ছড়া-কবিতা
জীবন্ত ঈশ্বর
রাণা চ্যাটার্জী
আমাদের তো কোন চাহিদা নেই।
পরস্পরের প্রতি কোন অভিযোগ,
দূরত্ব যে কখনো বাধা হতে পারে,
এমনটা ভাবার কোন অবকাশ
নাড়া দেয়নি সেভাবে আমাদের।
শুধু পাশে একটু ছুঁয়ে ছুঁয়ে থাকা,
দৈনন্দিন দুঃখ সুখের চাদরে,
সুন্দর সবুজ বন্ধুত্বকে বাঁচিয়ে
চিরহরিৎ রাখার সামান্য অভিপ্রায়।
নিখাদ স্বার্থহীন বন্ধুত্ব একটি গাছ,
যা উর্বর, মাটি, সার জল আলোয়
ডালপালা মেলে দূরীভূত করবে,
মনের গুমট জমা দূষিত টক্সিন।
এসো এভাবেই ছুঁয়ে ছুঁয়ে থাকি,
নিজেদের ভালো রাখার অভিপ্রায়ে।
সেরা বন্ধুকে পেয়ে ভরসায় বলি,
এক জীবন্ত ঈশ্বর পেয়েছি।
_____________________
 
No comments:
Post a Comment