ছড়া-কবিতা
কবিতা লিখব বলে
দীপঙ্কর বৈদ্য
একটা কবিতা লিখব বলে
আকাশের নীচে দাঁড়িয়েছিলাম
উড়ে এলো স্বপ্নের সাথে বাস্তবের চিঠি,
ঘড়ির কাঁটার সাথে পড়ে দীর্ঘ নিশ্বাস
জীবনের তো হাজার দাবি
ভাবতে ভাবতেই পেরিয়ে যাই
সুখ-দুঃখ, বিরহ-সংগ্রাম, ইতিহাস...
একটা কবিতা লিখব বলে
সব কাজ ফেলে রেখে
ছুটে গেলাম সাহিত্য সৈনিকের ভিড়ে,
সে সময় তুমি একমুঠো রোদ্দুর হয়ে
ছড়িয়ে দিলে আমার মনে,
কজনই বা শেখাতে পারে
জীবন পাঠের টুকিটাকি!
তুমি শিখিয়েছ সাতসমুদ্র বুকে নিয়েও
পৃথিবীর সমস্ত অভিঘাত পেরোতে।
সেই সব টুকরো অনুভূতি কুড়িয়ে নিলাম
সৃজনের পথে শব্দের ছবি আঁকব বলে।
_____________________
No comments:
Post a Comment