ছড়া-কবিতা
বিশ্ব কবিতা দিবসে
উৎপলেন্দু দাস
কোকিল ডাকা মন উদাস করা চৈতি বাতাসে
ভেসে আসে বিশ্ব কবিতা দিবস
কাকের বাসায় উঁকি দেয় আগুন রঙা পলাশ
পাতা ঝরিয়ে হাসি মুখে জড়িয়ে উষ্ণ আবেগে বলে
চল যাই শীতল হতে আমন্ড বাগানে
চলছে চোখ জুড়ানো গোলাপী সাদা প্রেমের মহোৎসব!
শুনে মুহূর্তে হারাই আমি মন মাতানো ঘ্রাণে
ছুটে যাই আয়নার কাছে প্রেমের রঙে সেজে নিতে
দেখি মলিন অস্পষ্ট প্রায় অচেনা মুখাবয়ব,
প্রাণপণে বার বার কাঁচ মুছে ভেসে চোখের জলে
দেখি সেই বিবর্ণ আমি, আয়না হেসে বলে
আগে স্নান সেরে ধুয়ে নাও জমানো ময়লা যত সব।
_____________________
No comments:
Post a Comment