ছড়া-কবিতা
আর্তনাদ
অভিজিৎ দত্ত
শোষিত মানুষের আর্তনাদ
ক্ষুধার্ত মানুষের কান্না
আজ কেউ শুনতে পায় না।
রোজগারের তাড়নায়
সংসার চালানোর বাধ্যবাধকতায়
মানুষ আজ হয়েছে যন্ত্র।
শুকুনদের আজ আর দেখা যায় না
ভাগাড়ে আর মাংস থাকে না
মানুষ আজ এতই ক্ষুধার্ত
নিজের লোকেদের মাংস পেলে
তবেই হবে তৃপ্ত।
আধুনিক যুগে আমরা উপনীত হয়েছি
মনটা কী আধুনিক করতে পেরেছি?
ব্যস্ত মন আজ চায় শান্তি আর বিশ্রাম
ভোগে নয়, ত্যাগেই শান্তি
মানুষ কী বুঝবে?
শান্তি কী আর ফিরে আসবে?
_____________________
No comments:
Post a Comment