ছড়া-কবিতা
সে ‘তুমি’
সত্য প্রকাশ সাঁতরা
অবসন্ন শরীর খারাপে
আমি যে প্রলাপ বকি, সে ‘তুমি’।
দীর্ঘ ব্যস্ততার শেষে বাড়ি ফেরার মুহূর্তে
আমি যে দীর্ঘশ্বাস ফেলি, সে ‘তুমি’।
মায়ের হাতের যন্তমাখা স্পর্শে অথবা
প্রেমিকার চোখের স্নিগ্ধতায়,
আমার যে আবেগ ঝড়ে পরে, সে ‘তুমি’।
খাদ্যের সন্ধানে পথশিশুটির কিংবা
যে মাধ্যম ধরে ষ্টেশনের বৃদ্ধ ভিখারিটার হাত,
আমাদের দিকে এগিয়ে আসে, সে ‘তুমি’।
ঝুলন্ত দেহটির যে গোঙানি, সে ‘তুমি’।
রাজপথে চিৎকারে যে শ্লোগান ওঠে, সে ‘তুমি’।
পৈশাচিক নৃশংসতায় নিরীহ মেয়েটির
অশ্রুসিক্ত যে অসহায় আর্তনাদ, সে ‘তুমি’।
আমার গর্ব-আমার অহংকার, সে ‘তুমি’
সকলের সেরা আমার মাতৃভাষা, সে ‘তুমি’
আমার বৃষ্টিভেজা সকাল, সে ‘তুমি’
ধুলোমাখা মায়ের ভাষা, সে ‘তুমি’
_____________________
No comments:
Post a Comment