ছড়া-কবিতা
খামখেয়ালি শহর
সুবীর কুমার ঘোষ
রাস্তায় হাঁটছে এক জোড়া জুতো,
মালিক কে তার? কেউ জানে না।
হাওয়ায় উড়ে যাচ্ছে উদভ্রান্ত চিঠি,
কি লেখা আছে? কেউ পড়ে না।
একটা ল্যাম্পপোস্ট একা দাঁড়িয়ে,
শহরের গল্পরা ফিসফিস করে।
পার্কের বেঞ্চিতে বসে থাকা ছায়া,
অন্য এক ছায়াকে খুঁজে মরে।
ঘড়ির কাঁটা বেয়াড়া হয়ে,
সময়কে ছাড়িয়ে ছুটতে চায়।
চাঁদটা আজ গলির ধারে,
শুকতারার প্রেমে একতারা হাতে বাউল!
গাড়ির হেডলাইটে, বৃষ্টির তীব্র ছাঁট,
রাতের শহরে মায়াবী আলোর খেলা
অবাক মানুষ, অবাক এই শহর,
সব যেন কেমন অদ্ভুত লাগে।
_____________________
 
No comments:
Post a Comment