বিবিন মাসিক সংকলন (বাংলা ওয়েব সংস্করণ)
প্রকাশকাল : মার্চ, ২০২৫ | পৃষ্ঠা সংখ্যা : ৩৪.
বর্ষ : ০৫, সংখ্যা : ০১.
(আন্তর্জাতিক কবিতা দিবস সংখ্যা)
প্রকাশনায় : আইমিক পাবলিশিং ভেঞ্চারাস
সম্পাদনায় : খ্যাতিশ্বর আইমিক
সহ-সম্পাদনায় : আধৃতি আইমিক
কভার ফটো/প্রচ্ছদ : একলব্য
_______________________
ছড়া-কবিতা
লিখছে আঁকিবুকি
সজল চক্রবর্তী
পূব আকাশে সূর্য মামা
যেই দিয়েছে উঁকি,
পাখিরা সব সুরে-সুরে
হাওয়ার মধ্যে লিখছে আঁকিবুকি।
প্রজাপতিও গোলাপ ফুলে
নেয় কাঁটার ঝুঁকি,
নিশ্চিন্তে উড়ে-উড়ে
পাঁপড়িতে ভাই লিখছে আঁকিবুকি।
কাগজ-কলম হাতে পেয়ে
ছোট্ট টুকটুকি,
হাসতে-হাসতে ঘুরে-ঘুরে
খাতার পাতায় লিখছে আঁকিবুকি।
সকলেই তো হতে চায়
এই জীবনে সুখী।
এই চাওয়ার জন্যই যাচ্ছে দূরে
বিদেশ গিয়ে লিখছে আঁকিবুকি!
_____________________
No comments:
Post a Comment