত্রিশটি বছরের যে কটা দিন
সামনাসামনি সাক্ষাৎ তোমার আমার
প্রতিবারই জানতে চেয়েছ—
“কেমন আছ তুমি”
প্রেমিকা হয়ে মুখ ফুটে জানালে না—
“আমি তো তোমারই”
ভালোবাসা ছড়িয়ে ভরসা দিলে না—
“ভেঙে পড়ো না, আছি তো সবসময়”
বসন্তের রঙিন ছোঁয়া লাগিয়ে
এখনও অবধি জানালে না—
“শুধু তোমাকেই চাই,
রণে বনে জলে ঝড়ে সব জায়গায়”
উত্তর খুঁজে চলেছি তোমার প্রশ্নের,
জিজ্ঞাসাটা কি অবচেতন মনে
দোদুল্যমান লুক্কায়িত ব্যর্থতার
নাকি লোক দেখানো সৌজন্যতার?
প্রতিবারই মুখ ফুটে বলতে চেয়েছি
অনেক কিছুই, পারি না কিছুই বলতে
বদলে হাস্যমাখা আমার সেই একই উত্তর
“বিন্দাস আছি, নিজের মতো, সবসময়”
_____________________
No comments:
Post a Comment