Popular Posts

Thursday, March 27, 2025

(P-15) Udit eMagazine (March) Web Version

উদিত মাসিক সংকলন (বাংলা ওয়েব সংস্করণ)
প্রকাশকাল : মার্চ, ২০২৫ | পৃষ্ঠা সংখ্যা : ১৫.
মাসিক সংখ্যা : ২৮ তম (হোলি দোলযাত্রা সংখ্যা)
প্রকাশনায় : আইমিক পাবলিশিং ভেঞ্চারাস 
সম্পাদনায় : আধৃতি আইমিক 
সহ-সম্পাদনায় : খ্যাতিশ্বর আইমিক
কভার ফটো/প্রচ্ছদ : একলব্য
_______________________

ছড়া-কবিতা  

খনন 

ইলা সূত্রধর


অনেকটা সময় পেরিয়ে এসেছি 

অবেলায় বসে জীবনকে করেছি খনন 

প্রত্নভূমির ভিতর প্রস্তরখণ্ড শুধু 

টিং-টং আওয়াজে শব্দ দূষণ।


ফিরে যাই কবেকার জীবাশ্মের কাছে

নেড়েচেড়ে দেখি স্মৃতির অবয়ব

অজস্র সমুদ্র ঢেউ, হৃদস্পন্দনের মতো 

ছলাকলা করে, তীরে ছলাৎ ছলাৎ


নির্জন গহ্বরে সহস্র কাঁটার আড়ালে 

আজও লুকিয়ে আছে এক ব্রহ্মকমল

প্ররোচক শব্দ এসে ফণা তুলে দেয়

ছোবলের নীল বিষে ফাঁদ পাতা থাকে


অভিঘাতে অসহ্য কুঁকড়ে ওঠা কলমে 

অক্ষর বুনে কিছু সংলাপ লিখি, 

শুকনো পাতার খসখসে অন্ধ খোঁজে পথ 

নাইবা হলো এসব উল্লেখিত পান্ডুলিপি!


ভাবনার শুদ্ধতায় এসো, অনির্বাণ!

এই যাত্রাপথ চন্দ্রালোক হবে

খুনের গভীরে খুনি যেভাবে জাগে

শতদল পাঁপড়ি মেলে উন্মোচিত হোক!

_____________________


No comments:

Post a Comment

(P-26) Udit eMagazine (March) Web Version

উদিত মাসিক সংকলন (বাংলা ওয়েব সংস্করণ) প্রকাশকাল : এপ্রিল, ২০২৫ | পৃষ্ঠা সংখ্যা : ০৪. মাসিক সংখ্যা : ২৯ তম (হো সংখ্যা) প্রকাশনায় : আইমিক পা...