Popular Posts

Thursday, March 27, 2025

(P-25) Udit eMagazine (March) Web Version

উদিত মাসিক সংকলন (বাংলা ওয়েব সংস্করণ)
প্রকাশকাল : মার্চ, ২০২৫ | পৃষ্ঠা সংখ্যা : ২৫.
মাসিক সংখ্যা : ২৮ তম (হোলি দোলযাত্রা সংখ্যা)
প্রকাশনায় : আইমিক পাবলিশিং ভেঞ্চারাস 
সম্পাদনায় : আধৃতি আইমিক 
সহ-সম্পাদনায় : খ্যাতিশ্বর আইমিক
কভার ফটো/প্রচ্ছদ : একলব্য
_______________________

ছড়া-কবিতা  

সাঁকো 

প্রতীক মিত্র


অন্তরঙ্গতার সাঁকোটা 

শুধুই মনে হয় 

এই বুঝি ভেঙে ধসে পড়বে 

উদাসীন নীরব সময়ের স্রোতে।


তারপর আখ্যান আনে সংশয়

প্রতিশ্রুতি আঁতকে উঠে কলরবে

চিনিয়ে দেয় সীমাবদ্ধতা 

একে অন্যের আদতে।


অগত্যা সাঁকোটা ঝুলতে থাকে, 

ভেঙে পড়ে না।

প্রত্যাশাও সেই সাঁকোর ওপর দিয়ে 

খুঁজে পায় ওড়ার বাহানা।

_____________________


(P-24) Udit eMagazine (March) Web Version

উদিত মাসিক সংকলন (বাংলা ওয়েব সংস্করণ)
প্রকাশকাল : মার্চ, ২০২৫ | পৃষ্ঠা সংখ্যা : ২৪.
মাসিক সংখ্যা : ২৮ তম (হোলি দোলযাত্রা সংখ্যা)
প্রকাশনায় : আইমিক পাবলিশিং ভেঞ্চারাস 
সম্পাদনায় : আধৃতি আইমিক 
সহ-সম্পাদনায় : খ্যাতিশ্বর আইমিক
কভার ফটো/প্রচ্ছদ : একলব্য
_______________________

ছড়া-কবিতা  

সে ‘তুমি’ 

সত্য প্রকাশ সাঁতরা


অবসন্ন শরীর খারাপে

আমি যে প্রলাপ বকি, সে ‘তুমি’।

দীর্ঘ ব্যস্ততার শেষে বাড়ি ফেরার মুহূর্তে

আমি যে দীর্ঘশ্বাস ফেলি, সে ‘তুমি’।

মায়ের হাতের যন্তমাখা স্পর্শে অথবা

প্রেমিকার চোখের স্নিগ্ধতায়,

আমার যে আবেগ ঝড়ে পরে, সে ‘তুমি’।

খাদ্যের সন্ধানে পথশিশুটির কিংবা

যে মাধ্যম ধরে ষ্টেশনের বৃদ্ধ ভিখারিটার হাত,

আমাদের দিকে এগিয়ে আসে, সে ‘তুমি’।

ঝুলন্ত দেহটির যে গোঙানি, সে ‘তুমি’।

রাজপথে চিৎকারে যে শ্লোগান ওঠে, সে ‘তুমি’।

পৈশাচিক নৃশংসতায় নিরীহ মেয়েটির

অশ্রুসিক্ত যে অসহায় আর্তনাদ, সে ‘তুমি’।


আমার গর্ব-আমার অহংকার, সে ‘তুমি’ 

সকলের সেরা আমার মাতৃভাষা, সে ‘তুমি’

আমার বৃষ্টিভেজা সকাল, সে ‘তুমি’ 

ধুলোমাখা মায়ের ভাষা, সে ‘তুমি’

_____________________


(P-23) Udit eMagazine (March) Web Version

উদিত মাসিক সংকলন (বাংলা ওয়েব সংস্করণ)
প্রকাশকাল : মার্চ, ২০২৫ | পৃষ্ঠা সংখ্যা : ২৩.
মাসিক সংখ্যা : ২৮ তম (হোলি দোলযাত্রা সংখ্যা)
প্রকাশনায় : আইমিক পাবলিশিং ভেঞ্চারাস 
সম্পাদনায় : আধৃতি আইমিক 
সহ-সম্পাদনায় : খ্যাতিশ্বর আইমিক
কভার ফটো/প্রচ্ছদ : একলব্য
_______________________

ছড়া-কবিতা  

ভিত্তিহীনে 

পরমেশ্বর গাইন


চেনা বাতাস, বিরহ আবেশে মুক্তাঙ্গনে 

ভেঙেছে আত্মবিশ্বাস

সত্য স্রোতের সন্ধিক্ষণে। 


উড়ে এলো “মিথ্যে” সগৌরবে

অন্দরমহলে লক্ষ্মীপুরের আঁচল তলে

অস্পষ্ট অবয়বে। 


রক্তবীজে দা’ঠাকুরের বৈঠকখানা

রাম রাবণে ভক্ত ভগবানে

দ্বন্দ্বে ভরা নরক যাতনা।


স্বর্গ সুখের পরম্পরায়—

নতুন আলো, কখন যেন পথ হারালো

সেই বাতাসের লোভ-লালসায়।

_____________________


(P-22) Udit eMagazine (March) Web Version

উদিত মাসিক সংকলন (বাংলা ওয়েব সংস্করণ)
প্রকাশকাল : মার্চ, ২০২৫ | পৃষ্ঠা সংখ্যা : ২২.
মাসিক সংখ্যা : ২৮ তম (হোলি দোলযাত্রা সংখ্যা)
প্রকাশনায় : আইমিক পাবলিশিং ভেঞ্চারাস 
সম্পাদনায় : আধৃতি আইমিক 
সহ-সম্পাদনায় : খ্যাতিশ্বর আইমিক
কভার ফটো/প্রচ্ছদ : একলব্য
_______________________

ছড়া-কবিতা  

রাতের গল্প 

মাখনলাল প্রধান


নিশুতি রাতের গল্প। 

বাতাসের জোনাকি বুনন শাড়ি। 

ভাষান্তরে শীতল মায়াবী কণ্ঠস্বর। 

চিরকাল সড়ক পথে চোখ জ্বেলে ছুটে যায় লরি।


মিছিলে হাঁটা মানুষের গল্প। 

স্বপ্নে ভেজানো রাতের কারিগরি। 

স্বপ্নে ভেজানো পোড়া রুটি অমৃত। 

অসুখের মা অক্লেশে হেঁটে যায়।


ঋতুর জোয়ার ভাসিয়ে দেয় হৃদয়।  

চোরাবালি মূলধন হতভাগ‍্যের। 

আকাশের পিঠে চরে গাই গোরু। 

কালো মেঘ তাদের নহবত সামলায়।


রাতেরা শুধু গল্প বলে। 

গল্পবাজ রাত এত বানাতে পারে। 

শুধু মানুষের কোনো গল্প নেই। 

তারা রাতের কাঙাল।

_____________________


(P-21) Udit eMagazine (March) Web Version

উদিত মাসিক সংকলন (বাংলা ওয়েব সংস্করণ)
প্রকাশকাল : মার্চ, ২০২৫ | পৃষ্ঠা সংখ্যা : ২১.
মাসিক সংখ্যা : ২৮ তম (হোলি দোলযাত্রা সংখ্যা)
প্রকাশনায় : আইমিক পাবলিশিং ভেঞ্চারাস 
সম্পাদনায় : আধৃতি আইমিক 
সহ-সম্পাদনায় : খ্যাতিশ্বর আইমিক
কভার ফটো/প্রচ্ছদ : একলব্য
_______________________

ছড়া-কবিতা  

কবিতার রক্ত 

কাজল মৈত্র


একটা পৃষ্ঠা আমার জন্য রেখো

যাতে লেখা থাকবে ভালোবাসার অভাব বোধ 

অদূরে অনুপ্রবেশকারী নাবিকের মত 

আমি পড়ে আছি অগণিত দুঃখ ছোপ নিয়ে 

প্রকৃতির চন্দ্রমালা মুখস্তের কালে 

কেন যেন হারিয়ে যায় 

প্রেম ভালোবাসা অতঃপর 

পাপ পুণ্যের দোলনায় বসিয়ে 

নিজেকে মেপে চলি ভালোবাসার লাভা স্রোতে 

এভাবেই শতাব্দী পেরিয়ে 

কোন দৈব আলোয় নক্ষত্র দোষে 

লাল রঙে ঝরে পরে কবিতার রক্ত।

_____________________


(P-20) Udit eMagazine (March) Web Version

উদিত মাসিক সংকলন (বাংলা ওয়েব সংস্করণ)
প্রকাশকাল : মার্চ, ২০২৫ | পৃষ্ঠা সংখ্যা : ২০.
মাসিক সংখ্যা : ২৮ তম (হোলি দোলযাত্রা সংখ্যা)
প্রকাশনায় : আইমিক পাবলিশিং ভেঞ্চারাস 
সম্পাদনায় : আধৃতি আইমিক 
সহ-সম্পাদনায় : খ্যাতিশ্বর আইমিক
কভার ফটো/প্রচ্ছদ : একলব্য
_______________________

ছড়া-কবিতা  

আকাশ ভীষণ কালো 

মোঃআরিফুজ্জামান সোহাগ


আকাশ ভীষণ কালো 

সূর্য দেয় আলো! 

জোনাকিরা খেলা করে 

বাঁশ ঝাড়ে শত।


বনে আছে বাঘ

নদীতে থাকে মাছ! 

শিয়াল মামা শিকার করতে 

পার করে দেয় রাত।


গোলা ভরা ধান আর 

কৃষকের মুখে হাসি!

আদি কালের কৃষি ছিল

সোনার চাইতে খাটি।

_____________________


(P-19) Udit eMagazine (March) Web Version

উদিত মাসিক সংকলন (বাংলা ওয়েব সংস্করণ)
প্রকাশকাল : মার্চ, ২০২৫ | পৃষ্ঠা সংখ্যা : ১৯.
মাসিক সংখ্যা : ২৮ তম (হোলি দোলযাত্রা সংখ্যা)
প্রকাশনায় : আইমিক পাবলিশিং ভেঞ্চারাস 
সম্পাদনায় : আধৃতি আইমিক 
সহ-সম্পাদনায় : খ্যাতিশ্বর আইমিক
কভার ফটো/প্রচ্ছদ : একলব্য
_______________________

ছড়া-কবিতা  

মহাকাশ ও মানুষ 

আনন্দ গোপাল গরাই


মানুষ একদিন করবে চাঁদে গিয়ে বাস 

উপনিবেশ গড়তে পারে চাঁদের মাটিতে 

অসম্ভব নয় কিছু বিজ্ঞানের কাছে 

মানুষের বাসস্থান হবে মহাকাশ।


সুদূর পৃথিবী থেকে তারাদের দেশে 

হয়তো পৌঁছে যাবে কোনো একদিন 

স্বপ্নে নয় সশরীরে চলে যাবে সেথা

থাকবে ওদের সাথে মহাকাশে ভেসে।


আসবে কি শুভবোধ মানুষের মনে

মুছে যাবে চিরতরে হিংসা দ্বেষ গ্লানি

ভরবে অন্তর তার আলোয় আলোয়

আড়ি হবে চিরকাল অন্যায়ের সনে?


অবিচার আবিলতা যদি হয় ক্ষয়

দিই যদি মানুষের ন্যায্য অধিকার 

সম্প্রীতির রামধনু রঙ ছড়ায় যদি

তবেই সার্থক হবে মহাকাশ জয়।

_____________________


(P-18) Udit eMagazine (March) Web Version

উদিত মাসিক সংকলন (বাংলা ওয়েব সংস্করণ)
প্রকাশকাল : মার্চ, ২০২৫ | পৃষ্ঠা সংখ্যা : ১৮.
মাসিক সংখ্যা : ২৮ তম (হোলি দোলযাত্রা সংখ্যা)
প্রকাশনায় : আইমিক পাবলিশিং ভেঞ্চারাস 
সম্পাদনায় : আধৃতি আইমিক 
সহ-সম্পাদনায় : খ্যাতিশ্বর আইমিক
কভার ফটো/প্রচ্ছদ : একলব্য
_______________________

ছড়া-কবিতা  

বিশ্ব কবিতা দিবসে 

উৎপলেন্দু দাস


কোকিল ডাকা মন উদাস করা চৈতি বাতাসে 

ভেসে আসে বিশ্ব কবিতা দিবস

কাকের বাসায় উঁকি দেয় আগুন রঙা পলাশ

পাতা ঝরিয়ে হাসি মুখে জড়িয়ে উষ্ণ আবেগে বলে  

চল যাই শীতল হতে আমন্ড বাগানে

চলছে চোখ জুড়ানো গোলাপী সাদা প্রেমের মহোৎসব!   


শুনে মুহূর্তে হারাই আমি মন মাতানো ঘ্রাণে

ছুটে যাই আয়নার কাছে প্রেমের রঙে সেজে নিতে

দেখি মলিন অস্পষ্ট প্রায় অচেনা মুখাবয়ব, 

প্রাণপণে বার বার কাঁচ মুছে ভেসে চোখের জলে 

দেখি সেই বিবর্ণ আমি, আয়না হেসে বলে 

আগে স্নান সেরে ধুয়ে নাও জমানো ময়লা যত সব।

_____________________


(P-17) Udit eMagazine (March) Web Version

উদিত মাসিক সংকলন (বাংলা ওয়েব সংস্করণ)
প্রকাশকাল : মার্চ, ২০২৫ | পৃষ্ঠা সংখ্যা : ১৭.
মাসিক সংখ্যা : ২৮ তম (হোলি দোলযাত্রা সংখ্যা)
প্রকাশনায় : আইমিক পাবলিশিং ভেঞ্চারাস 
সম্পাদনায় : আধৃতি আইমিক 
সহ-সম্পাদনায় : খ্যাতিশ্বর আইমিক
কভার ফটো/প্রচ্ছদ : একলব্য
_______________________

ছড়া-কবিতা  

খামখেয়ালি শহর 

সুবীর কুমার ঘোষ


রাস্তায় হাঁটছে এক জোড়া জুতো,

মালিক কে তার? কেউ জানে না।

হাওয়ায় উড়ে যাচ্ছে উদভ্রান্ত চিঠি,

কি লেখা আছে? কেউ পড়ে না।


একটা ল্যাম্পপোস্ট একা দাঁড়িয়ে,

শহরের গল্পরা ফিসফিস করে।

পার্কের বেঞ্চিতে বসে থাকা ছায়া,

অন্য এক ছায়াকে খুঁজে মরে।


ঘড়ির কাঁটা বেয়াড়া হয়ে,

সময়কে ছাড়িয়ে ছুটতে চায়।

চাঁদটা আজ গলির ধারে,

শুকতারার প্রেমে একতারা হাতে বাউল!


গাড়ির হেডলাইটে, বৃষ্টির তীব্র ছাঁট,

রাতের শহরে মায়াবী আলোর খেলা 

অবাক মানুষ, অবাক এই শহর,

সব যেন কেমন অদ্ভুত লাগে।

_____________________


(P-16) Udit eMagazine (March) Web Version

উদিত মাসিক সংকলন (বাংলা ওয়েব সংস্করণ)
প্রকাশকাল : মার্চ, ২০২৫ | পৃষ্ঠা সংখ্যা : ১৬.
মাসিক সংখ্যা : ২৮ তম (হোলি দোলযাত্রা সংখ্যা)
প্রকাশনায় : আইমিক পাবলিশিং ভেঞ্চারাস 
সম্পাদনায় : আধৃতি আইমিক 
সহ-সম্পাদনায় : খ্যাতিশ্বর আইমিক
কভার ফটো/প্রচ্ছদ : একলব্য
_______________________

ছড়া-কবিতা  

বসন্ত উৎসব 

অজিত কুমার জানা


ঘুম ভাঙতেই কর্ণ পর্দায় উৎসব, 

একগুচ্ছ কুহু সুগন্ধি ফুল।

সূচিপত্রে বসন্তের নতুন সংস্করণ, 

মোবাইল থেকে সিম বেরিয়ে, 

একই টেবিলে বসে মুখোমুখি,

উভয়ের কন্ঠস্বরে মিষ্টান্ন ভান্ডার। 


দিন ভোরের দরজা খুলে,

সিঁথিতে লাল পলাশের বাড়ি।

পরনে রাঙা রোদের সকাল, 

প্রকৃতির ছবি আঁকা ইস্কুলে, 

নব পল্লবের মলয় দখিনা, 

বসন্ত উৎসব মঞ্চ বানায়।

_____________________


(P-15) Udit eMagazine (March) Web Version

উদিত মাসিক সংকলন (বাংলা ওয়েব সংস্করণ)
প্রকাশকাল : মার্চ, ২০২৫ | পৃষ্ঠা সংখ্যা : ১৫.
মাসিক সংখ্যা : ২৮ তম (হোলি দোলযাত্রা সংখ্যা)
প্রকাশনায় : আইমিক পাবলিশিং ভেঞ্চারাস 
সম্পাদনায় : আধৃতি আইমিক 
সহ-সম্পাদনায় : খ্যাতিশ্বর আইমিক
কভার ফটো/প্রচ্ছদ : একলব্য
_______________________

ছড়া-কবিতা  

খনন 

ইলা সূত্রধর


অনেকটা সময় পেরিয়ে এসেছি 

অবেলায় বসে জীবনকে করেছি খনন 

প্রত্নভূমির ভিতর প্রস্তরখণ্ড শুধু 

টিং-টং আওয়াজে শব্দ দূষণ।


ফিরে যাই কবেকার জীবাশ্মের কাছে

নেড়েচেড়ে দেখি স্মৃতির অবয়ব

অজস্র সমুদ্র ঢেউ, হৃদস্পন্দনের মতো 

ছলাকলা করে, তীরে ছলাৎ ছলাৎ


নির্জন গহ্বরে সহস্র কাঁটার আড়ালে 

আজও লুকিয়ে আছে এক ব্রহ্মকমল

প্ররোচক শব্দ এসে ফণা তুলে দেয়

ছোবলের নীল বিষে ফাঁদ পাতা থাকে


অভিঘাতে অসহ্য কুঁকড়ে ওঠা কলমে 

অক্ষর বুনে কিছু সংলাপ লিখি, 

শুকনো পাতার খসখসে অন্ধ খোঁজে পথ 

নাইবা হলো এসব উল্লেখিত পান্ডুলিপি!


ভাবনার শুদ্ধতায় এসো, অনির্বাণ!

এই যাত্রাপথ চন্দ্রালোক হবে

খুনের গভীরে খুনি যেভাবে জাগে

শতদল পাঁপড়ি মেলে উন্মোচিত হোক!

_____________________


(P-14) Udit eMagazine (March) Web Version

উদিত মাসিক সংকলন (বাংলা ওয়েব সংস্করণ)
প্রকাশকাল : মার্চ, ২০২৫ | পৃষ্ঠা সংখ্যা : ১৪.
মাসিক সংখ্যা : ২৮ তম (হোলি দোলযাত্রা সংখ্যা)
প্রকাশনায় : আইমিক পাবলিশিং ভেঞ্চারাস 
সম্পাদনায় : আধৃতি আইমিক 
সহ-সম্পাদনায় : খ্যাতিশ্বর আইমিক
কভার ফটো/প্রচ্ছদ : একলব্য
_______________________

ছড়া-কবিতা  

আমরা 

লালন চাঁদ (হামিদুল ইসলাম)


এক একটি আশা ভেঙে যায় 

দুচোখ ঘোলাটে 

মলাটের নীচে জীর্ণ পৃথিবী 

হিংসা ঘৃণা আর বিদ্বেষ 


এখন সবাই ধর্মের বর্ম পরে আছে 

একটু ফুরসৎ পেলেই 

রক্তাক্ত হবে কারো না কারো ভবিষৎ 


হাঁটতে হাঁটতে চলে আসি ভাঙা সাঁকো 

পার হতে পারি না 

এপার অশান্ত 

ওপার অশান্ত 

কোন পাড়ে গিয়ে দাঁড়াবো ঠিকানা নেই 


তবু বিপদ নিয়ে হাঁটি 

ঈশ্বর ঈশ্বর করি 

বিপদ কাটে না কোনোমতেই 

কে শোনে কার কথা 

উন্মত্ত সবাই 


চৈত্র মাস 

হঠাৎ বান ডাকে 

ধর্মান্ধরা শুকনো নদীতে ভেসে যায়

_____________________


(P-13) Udit eMagazine (March) Web Version

উদিত মাসিক সংকলন (বাংলা ওয়েব সংস্করণ)
প্রকাশকাল : মার্চ, ২০২৫ | পৃষ্ঠা সংখ্যা : ১৩.
মাসিক সংখ্যা : ২৮ তম (হোলি দোলযাত্রা সংখ্যা)
প্রকাশনায় : আইমিক পাবলিশিং ভেঞ্চারাস 
সম্পাদনায় : আধৃতি আইমিক 
সহ-সম্পাদনায় : খ্যাতিশ্বর আইমিক
কভার ফটো/প্রচ্ছদ : একলব্য
_______________________

ছড়া-কবিতা  

কেমন আছ তুমি 

খ্যাতিশ্বর আইমিক


দীর্ঘ ত্রিশটি বছরের যে কটা দিন

সামনাসামনি সাক্ষাৎ তোমার আমার

প্রতিবারই জানতে চেয়েছ— 

“কেমন আছ তুমি”


প্রেমিকা হয়ে মুখ ফুটে জানালে না—

“আমি তো তোমারই”

ভালোবাসা ছড়িয়ে ভরসা দিলে না—

“ভেঙে পড়ো না, আছি তো সবসময়”


বসন্তের রঙিন ছোঁয়া লাগিয়ে

এখনও অবধি জানালে না—

“শুধু তোমাকেই চাই,

রণে বনে জলে ঝড়ে সব জায়গায়”


উত্তর খুঁজে চলেছি তোমার প্রশ্নের, 

জিজ্ঞাসাটা কি অবচেতন মনে 

দোদুল্যমান লুক্কায়িত ব্যর্থতার 

নাকি লোক দেখানো সৌজন্যতার?


প্রতিবারই মুখ ফুটে বলতে চেয়েছি

অনেক কিছুই, পারি না কিছুই বলতে

বদলে হাস্যমাখা আমার সেই একই উত্তর

“বিন্দাস আছি, নিজের মতো, সবসময়”

_____________________


(P-12) Udit eMagazine (March) Web Version

উদিত মাসিক সংকলন (বাংলা ওয়েব সংস্করণ)
প্রকাশকাল : মার্চ, ২০২৫ | পৃষ্ঠা সংখ্যা : ১২.
মাসিক সংখ্যা : ২৮ তম (হোলি দোলযাত্রা সংখ্যা)
প্রকাশনায় : আইমিক পাবলিশিং ভেঞ্চারাস 
সম্পাদনায় : আধৃতি আইমিক 
সহ-সম্পাদনায় : খ্যাতিশ্বর আইমিক
কভার ফটো/প্রচ্ছদ : একলব্য
_______________________

ছড়া-কবিতা  

তুমি চোখ তুলে তাকালে… 

গোবিন্দ মোদক


তুমি চোখ তুলে তাকালে 

একটা উদাসী ভোর এসে দাঁড়ায় পলাশের উঠোনে, 

সকালের জনহীন রাস্তা এসে শেষ হয় কৃষ্ণচূড়া গাছের নিচে,

মৌমাছিদের ছন্দ-নাচে বিমোহিত মুকুল সুবাস ছড়ায়—

আর ফাগুনের কপোত-কপোতী অমোঘ আকর্ষণে 

উপহার দেয় আরও আরও ভারী প্রেম!


তুমি ভ্র-ভঙ্গি করলে 

তীর্যক একটা রোদের রেখা ছুঁয়ে যায় বসন্তবেলা—

যার উদোম শরীরে কোন শোকগাথা লেখা নেই; 

বরং শিমুলের রাঙা আহ্বান আর ঝরে যাওয়ার মধ্যে 

জেগে ওঠে হোলির মহোৎসব,

পাতা-হীন ডালে ডালে জাগে কিশলয়!


তুমি ইশারা করলে 

একরাশ মুগ্ধতা ঝরে পড়ে সূর্যাস্তের প্রায়ান্ধকারে, 

নিশ্চিত রাত্রি নামার আগে 

কে যেন ফিসফিস করে বলে যায়—

সব ঠিকঠাকই আছে, হারায়নি-কো কিছুই, 

শুধু সঠিক সময়ে বিরহী-বিকেলকে ছুঁয়ে যাওয়ার অপেক্ষা...।


তুমি চোখ তুলে তাকালে...

_____________________


(P-11) Udit eMagazine (March) Web Version

উদিত মাসিক সংকলন (বাংলা ওয়েব সংস্করণ)
প্রকাশকাল : মার্চ, ২০২৫ | পৃষ্ঠা সংখ্যা : ১১.
মাসিক সংখ্যা : ২৮ তম (হোলি দোলযাত্রা সংখ্যা)
প্রকাশনায় : আইমিক পাবলিশিং ভেঞ্চারাস 
সম্পাদনায় : আধৃতি আইমিক 
সহ-সম্পাদনায় : খ্যাতিশ্বর আইমিক
কভার ফটো/প্রচ্ছদ : একলব্য
_______________________

ছড়া-কবিতা  

হৃদগোলাপের পাপড়ি 

তীর্থঙ্কর সুমিত


কত সবুজ...

মাঠে মাঠে কত কথা

কড়াইশুঁটির অনন্ত বিকেল

আর তুমি—

এখন অনেকটা নতুন হয়ে গেছো।

শহুরে আদব কায়দায় জল ভরে নাও

মননে এখন উপন্যাস

কবিতা ঘুমিয়ে পড়েছে।

জাগাওনি তুমি

তোমার নরম ঠোঁটের চুম্বন আঁকোনি।

অভিমানী কবিতা এখন হেঁটে চলছে

সবুজ থেকে চির সবুজের পথে

প্রশস্ত পথ, ধানক্ষেত সবই বদলেছে

তবুও কোথায় যেন একটা গ্রাম, গোধূলির বিকেল 

সন্ধ্যের হ্যারিকেনে পুড়ে যায় হৃদগোলাপের পাপড়ি।

_____________________


(P-10) Udit eMagazine (March) Web Version

উদিত মাসিক সংকলন (বাংলা ওয়েব সংস্করণ)
প্রকাশকাল : মার্চ, ২০২৫ | পৃষ্ঠা সংখ্যা : ১০.
মাসিক সংখ্যা : ২৮ তম (হোলি দোলযাত্রা সংখ্যা)
প্রকাশনায় : আইমিক পাবলিশিং ভেঞ্চারাস 
সম্পাদনায় : আধৃতি আইমিক 
সহ-সম্পাদনায় : খ্যাতিশ্বর আইমিক
কভার ফটো/প্রচ্ছদ : একলব্য
_______________________

ছড়া-কবিতা  

অতৃপ্ত বাসনা 

মহা রফিক শেখ


কখনো দেখতে ইচ্ছে হলে

আমায় ডেকো, 

আমারও ইচ্ছে হয়–

তোমাকে দেখার।

অন্তত একবারও...


কখনো কিছু বলতে চাইলে

আমায় বোলো,

আমারও ইচ্ছে হয়–

কিছু বলার।

যে কথা হয়নি বলা...


কখনো কিছু শোনাতে চাইলে 

আমায় শুনিও।

আমারও ইচ্ছে হয়–

কিছু শোনার।

যা আগেই শোনা উচিত ছিল…

_____________________


(P-09) Udit eMagazine (March) Web Version

উদিত মাসিক সংকলন (বাংলা ওয়েব সংস্করণ)
প্রকাশকাল : মার্চ, ২০২৫ | পৃষ্ঠা সংখ্যা : ০৯.
মাসিক সংখ্যা : ২৮ তম (হোলি দোলযাত্রা সংখ্যা)
প্রকাশনায় : আইমিক পাবলিশিং ভেঞ্চারাস 
সম্পাদনায় : আধৃতি আইমিক 
সহ-সম্পাদনায় : খ্যাতিশ্বর আইমিক
কভার ফটো/প্রচ্ছদ : একলব্য
_______________________

ছোটগল্প

রহস্যময় মহিলা 

আধৃতি আইমিক


        চাকরি সূত্রে আমার বাবা তখন মুর্শিদাবাদের কোনো এক ব্লকের বিডিও অফিসার। অবশ্য এইখানে বাবার খুব কম দিনই পোস্টিং ছিল। স্কুলের গণ্ডি তখনও পেরোইনি। পুরনো বন্ধুদের ছেড়ে আসার কষ্ট প্রতিবারই ঘটত। 

       জানেন প্রথম রাতেই আমাদের বাংলোয় অদ্ভুত এক কাণ্ড ঘটেছিল। খুব ছোটবেলার ঘটনা, তাই অনেক কিছুই ভুলে গেছি। তবু সেদিনের সেই অদ্ভুত ঘটনা স্মরণে আনছি। রাতের খাওয়াদাওয়া শেষ করে ঘুমোতে যাব, হঠাৎ ছাদের পাটাতন থেকে শব্দ, ঠাস-ঠাস! কেউ যেন কাউকে ঘোড়ার চাবুক মারছে। হঠাৎ একটা মহিলার আর্তচিৎকার—এমন হৃদয় বিদারক রক্ত হিম করা কান্না, যা শুনে আমার শরীর শিউরে উঠল। শুধু আমি নই, বাড়ির সবাই সবটাই শুনেছে। মা, বাবা, আমার মেজো বোন—সবাই চমকে উঠে একে অপরের দিকে তাকাচ্ছি। বাইরে আটজন গার্ড পাহারা দিচ্ছে। বাবা তাদের ডেকে জিজ্ঞেস করলেন, “এটা কিসের শব্দ?” গার্ডরা মুখ চাওয়াচাওয়ি করে বলল, “স্যার, আমরা কেউ কিছু জানি না। এমন শব্দ আগেও শুনেছি, কিন্তু কিছু পাইনি।” বাবা সাহসী মানুষ। তাই দুজন গার্ডকে ছাদে পাঠালেন দেখতে। কিন্তু তারাও ফিরে এসে বলল, “কিছুই নেই। শুধু পাটাতনে কিছু দাগ ছাড়া কোথাও কিছু পাওয়া যায়নি।” শব্দটা কিন্তু থামল না। রাত গভীর হতেই আরও ভয়ঙ্কর কিছু শুরু হলো।  

         রাত তখন দুটোর কাছাকাছি। বিছানায় শুয়ে আছি, হঠাৎ মনে হলো কার যেন নিঃশ্বাস আমার ঘাড়ের কাছে। ঠান্ডা, ভারী নিঃশ্বাস। গলায় যেন কার ঠান্ডা হাতের স্পর্শ। আমার মেজো বোন, যে চিরকালই ভীতু, ভয়ে কাঁপতে কাঁপতে আমার ঘরে এসে বলল, “দিদি, আমি তোর সাথে ঘুমাব।” ভয় না দেখিয়ে বললাম, “ঠিক আছে, তুই ভয় পাস না, আয় দুই বোনে মিলে শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে ঘুমিয়ে পড়ি।”

ওম ত্রয়ম্বকং যজামহে সুগন্ধিংপষ্টিবর্দ্ধনম্।

উর্বারুকমিব বন্ধনান্মৃত্যোর্মুক্ষীয় মামৃতাৎ।।

          কিন্তু এখানেই শেষ নয়। প্রায় প্রতি রাতেই একই ঘটনা। ছাদে চাবুকের শব্দ, মহিলার কান্না। কখনো গলায় ঠান্ডা হাত, কখনো নিঃশ্বাসের শব্দ। এক রাতে তো ঘটল এক ভয়ঙ্কর কাণ্ড। শুয়ে আছি, হঠাৎ মনে হলো কেউ যেন আমার গলার চিকন হাড়টা খুলে নিল। ভয়ে চোখ বন্ধ করে পড়ে আছি। সকালে উঠে দেখি, কার্পেটের ওপর আমার আর মেজো বোনের গলার হাড় দুটো পড়ে আছে! এত অল্প বয়সে এমন অস্বাভাবিক ঘটনা—ভয়ে বুক কাঁপছিল। মাকে সব খুলে বললাম। মা চুপ করে শুনে বললেন, “দেখি কী করা যায়।”  

          কয়েক মাস এভাবে কাটল। শীতকালে একদিন নিম্নচাপের প্রভাবে সন্ধ্যা থেকে টিপটিপ করে বৃষ্টি আর ঠান্ডা বাতাস বইছিল। এরইমধ্যে রাত দশটার পর হঠাৎ করেই মা, মেজো বোন অসুস্থ হয়ে পড়লেন। বাড়িতে আমি একা জেগে। একটা রহস্য গল্পের বই নিয়ে পড়ছি, কান সজাগ। হঠাৎ মনে হলো মা ডাকছেন। দৌড়ে গেলাম, দেখি তিনি অঘোরে ঘুমাচ্ছেন। ফিরে আসতেই মনে হলো মেজো বোনের ডাক শুনলাম, গিয়ে দেখি সেও ঘুমাচ্ছে। এবার শুনলাম বাবার গলা। পরক্ষণেই মনে পড়ল বাবা তো দার্জিলিং এ ট্যুর করতে গেছেন।

       শীতের রাতে আমার তখন দর দর করে ঘাম ঝরছে। এতবার কানে ভুল শুনব? নাহ্ এটা স্বাভাবিক নয়। বুকের ভেতরটা শিরশির করছে। নিজের মনেই বললাম, “ভয় পেলে ক্ষতি। তাই সাহস রাখতে হবে।” শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা বারবার জপ করতে লাগলাম। কিন্তু ভয়টা যে কিছুতেই কাটছে না। নিজের ঘরে ফিরে শুয়ে পড়লাম। মশারি টাঙাইনি, কারণ বারবার উঠতে হতে পারে। হঠাৎ মনে হলো কেউ আমার পায়ের কাছে বসল। লেপ দিয়ে মুখ ঢেকে ভাবলাম, “সবাই অসুস্থ, দরজা বন্ধ, গার্ড বাইরে—কে বসবে?” তবুও ভয়ে ভয়ের লেপটা একটু ফাঁক করে দেখি—একজন মহিলা! মাথায় ঘোমটা দেওয়া, আমার পায়ের কাছে বসে আমার দিকে চেয়ে মিটিমিটি হাসছে। চোখে এক অদ্ভুত দৃষ্টি, যেন আমার ভেতরটা দেখে নিচ্ছে। ভয়ে মুখ ঢেকে ফেললাম। 

        “ভয় পেলে ক্ষতি। আমি ভয় পাব না,” বারবার বলছি আর সাথে সাথে শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা বারবার জপ করছি। সাহস করে একবার লাথি মারলাম। কিন্তু কিছুতেই কিছু ঠেকল না। হঠাৎ মনে পড়ল, অশরীরী জিনিসের আকৃতি থাকে, অবয়ব থাকে না। হাত-পা হিম হয়ে আসছে। লেপটা আবারও ফাঁক করে দেখি, মহিলাটা তখনও হাসছে। আমার ঘরের জানালা সবসময় খোলা থাকে। শীতেও একটা জানালা খোলা ছিল। জানালা দিয়ে গাব গাছটা দেখা যায়। বারবার জানালার দিকে তাকাচ্ছি, যদি গার্ডদের দেখতে পাই। কিন্তু কেউ নেই। সময় যেন থেমে গেছে। হঠাৎ ফজরের আজানের শব্দ। সঙ্গে সঙ্গে মহিলা উঠে জানালা দিয়ে বেরিয়ে গেল। গাব গাছের সঙ্গে মিশে গেল যেন। আমি হতভম্ব হয়ে তাকিয়ে আছি। ভাবছিলাম জানালার রড ভেদ করে যায় কীভাবে?

          উল্লেখ্য এলাকাটি ছিল মুসলমান এলাকা। তাই এখানে আজানের ধ্বনি কানে আসাটা স্বাভাবিক। মাঝখানে আমরাই কেবল হিন্দু। আশেপাশের লোকজন খুবই ভালো। মানে পরোপকারী। কোনো ধর্মীয় হিংসা নেই। বাবুর্চি কাকার সঙ্গে ভাব হয়েছিল। তাকে সব বলতাম। তিনি মাথা নেড়ে বলতেন, “হ্যাঁ, বাবুয়া, এসব এখানে ঘটে। এ বাংলোর পুরনো ইতিহাস আছে।” কিন্তু কী সেই ইতিহাস, তা কেউ খুলে বলত না।

      সকালে সবার আগে মাকে রাতের ঘটনা খুলে বললাম। মা সব শুনলেন। তারপর বেলা হলে আর্দালিকে ডেকে জিজ্ঞেস করলেন কোনো তান্ত্রিক পাওয়া যাবে কিনা। তখন আর্দালি বলল, তান্ত্রিক নেই তবে একজন ফকির বাবা আছেন, যিনি টাকা নেন না, কিন্তু সবার উপকার করেন। মা বললেন “ঠিক আছে এক্ষুনি আপনি উনাকে ডেকে আনুন।  

        কিছুক্ষণ পরে ফকির বাবা এলেন। মা সব খুলে বললেন। তিনি আমার কপালের দিকে তাকিয়ে আমার ঘরে গেলেন। জানালার কাছে দাঁড়িয়ে গাব গাছটার দিকে অনেকক্ষণ তাকালেন। কিছু আমল করে গাছে আর জানালায় ফুঁ দিলেন। আমাকে বললেন, “এশার পর জানালা বন্ধ রাখবে, ফজরের নামাজের সময় খুলবে। কেউ টোকা দিলেও খুলবে না।” মাকে বললেন, “ওই গাছের নিচে একটা মেয়েকে খুন করে পুঁতে রাখা হয়েছিল। তার দেহ মাটির সঙ্গে মিশে গেছে। মেয়েটি ভয় পেলে ক্ষতি করত, কিন্তু আল্লাহর কালামের বরকতে তোমার বেটি রক্ষা পেয়েছে।” বাবা ফিরে এলে সব শুনে বললেন, “ফকির বাবা যা বলেছেন, তাই মেনে চলো।” 

       সেদিনের পর থেকে এশার পর জানালা বন্ধ রাখতাম। প্রতি রাতে জানালায় টোকা শুনতাম, কিন্তু খুলিনি। গলায় ঠান্ডা হাত, নিঃশ্বাসের শব্দ আর ঘটেনি। এতকিছুর পরেও ছাদে চাবুকের শব্দ আর মহিলার কান্না থামেনি।  

      এখন ২০১৯ সাল চলছে। এমএ পাশ করে চাকদহ কলেজে দীর্ঘদিন যাবত অধ্যাপনা করে সবে রিটায়ার করেছি। তবু সেই ছোটবেলায় ঘটে যাওয়া বাংলোর সেই দিনের ঘটনা আজও ভুলতে পারিনি। ‘কী ছিল সেটা? চাবুকের শব্দটাই বা কার? কে ছিল সেই মহিলা? সত্যিই কি গাব গাছের নিচে কাউকে পুঁতে রাখা হয়েছিল?’ প্রশ্নগুলো আজও আমার অবচেতন মনে জাগে, ছটফট করে, কিন্তু উত্তর মেলে না, অজ্ঞাতই থেকে গেছে চিরকালের মতো। কারণ বড় হয়ে আর কোনোদিন ঐ বাংলোয় যায়নি।

_____________________


(P-08) Udit eMagazine (March) Web Version

উদিত মাসিক সংকলন (বাংলা ওয়েব সংস্করণ)
প্রকাশকাল : মার্চ, ২০২৫ | পৃষ্ঠা সংখ্যা : ০৮.
মাসিক সংখ্যা : ২৮ তম (হোলি দোলযাত্রা সংখ্যা)
প্রকাশনায় : আইমিক পাবলিশিং ভেঞ্চারাস 
সম্পাদনায় : আধৃতি আইমিক 
সহ-সম্পাদনায় : খ্যাতিশ্বর আইমিক
কভার ফটো/প্রচ্ছদ : একলব্য
_______________________

ছোটগল্প

হাফ প্যাডেল 

বিপ্লব নসিপুরী


তন্ময় বলে “আমার পিকলুর মতো রডে বোতল দেওয়া সাইকেল চাইই চাই।” বছর দশের ছেলের এমন জেদের কথা শুনে মহাফাঁপড়ে পড়ে গেল অলোক। তবুও সে তাঁর ছেলেকে সান্ত্বনা দিয়ে বলল “আজ কাজ থেকে ফেরার পথে মালিকের কাছ থেকে টাকা নিয়ে কাল সাইকেল কিনে আনব।”

         ছেলে ঘুমাচ্ছে কিনা ভালো করে দেখে নিল শিলা। তারপর স্বামীর কাছে গিয়ে বললে “কী গো টাকা পেলে? আজ কিন্তু সারাদিন মন খারাপ করে বসেছিল, বারবার বলছিল তুমি কখন আসবে?” অলোক মৃদুস্বরে বললে “মালিক তো এক হাজারের বেশি দিতে পারব না বলল। এদিকে আমি খোঁজ নিয়েছি, ও যে-রকম বলছে তাতে ছয় হাজারের কমে হবে না।”

—তার মানে আরও পাঁচ হাজার। শোনো না, আমার কাছে এই কানের দুল জোড়া পড়ে আছে। কাল তুমি এটা বিক্রি করে ওর জন্যে সাইকেল আনিয়ো। জানো ওর বন্ধুরা সবাই ঐ সাইকেল চড়ে বেড়ায়। দেখে ওর খুব কষ্ট হয়।

—তোমার তো ঐ একটাই সোনা তাও বিক্রি করবে।

—ছেলেটাই তো বড়ো সোনা গো। তার তুলনায় এটা কিছুই নয়।

—(সকালে উঠে তন্ময় বললে) কালরাতে একটা স্বপ্ন দেখেছি বাবা, শুনবে?

        অলোক উদাস হয়ে ভাবছিল সে কী করে তার স্ত্রীর শেষ সম্বলটুকু বিক্রি করবে। বিয়ের পর একটা গয়নাও সে কিনে দিতে পারেনি। ছেলের কথায় সম্বিত পেয়ে অলোক বলল “হ্যাঁ হ্যাঁ, বল, আমি শুনছি।”

—জানো তো বাবা, স্বপ্নে দেখলাম আমি হিরো সাইকেল চড়ে এমাথা ওমাথা ঘুরে বেড়াচ্ছি। ঘুরতে ঘুরতে অনেক দূরে চলে গেছি। পথঘাট চিনতে পারছিলাম না। এদিকে আঁধার নেমে এল। আমার ভীষণ ভয় করতে লাগল। কাঁদতে লাগলাম। তখনই ঘুম ভেঙে গেল। বাবা আমার ওরকম সাইকেল চাই না। আমি তোমার সাইকেলটাই হাফ প্যাডেল করে চালাব। যাতে বেশি দূরে চলে যেতে না পারি। আর তোমাদেরকেও হারিয়ে যাতে না ফেলি।

       অলোক আর শিলা তন্ময়কে বুকে জড়িয়ে ধরল। তাদের খুশির অশ্রুবারি কিরণ স্পর্শে মুক্তোন্যায় গাল বেয়ে নামতে লাগল।

_____________________


(P-07) Udit eMagazine (March) Web Version

উদিত মাসিক সংকলন (বাংলা ওয়েব সংস্করণ)
প্রকাশকাল : মার্চ, ২০২৫ | পৃষ্ঠা সংখ্যা : ০৭.
মাসিক সংখ্যা : ২৮ তম (হোলি দোলযাত্রা সংখ্যা)
প্রকাশনায় : আইমিক পাবলিশিং ভেঞ্চারাস 
সম্পাদনায় : আধৃতি আইমিক 
সহ-সম্পাদনায় : খ্যাতিশ্বর আইমিক
কভার ফটো/প্রচ্ছদ : একলব্য
_______________________

অণুকবিতা 

ফাগুনের ছোঁয়ায় 

ঋতম পাল


আকাশে আজ রঙের নেশা, 

ঋতুরাজের ঘটলো বুঝি আগমন;

কৃষ্ণচূড়ার ওই কোমল আভায়, 

মিললো দুটি প্রেমিক মন। 


চুপ কথার শহরে এসেছে বসন্ত, 

রঙে রঙে উঠলো সেজে তিলোত্তমা;

কোকিলের কুহুতানে মুগ্ধ চারিপাশ, 

ফাগুনের ছোঁয়ায় বিরহ যে আর সয় না।

_____________________


(P-06) Udit eMagazine (March) Web Version

উদিত মাসিক সংকলন (বাংলা ওয়েব সংস্করণ)
প্রকাশকাল : মার্চ, ২০২৫ | পৃষ্ঠা সংখ্যা : ০৬.
মাসিক সংখ্যা : ২৮ তম (হোলি দোলযাত্রা সংখ্যা)
প্রকাশনায় : আইমিক পাবলিশিং ভেঞ্চারাস 
সম্পাদনায় : আধৃতি আইমিক 
সহ-সম্পাদনায় : খ্যাতিশ্বর আইমিক
কভার ফটো/প্রচ্ছদ : একলব্য
_______________________

অণুকবিতা 

সেদিনও সাক্ষী ছিল 

সুদিন কুমার সামন্ত


কোথায় কখন কবে কোন অছিলায় 

ভুল করে ডেকেছিলে গোধূলি বেলায়, 

আমার অবুঝ হিয়া লাজে অরুণিমা 

সেদিনও সাক্ষী ছিল দোল পূর্ণিমা।

_____________________


(P-05) Udit eMagazine (March) Web Version

উদিত মাসিক সংকলন (বাংলা ওয়েব সংস্করণ)
প্রকাশকাল : মার্চ, ২০২৫ | পৃষ্ঠা সংখ্যা : ০৫.
মাসিক সংখ্যা : ২৮ তম (হোলি দোলযাত্রা সংখ্যা)
প্রকাশনায় : আইমিক পাবলিশিং ভেঞ্চারাস 
সম্পাদনায় : আধৃতি আইমিক 
সহ-সম্পাদনায় : খ্যাতিশ্বর আইমিক
কভার ফটো/প্রচ্ছদ : একলব্য
_______________________

অণুকবিতা 

ফাগ - ফাগুনে 

সত্যব্রত চৌধুরী


পলাশ শিমুল ছন্দে দোদুল 

        ফাগুন হাওয়ায় দোলে,

আবির রাঙায় স্নিগ্ধ মায়ায় 

          পুরবাসী দ্বার খোলে!


মন ফাগুয়ায় সুজন সহায় 

          প্রেমের আলাপ চলে,

সঙ্গীত সভায় কুহুতান ছায় 

           আবির মাখায় গালে!!

_____________________


(P-04) Udit eMagazine (March) Web Version

উদিত মাসিক সংকলন (বাংলা ওয়েব সংস্করণ)
প্রকাশকাল : মার্চ, ২০২৫ | পৃষ্ঠা সংখ্যা : ০৪.
মাসিক সংখ্যা : ২৮ তম (হোলি দোলযাত্রা সংখ্যা)
প্রকাশনায় : আইমিক পাবলিশিং ভেঞ্চারাস 
সম্পাদনায় : আধৃতি আইমিক 
সহ-সম্পাদনায় : খ্যাতিশ্বর আইমিক
কভার ফটো/প্রচ্ছদ : একলব্য
_______________________

অণুকবিতা 

মা 

গণেশ ভট্টাচার্য


দুপুর হেঁটে গেল দূরে 

বিকেল পৌঁছে গেল গভীরতায়

রাতের হৃদয়ে দিন খেলা করে

ফুল ফোটে ভোরের ইচ্ছায়...


এবং তোমার কথা মনে পড়ে

শাঁখ বাজে নিভৃত সন্ধ্যায়।

_____________________


(P-03) Udit eMagazine (March) Web Version

উদিত মাসিক সংকলন (বাংলা ওয়েব সংস্করণ)
প্রকাশকাল : মার্চ, ২০২৫ | পৃষ্ঠা সংখ্যা : ০৩.
মাসিক সংখ্যা : ২৮ তম (হোলি দোলযাত্রা সংখ্যা)
প্রকাশনায় : আইমিক পাবলিশিং ভেঞ্চারাস 
সম্পাদনায় : আধৃতি আইমিক 
সহ-সম্পাদনায় : খ্যাতিশ্বর আইমিক
কভার ফটো/প্রচ্ছদ : একলব্য
_____________________
সম্পাদকীয় কথামুখ 
     
“আইমিক পাবলিশিং ভেঞ্চারাস্” কর্তৃক প্রকাশিত, প্রচারিত ও সংরক্ষিত উদিত মাসিক সংকলন (মার্চ, ২০২৫) প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও গুটি কয়েক কবি সাহিত্যিকের লেখায় সমৃদ্ধ হয়ে ই-ম্যাগাজিন আকারে প্রকাশিত হল। এই উপলক্ষে কবি, লেখক, পাঠক, সমালোচক ও বিজ্ঞাপনদাতা সকলকে জানাই “হোলি দোলযাত্রা সংখ্যার” আন্তরিক অভিনন্দন ও স্বাগতম। 
        একই সাথে মনে রাখবেন উদিত শুধু পত্রিকার নামই নয়, বরং আগামী দিনের অনুপ্রেরণা। সাহিত্য-শিল্প-সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন। উক্ত সংখ্যায় যাঁরা যাঁরা লেখা দিয়ে সমৃদ্ধ করলেন, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। কারণ আমরা চাই যাতে “মাসিক ই-উদিত” প্রতিটা মানুষের হৃদয়ে, প্রতিটা লেখায়, সকলের ঘরে ঘরে পৌঁছে যাক দেশ থেকে দেশান্তরে। ধন্যবাদ সবাইকে। 
নমস্কারান্তে/সম্পাদক 
(উদিত মাসিক সংকলন)

(P-02) Udit eMagazine (March) Web Version

উদিত মাসিক সংকলন (বাংলা ওয়েব সংস্করণ)
প্রকাশকাল : মার্চ, ২০২৫ | পৃষ্ঠা সংখ্যা : ০২.
মাসিক সংখ্যা : ২৮ তম (হোলি দোলযাত্রা সংখ্যা)
প্রকাশনায় : আইমিক পাবলিশিং ভেঞ্চারাস 
সম্পাদনায় : আধৃতি আইমিক 
সহ-সম্পাদনায় : খ্যাতিশ্বর আইমিক
কভার ফটো/প্রচ্ছদ : একলব্য
__________________________
আইমিক পাবলিশিং ভেঞ্চারাস্ কর্তৃক প্রকাশিত ও প্রচারিত উদিত মাসিক সংকলন ২৮ তম ই-সংখ্যা (অনলাইন সংস্করণ) 
  
অন্বেষণ পত্র : || সম্পাদকীয় কলমে কথামুখ ||
_______________________
  || ছড়া - কবিতা || 

মহা রফিক শেখ |, তীর্থঙ্কর সুমিত |, গোবিন্দ মোদক |, খ্যাতিশ্বর আইমিক |, লালন চাঁদ (হামিদুল ইসলাম) |, ইলা সূত্রধর |, অজিত কুমার জানা |, সুবীর কুমার ঘোষ |, উৎপলেন্দু দাস |, আনন্দ গোপাল গরাই |, মোঃআরিফুজ্জামান সোহাগ |, কাজল মৈত্র |, মাখনলাল প্রধান |, পরমেশ্বর গাইন |, সত্য প্রকাশ সাঁতরা |, প্রতীক মিত্র |
_______________________
  || অণুকবিতা || 

গণেশ ভট্টাচার্য |, সত্যব্রত চৌধুরী |, সুদিন কুমার সামন্ত |, ঋতম পাল |
______________________
  || ছোটগল্প ||

বিপ্লব নসিপুরী |, আধৃতি আইমিক |
_____________________

(P-01) Udit eMagazine (March) Web Version

উদিত মাসিক সংকলন (বাংলা ওয়েব সংস্করণ)
প্রকাশকাল : মার্চ, ২০২৫ | পৃষ্ঠা সংখ্যা : ০১.
মাসিক সংখ্যা : ২৮ তম (হোলি দোলযাত্রা সংখ্যা)
প্রকাশনায় : আইমিক পাবলিশিং ভেঞ্চারাস 
সম্পাদনায় : আধৃতি আইমিক 
সহ-সম্পাদনায় : খ্যাতিশ্বর আইমিক
কভার ফটো/প্রচ্ছদ : একলব্য
__________________________
U D I T (A monthly e-magazine) 
A Collection of Bengali Poems & Stories with etc.

: প্রুফ রিডিং, মুখ্য ও কার্যনির্বাহী সম্পাদনায় : 
আধৃতি আইমিক
: লেখা সংগ্রহ ও সহ-সম্পাদনায় : 
খ্যাতিশ্বর আইমিক
: উপদেষ্টা : 
আলপনা বিশ্বাস, সূরজ পণ্ডিত, রত্না বণিক, প্রাণ মিত্র
: প্রচ্ছদ পরিকল্পনা, রূপায়ণ ও নামাঙ্কন : 
একলব্য 
: বর্ণবিন্যাস, রেখাচিত্র পরিকল্পনা, কারিগরী নিয়ন্ত্রক ও সহায়তা : 
আইমিকমেট (AimikMate) 
: প্রকাশনায় : 
আইমিক পাবলিশিং ভেঞ্চারাস্ 
: ই-বুক অনলাইন সংস্করণ বিনিময় মূল্য :  
শুধু ভালোবাসা 

Published on : 28 March, 2025
Aimik-Udit eBook Version : 28

Friday, March 21, 2025

(P-37) Bibin eMagazine (March) Web Version

বিবিন মাসিক সংকলন (বাংলা ওয়েব সংস্করণ)
প্রকাশকাল : মার্চ, ২০২৫ | পৃষ্ঠা সংখ্যা : ৩৭.
বর্ষ : ০৫, সংখ্যা : ০১.
(আন্তর্জাতিক কবিতা দিবস সংখ্যা)
প্রকাশনায় : আইমিক পাবলিশিং ভেঞ্চারাস 
সম্পাদনায় : খ্যাতিশ্বর আইমিক 
সহ-সম্পাদনায় : আধৃতি আইমিক 
কভার ফটো/প্রচ্ছদ : একলব্য
_______________________

ছড়া-কবিতা 

মনের মানুষ 

স্বপন কুমার ধর


মনের মানুষ পেয়েও যদি,

হারাতে হয় তাকে,

ইচ্ছে সবই চাপা পড়ে যায়,

নীরবে বুকের মাঝে।


হয়তো কারো দোষ ছিলনা,

তবুও হারাতে হয়েছে,

ছিন্ন হয়েও জীবন দুটিই,

মিশেছে বাস্তবতে।


অতীত এখন স্মৃতির পাতায়,

স্থান করেছে নিয়ে,

ফেরানো তাকে যায়না যে আর,

বহুমূল‌্য দিয়ে।


বাধ্য হয়েই মেনে চলেছি,

বিধাতার এই লিখন,

হয়তো এভাবেই শেষ হবে একদিন,

বর্তমানের জীবন।

_____________________


(P-36) Bibin eMagazine (March) Web Version

বিবিন মাসিক সংকলন (বাংলা ওয়েব সংস্করণ)
প্রকাশকাল : মার্চ, ২০২৫ | পৃষ্ঠা সংখ্যা : ৩৬.
বর্ষ : ০৫, সংখ্যা : ০১.
(আন্তর্জাতিক কবিতা দিবস সংখ্যা)
প্রকাশনায় : আইমিক পাবলিশিং ভেঞ্চারাস 
সম্পাদনায় : খ্যাতিশ্বর আইমিক 
সহ-সম্পাদনায় : আধৃতি আইমিক 
কভার ফটো/প্রচ্ছদ : একলব্য
_______________________

ছড়া-কবিতা 

কবিতা উদযাপন 

আফ্রূজা খাতুন


যতো মুখ ব্যথা যতো নীরবতা

হেসে ওঠে বারবার, 

বর্ণ আকরে আঁকা হয় ছবি 

নেমে যায় ব্যথা ভার।


যতেক দুঃখ যতেক বেদনা 

কবিতার বুকে ঝরে, 

যতো প্রতিবাদ মিছিল-মশাল

কবিতার বুক ভরে। 


বর্ণের সাথে শব্দেরা এসে

মিলেমিশে হইচই, 

বিমূর্ত মন স্বপ্ন বোনে 

ভাবনারা থই থই!


লাগাম ছাড়া কল্পনারা 

আকাশ কুসুম হয়,

লেখার সাথে লেখার হাতে 

কবিতারা কথা কয়!


যতো সব কথা যতো সব ব্যথা 

তুমি নাও বুক পেতে, 

তোমার বুকে না বলা কথা 

বলে যাই যেতে যেতে।

_____________________


(P-35) Bibin eMagazine (March) Web Version

বিবিন মাসিক সংকলন (বাংলা ওয়েব সংস্করণ)
প্রকাশকাল : মার্চ, ২০২৫ | পৃষ্ঠা সংখ্যা : ৩৫.
বর্ষ : ০৫, সংখ্যা : ০১.
(আন্তর্জাতিক কবিতা দিবস সংখ্যা)
প্রকাশনায় : আইমিক পাবলিশিং ভেঞ্চারাস 
সম্পাদনায় : খ্যাতিশ্বর আইমিক 
সহ-সম্পাদনায় : আধৃতি আইমিক 
কভার ফটো/প্রচ্ছদ : একলব্য
_______________________

ছড়া-কবিতা 

কবির ভাবনা 

মাথুর দাস


ভাল্লাগে না কূটকচালি

দাপটে কবিতা পাঠও,

ভাল্লাগে না হৈচৈ করে

বসাতে কবিতা-হাটও।


মঞ্চে উঠে কাব্য পাঠ

সে নৈব নৈব চ,

একই কবিতা মঞ্চে

পড়েই কী হৈব, ক’!


তবু সে কবি ভাবুক ভারি

লিখতে থাকে লেখা,

হয় ছাপা তা দেশ বিদেশে

কাগজে পাই দেখা।


কাব্য পড়ে কবিই বা আর

কতটুকু মন কাড়বে!

লিখুক কবি, পড়ুক অন্যে

তবেই পাঠক বাড়বে।

_____________________


(P-34) Bibin eMagazine (March) Web Version

বিবিন মাসিক সংকলন (বাংলা ওয়েব সংস্করণ)
প্রকাশকাল : মার্চ, ২০২৫ | পৃষ্ঠা সংখ্যা : ৩৪.
বর্ষ : ০৫, সংখ্যা : ০১.
(আন্তর্জাতিক কবিতা দিবস সংখ্যা)
প্রকাশনায় : আইমিক পাবলিশিং ভেঞ্চারাস 
সম্পাদনায় : খ্যাতিশ্বর আইমিক 
সহ-সম্পাদনায় : আধৃতি আইমিক 
কভার ফটো/প্রচ্ছদ : একলব্য
_______________________

ছড়া-কবিতা 

লিখছে আঁকিবুকি 

সজল চক্রবর্তী


পূব আকাশে সূর্য মামা 

যেই দিয়েছে উঁকি,

পাখিরা সব সুরে-সুরে

হাওয়ার মধ্যে লিখছে আঁকিবুকি।


প্রজাপতিও গোলাপ ফুলে 

নেয় কাঁটার ঝুঁকি,

নিশ্চিন্তে উড়ে-উড়ে 

পাঁপড়িতে ভাই লিখছে আঁকিবুকি।


কাগজ-কলম হাতে পেয়ে 

ছোট্ট টুকটুকি,

হাসতে-হাসতে ঘুরে-ঘুরে

খাতার পাতায় লিখছে আঁকিবুকি।


সকলেই তো হতে চায় 

এই জীবনে সুখী।

এই চাওয়ার জন্যই যাচ্ছে দূরে

বিদেশ গিয়ে লিখছে আঁকিবুকি!

_____________________


(P-33) Bibin eMagazine (March) Web Version

বিবিন মাসিক সংকলন (বাংলা ওয়েব সংস্করণ)
প্রকাশকাল : মার্চ, ২০২৫ | পৃষ্ঠা সংখ্যা : ৩৩.
বর্ষ : ০৫, সংখ্যা : ০১.
(আন্তর্জাতিক কবিতা দিবস সংখ্যা)
প্রকাশনায় : আইমিক পাবলিশিং ভেঞ্চারাস 
সম্পাদনায় : খ্যাতিশ্বর আইমিক 
সহ-সম্পাদনায় : আধৃতি আইমিক 
কভার ফটো/প্রচ্ছদ : একলব্য
_______________________

ছড়া-কবিতা 

ভাল থাক কবিতা লেখে যারা 

উৎপলেন্দু দাস


ভাল থাক সবাই ভাল থাক

এক চামচ টক দইয়ে 

দু চামচ মধু মিশিয়ে খাক

হাসি মুখে ভাল থাক।


যেমন ঘাসের জমিতে 

দাঁড়িয়ে থাকে গাছ

মেঘের কান্না মুছে দিতে

হাসে চিরপরিচিত আকাশ

রাতে উঁকি দেয় চাঁদ 


দূরাগত নক্ষত্রের আলো

রাতের আঁধার ঠেলে ফেলে 

রোজ তেমনই থাক।


চাকা ঘুরছে, 

ছিটকে পড়ছে পার্থিব সুখ  

ধুলো রথ চলছে 

এগিয়ে অনন্ত পথে

যারা সওয়ারি বর্তমানে 

হতে পারে ক্ষণিকের বাতাস

তবু তারা ঠিকানায় 

পৌঁছানো পর্যন্ত ভাল থাক।

_____________________


(P-32) Bibin eMagazine (March) Web Version

বিবিন মাসিক সংকলন (বাংলা ওয়েব সংস্করণ)
প্রকাশকাল : মার্চ, ২০২৫ | পৃষ্ঠা সংখ্যা : ৩২.
বর্ষ : ০৫, সংখ্যা : ০১.
(আন্তর্জাতিক কবিতা দিবস সংখ্যা)
প্রকাশনায় : আইমিক পাবলিশিং ভেঞ্চারাস 
সম্পাদনায় : খ্যাতিশ্বর আইমিক 
সহ-সম্পাদনায় : আধৃতি আইমিক 
কভার ফটো/প্রচ্ছদ : একলব্য
_______________________

ছড়া-কবিতা 

অন্তর্ঘাতে 

পরমেশ্বর গাইন


ঢেউ এগিয়েছে সাগরের ওই কূলে

মাঝখানে আমি…

দোদুল দোলায় সাগর জলে।


সমুদ্র ঝড়ের গর্জন প্রতিহিংসায়

মেঘে ঢাকা আঁচলে মৃত্যু পরোয়ানায়

দাঁড়িয়েছে যমের দুয়ার খুলে।


হারিয়ে যাবে পানসী অন্ধকারে 

ডুবতে ডুবতে জলের গভীরে।


সুখানুভূতিতে খানিকটা জল 

মেখেছি মাঝ দরিয়ায় 

হঠাৎ হাল পালের দমকায় 

সলিল সমাধির অধ্যায়।

_____________________


(P-31) Bibin eMagazine (March) Web Version

বিবিন মাসিক সংকলন (বাংলা ওয়েব সংস্করণ)
প্রকাশকাল : মার্চ, ২০২৫ | পৃষ্ঠা সংখ্যা : ৩১.
বর্ষ : ০৫, সংখ্যা : ০১.
(আন্তর্জাতিক কবিতা দিবস সংখ্যা)
প্রকাশনায় : আইমিক পাবলিশিং ভেঞ্চারাস 
সম্পাদনায় : খ্যাতিশ্বর আইমিক 
সহ-সম্পাদনায় : আধৃতি আইমিক 
কভার ফটো/প্রচ্ছদ : একলব্য
_______________________

ছড়া-কবিতা 

আর্তনাদ 

অভিজিৎ দত্ত


শোষিত মানুষের আর্তনাদ 

ক্ষুধার্ত মানুষের কান্না 

আজ কেউ শুনতে পায় না।

রোজগারের তাড়নায় 

সংসার চালানোর বাধ্যবাধকতায় 

মানুষ আজ হয়েছে যন্ত্র। 

শুকুনদের আজ আর দেখা যায় না

ভাগাড়ে আর মাংস থাকে না 

মানুষ আজ এতই ক্ষুধার্ত 

নিজের লোকেদের মাংস পেলে 

তবেই হবে তৃপ্ত। 

আধুনিক যুগে আমরা উপনীত হয়েছি

মনটা কী আধুনিক করতে পেরেছি?

ব্যস্ত মন আজ চায় শান্তি আর বিশ্রাম 

ভোগে নয়, ত্যাগেই শান্তি

মানুষ কী বুঝবে?

শান্তি কী আর ফিরে আসবে?

_____________________


(P-30) Bibin eMagazine (March) Web Version

বিবিন মাসিক সংকলন (বাংলা ওয়েব সংস্করণ)
প্রকাশকাল : মার্চ, ২০২৫ | পৃষ্ঠা সংখ্যা : ৩০.
বর্ষ : ০৫, সংখ্যা : ০১.
(আন্তর্জাতিক কবিতা দিবস সংখ্যা)
প্রকাশনায় : আইমিক পাবলিশিং ভেঞ্চারাস 
সম্পাদনায় : খ্যাতিশ্বর আইমিক 
সহ-সম্পাদনায় : আধৃতি আইমিক 
কভার ফটো/প্রচ্ছদ : একলব্য
_______________________

ছড়া-কবিতা 

স্বপ্নভঙ্গ 

সীমা মন্ডল


যখন চোখে হাজারো স্বপ্ন সাজানো

সমাজ, পরিবার তা ধূলিসাৎ করে। 

এভাবে কত শত শত নারী কাঁদে

স্বপ্নভঙ্গের ব্যাকুল যন্ত্রণায়। 


এভাবে স্বপ্নগুলোকে খুন করে

সংসারের যাতাকলে পিষে মরে। 

কত শত শত নারী মরে যায়

স্বপ্নগুলোকে মরে যেতে দেখে।

 

দায়-দায়িত্বের বেড়াজালে

নারী আর নারী থাকে না

সে হয়ে যায় জীবন্ত লাশ।

 

স্বপ্নভঙ্গের বেদনা তো সে-ই জানে 

যার স্বপ্ন ভাঙ্গে; কত শত শত নারী 

গুমরে মরে অপূর্ণ স্বপ্ন নিয়ে। 


সমাজের চিরাচরিত 

কালো নিয়মের দায়ে

কত শত শত নারী আর 

বীরাঙ্গনা হতে পারে না। 

এই স্বপ্নভঙ্গের দায় কার? 

সমাজ না পরিবারের।

_____________________


(P-29) Bibin eMagazine (March) Web Version

বিবিন মাসিক সংকলন (বাংলা ওয়েব সংস্করণ)
প্রকাশকাল : মার্চ, ২০২৫ | পৃষ্ঠা সংখ্যা : ২৯.
বর্ষ : ০৫, সংখ্যা : ০১.
(আন্তর্জাতিক কবিতা দিবস সংখ্যা)
প্রকাশনায় : আইমিক পাবলিশিং ভেঞ্চারাস 
সম্পাদনায় : খ্যাতিশ্বর আইমিক 
সহ-সম্পাদনায় : আধৃতি আইমিক 
কভার ফটো/প্রচ্ছদ : একলব্য
_______________________

ছড়া-কবিতা 

কেন ভুললে? 

বিকি মালাকার


শুনলাম তুমি আর কবিতা লিখবে না?

বলোনা আমাকে; কেন? কি এমন হলো?

তাই তুমি ভুললে তোমার কবিতাকে

 

ধরণীর বুকে জড়িয়ে থাকা 

গাছগুলোও তো ভোলে না 

তাদের ভালোবাসা। 


এই তুমিই তো বলতে— 

কবিতা নাকি তোমার প্রাণ 

কবিতা ছাড়া তোমার কলম অলস 


তবে কথাগুলো কি মিথ্যা ছিল?

বলোনা আমাকে; কেন? কি এমন হলো?

কেন ভুললে? কেন তোমার কবিতাকে?

_____________________


(P-28) Bibin eMagazine (March) Web Version

বিবিন মাসিক সংকলন (বাংলা ওয়েব সংস্করণ)
প্রকাশকাল : মার্চ, ২০২৫ | পৃষ্ঠা সংখ্যা : ২৮.
বর্ষ : ০৫, সংখ্যা : ০১.
(আন্তর্জাতিক কবিতা দিবস সংখ্যা)
প্রকাশনায় : আইমিক পাবলিশিং ভেঞ্চারাস 
সম্পাদনায় : খ্যাতিশ্বর আইমিক 
সহ-সম্পাদনায় : আধৃতি আইমিক 
কভার ফটো/প্রচ্ছদ : একলব্য
_______________________

ছড়া-কবিতা 

কথাগুলো 

তীর্থঙ্কর সুমিত


কথাগুলো...

ভালো থাকার অভ্যেস

সব বদলে বদলে এখন

নতুন হয়ে উঠেছে নদীপাড়

কত না জানা ব্যর্থতা 

খুঁটে খায় চড়ুইয়ের দল

অনন্ত বিকেলে আঁকা

শকুন্তলার চোখ ভেজানো এক ছবি

যে ছবি

জল ছুঁয়ে, মাঠ ছুঁয়ে

দূর দিগন্তে…

আজ বৃষ্টির প্রয়োজন।।

_____________________


(P-27) Bibin eMagazine (March) Web Version

বিবিন মাসিক সংকলন (বাংলা ওয়েব সংস্করণ)
প্রকাশকাল : মার্চ, ২০২৫ | পৃষ্ঠা সংখ্যা : ২৭.
বর্ষ : ০৫, সংখ্যা : ০১.
(আন্তর্জাতিক কবিতা দিবস সংখ্যা)
প্রকাশনায় : আইমিক পাবলিশিং ভেঞ্চারাস 
সম্পাদনায় : খ্যাতিশ্বর আইমিক 
সহ-সম্পাদনায় : আধৃতি আইমিক 
কভার ফটো/প্রচ্ছদ : একলব্য
_______________________

ছড়া-কবিতা 

কল্পমিথুন 

অনিন্দ্য পাল


নিশ্চুপ হেঁটে চলে যায় সবুজের রেখা

ওই দূরের ইঞ্চি পাড় বরাবর মৌন মিছিল


ভবিষ্যৎ রেখে গেছে যেখানে ইদানিং অতীত 

সেই স্মৃতির প্যাপিরাসে লিখেছি

আলতো প্রেমের গল্প


সন্ধ্যার শেষ রোদ্দুর মেঘের চিবুক ছুঁয়ে 

রেখে গেছে নীল আশ্চর্য


সে সব শঙ্খধ্বনি পেরিয়ে এখন আমরা 

ফুটে উঠতে থাকি অলীক মধ্যযামে আর

দীর্ঘশ্বাস মোড়া এক পুকুর অন্ধকারে 


লিখে রাখে সদ্য জন্মানো 

সব আলোর হিসেব এবং গাঢ় সবুজ সান্ত্বনা।

_____________________


(P-26) Bibin eMagazine (March) Web Version

বিবিন মাসিক সংকলন (বাংলা ওয়েব সংস্করণ)
প্রকাশকাল : মার্চ, ২০২৫ | পৃষ্ঠা সংখ্যা : ২৬.
বর্ষ : ০৫, সংখ্যা : ০১.
(আন্তর্জাতিক কবিতা দিবস সংখ্যা)
প্রকাশনায় : আইমিক পাবলিশিং ভেঞ্চারাস 
সম্পাদনায় : খ্যাতিশ্বর আইমিক 
সহ-সম্পাদনায় : আধৃতি আইমিক 
কভার ফটো/প্রচ্ছদ : একলব্য
_______________________

ছড়া-কবিতা 

পয়লা একলা 

বিমল কুমার সোম


প্রশ্ন আমার বঙ্গে সবার কাছে

পয়লা বোশেখ কেন একলা আছে?

বঙ্গ তনয় ইংরাজি আজ শেখে

বাংলা ভাষা দূরে সরিয়ে রেখে।

বেশিরভাগই বাংলা ছেড়ে দিয়ে

চর্চা করে অন্য ভাষা নিয়ে।

যাচ্ছে ভুলে আপন সংস্কৃতি

ভিন্ন ভাষায় অধিক দেখি প্রীতি।

পরের নিয়ে বেশি গর্ব ভরে

নিজের ভুলে অন্যে নকল করে।

অন্যে মানো শ্রদ্ধা ভক্তি নিয়ে

কিন্তু তা নয় নিজের ভুলে গিয়ে;

একটা জাতির ভাষা সংস্কৃতি

তুলে ধরে বিশ্বে পরিচিতি।

এক বাঙালি একাই একশো নয়

একশো বাঙালি করুক বিশ্ব জয়।।

_____________________


(P-25) Bibin eMagazine (March) Web Version

বিবিন মাসিক সংকলন (বাংলা ওয়েব সংস্করণ)
প্রকাশকাল : মার্চ, ২০২৫ | পৃষ্ঠা সংখ্যা : ২৫.
বর্ষ : ০৫, সংখ্যা : ০১.
(আন্তর্জাতিক কবিতা দিবস সংখ্যা)
প্রকাশনায় : আইমিক পাবলিশিং ভেঞ্চারাস 
সম্পাদনায় : খ্যাতিশ্বর আইমিক 
সহ-সম্পাদনায় : আধৃতি আইমিক 
কভার ফটো/প্রচ্ছদ : একলব্য
_______________________

ছড়া-কবিতা 

আবেগ 

দীপঙ্কর সরকার


অগোছালো ভাবনা এল 

শীত পোশাকের রং

উড়িয়ে ধুলো বাতাস কোথায় 

উধাও এখন, কোথায় পিছুটান। 


হাতের সে দাগ মুছিয়ে দিয়ে 

বৃষ্টি নামে ঝম-ঝমাঝম,

উত্তুরে মেঘ আকাশ জুড়ে 

ঝিলিক মারে স্বর্গীয় উত্থান। 


পাতায় পাতায় মুদ্রা নাচের 

নদীর কলতান 

ওই সে পরশ হৃদয় মাঝে 

আনল ডেকে অনুরাগের বান। 


কথায় কথায় সোহাগ-সুধা 

কেউ দেখেছে ফুলের পরাগ!  

অগোছালো ভাবনাগুলো 

এদিক ওদিক ছড়িয়ে ইতস্তত; 

খুশির দোলায় দুলিয়ে দিল 

বিশ্বভরা প্রাণ।

_____________________


(P-24) Bibin eMagazine (March) Web Version

বিবিন মাসিক সংকলন (বাংলা ওয়েব সংস্করণ)
প্রকাশকাল : মার্চ, ২০২৫ | পৃষ্ঠা সংখ্যা : ২৪.
বর্ষ : ০৫, সংখ্যা : ০১.
(আন্তর্জাতিক কবিতা দিবস সংখ্যা)
প্রকাশনায় : আইমিক পাবলিশিং ভেঞ্চারাস 
সম্পাদনায় : খ্যাতিশ্বর আইমিক 
সহ-সম্পাদনায় : আধৃতি আইমিক 
কভার ফটো/প্রচ্ছদ : একলব্য
_______________________

ছড়া-কবিতা 

বেগার খাটা 

সমীর কুমার দত্ত


প্রহর গুনে কাজ করিনি কোনোদিন 

যখন যেমন ইচ্ছে হয়েছে করেছি

আসলে পেছনে কেউ ছিলো নাতো কখনো 

তাই কাজ করেছি যখন যেমন পেয়েছি


ঠিক হয়েছে কিনা জানি না 

সকলেই তো সস্তার বাহবা দিয়েছে 

জানিনা আমি তার‌ও যোগ্য কিনা 

তাই হয়তো শুকনো কথায় চিঁড়ে ভিজিয়ে নিয়েছে


বাঁচার জন্যই তো কাজের পেছনে ছোটা

কাজ কি কখনো সুযোগ দেয়

বুদ্ধি ভোঁতা হলে তবেই লোকে 

বাহবা দিয়ে কাজ গুছিয়ে নেয়

_____________________


(P-23) Bibin eMagazine (March) Web Version

বিবিন মাসিক সংকলন (বাংলা ওয়েব সংস্করণ)
প্রকাশকাল : মার্চ, ২০২৫ | পৃষ্ঠা সংখ্যা : ২৩.
বর্ষ : ০৫, সংখ্যা : ০১.
(আন্তর্জাতিক কবিতা দিবস সংখ্যা)
প্রকাশনায় : আইমিক পাবলিশিং ভেঞ্চারাস 
সম্পাদনায় : খ্যাতিশ্বর আইমিক 
সহ-সম্পাদনায় : আধৃতি আইমিক 
কভার ফটো/প্রচ্ছদ : একলব্য
_______________________

ছড়া-কবিতা 

সেই রঙের ছোঁয়া হৃদয়ে লাগুক 

সুনির্মল বসু


একদিন রাধা কৃষ্ণের প্রেম 

এমন বসন্ত দিনে ছিল নিকষিত হেম, 

সেদিন প্রেম ছিল, সখীরা সাথী ছিল,

নীল যমুনা নদী ছিল, 

ছিল কদম্ব গাছের ছায়াতল। 


দিন বদলালেও প্রেম আসে ফিরে ফিরে, 

ভিন্নরূপে মায়া ধরে,

রংয়ের এই খেলা চলুক ভুবন জুড়ে,

রঙের এই খেলা চলুক হৃদয় ভরে।


তাই আকাশটা বড় হোক, 

গাছের পাতা আরো সবুজ হোক, 

ফুলের রং আরও গাঢ় হোক,

কৃষ্ণচূড়া রাধাচূড়া মহাদেবচূড়া মাথা তুলুক,

শিমুল বনে রং লাগুক।


বাহারি প্রজাপতি ডানা মেলে উড়ুক, 

বন্ধ মনের কালিমা সরিয়ে সেই রঙের ছোঁয়া 

হৃদয়ে লাগুক, আলো আসুক, 

ফাগুন রঙের নির্যাস, প্রাণ থেকে প্রাণে যাক।

_____________________


(P-22) Bibin eMagazine (March) Web Version

বিবিন মাসিক সংকলন (বাংলা ওয়েব সংস্করণ)
প্রকাশকাল : মার্চ, ২০২৫ | পৃষ্ঠা সংখ্যা : ২২.
বর্ষ : ০৫, সংখ্যা : ০১.
(আন্তর্জাতিক কবিতা দিবস সংখ্যা)
প্রকাশনায় : আইমিক পাবলিশিং ভেঞ্চারাস 
সম্পাদনায় : খ্যাতিশ্বর আইমিক 
সহ-সম্পাদনায় : আধৃতি আইমিক 
কভার ফটো/প্রচ্ছদ : একলব্য
_______________________

ছড়া-কবিতা 

এত চাপ নিও না 

শান্তনু ঘোষ


এত চাপ নিও না এ বয়সে

এ পৃথিবীতে কেউ কারো নয়;

এতদিন তো পালন করেছো 

অনেক দায়-দায়িত্ব

আপ্রাণ লড়েছ সংসারের জন্য

নিজেকে একটু সময় দাও

হাসিখুশি থাকো

একটু হলেও প্রতিদিন হাঁটো

ভোরের আলোয় কিংবা মাটিতে-ঘাসে

আর...

বেঁচে থাকতে জীবনে নামুক সুখানুভূতি 

দু’চোখের আলোয় দেখো স্বর্গ তোমার।

_____________________


(P-21) Bibin eMagazine (March) Web Version

 বিবিন মাসিক সংকলন (বাংলা ওয়েব সংস্করণ)

প্রকাশকাল : মার্চ, ২০২৫ | পৃষ্ঠা সংখ্যা : ২১।
বর্ষ : ০৫, সংখ্যা : ০১।
(আন্তর্জাতিক কবিতা দিবস সংখ্যা)
প্রকাশনায় : আইমিক পাবলিশিং ভেঞ্চারাস 
সম্পাদনায় : খ্যাতিশ্বর আইমিক 
সহ-সম্পাদনায় : আধৃতি আইমিক 
কভার ফটো/প্রচ্ছদ : একলব্য
__________________________

ছড়া-কবিতা 

আমি কবিতা প্রসব করি 

সুমিতা চৌধুরী 


আমি কবিতা প্রসব করি,

হয়তো কোনো ঝড়ের রাতে,

বিধ্বস্ত বেদনায়। 

হয়তো কখনো আনন্দমুখর, 

রোদের জলসায়। 


আমি কবিতা প্রসব করি, 

কলমের তীক্ষ্ম ফলায়,

এ নগ্ন সমাজকে চিরে।

আবার কভু সামিল হই 

প্রান্তিক মানুষদের ভিড়ে। 


আমি কবিতা প্রসব করি, 

পরম মমতায়, লালন যত্নে,

বুকের ওমে রেখে কিংবা 

জোনাকি জ্বলা মায়াবি রাতের

জ্যোৎস্না গায়ে মেখে।

 

আমি কবিতা প্রসব করি, 

মনের তাগিদে, 

হৃদয়ের তৃষ্ণা মেটাতে। 

যখনই গর্ভ-যন্ত্রণা ওঠে, 

সৃষ্টির তাড়নাতে।।

_____________________


(P-20) Bibin eMagazine (March) Web Version

বিবিন মাসিক সংকলন (বাংলা ওয়েব সংস্করণ)
প্রকাশকাল : মার্চ, ২০২৫ | পৃষ্ঠা সংখ্যা : ২০.
বর্ষ : ০৫, সংখ্যা : ০১.
(আন্তর্জাতিক কবিতা দিবস সংখ্যা)
প্রকাশনায় : আইমিক পাবলিশিং ভেঞ্চারাস 
সম্পাদনায় : খ্যাতিশ্বর আইমিক 
সহ-সম্পাদনায় : আধৃতি আইমিক 
কভার ফটো/প্রচ্ছদ : একলব্য
_______________________

ছড়া-কবিতা 

চলবে নাকো ছুতো! 

গোবিন্দ মোদক


বললো বিড়াল চাই যে আমার পালিশ করা জুতো,

কুকুর বললো, ফের চাইলে দেবো রুলের গুঁতো! 

তাই না শুনে বেজায় সুরে চেঁচায় মেনি-গুলো,

গাল ফুলিয়ে কাওয়ালী গায় পাড়ার যত হুলো!

অমনি ভুলো তড়াক করে লাঠি নিয়ে ছোটে–

ফের বলছি চুপ করে থাক চেঁচাস নাকো মোটে! 

তাই না শুনে পুষি-বিড়াল উকিল বাড়ি গিয়ে, 

শিয়ালভায়ার নোটিশ এনে দিলো যে লটকিয়ে!

নোটিশ পড়ে কুকুর-ভায়ার গুড়ুম যে আক্কেল,

বললো রেগে—আমি হলাম পশুরাজের মক্কেল!

ফের যদি আর রাগাস আমায় দেবো দু’টো গাট্টা, 

ডিগবাজিটা গুনে গুনেই—খাবি ঊনষাটটা! 

এই বেলাতে ক্ষমা চেয়ে করলে আবেদন, 

বিষয়টা নিয়ে একবার ভেবে দেখবো’খন!

এই না শুনে বিড়াল বলে–চাইনে আমার জুতো, 

সটকে পড়ি এখান থেকে চলবে নাকো ছুতো!!

_____________________


(P-19) Bibin eMagazine (March) Web Version

বিবিন মাসিক সংকলন (বাংলা ওয়েব সংস্করণ)
প্রকাশকাল : মার্চ, ২০২৫ | পৃষ্ঠা সংখ্যা : ১৯.
বর্ষ : ০৫, সংখ্যা : ০১.
(আন্তর্জাতিক কবিতা দিবস সংখ্যা)
প্রকাশনায় : আইমিক পাবলিশিং ভেঞ্চারাস 
সম্পাদনায় : খ্যাতিশ্বর আইমিক 
সহ-সম্পাদনায় : আধৃতি আইমিক 
কভার ফটো/প্রচ্ছদ : একলব্য
__________________________

ছড়া-কবিতা 

মরীচিকা 

খ্যাতিশ্বর আইমিক 


বিশ্বজুড়ে প্রতিটা মুহুর্ত

ভাইরাসের সাথে অদৃশ্য সহবাস।

বাঁচব কি মরব, জল্পনা চরম তুঙ্গে

মরীচিকাময় তৃপ্তির আবেশ।


নিঃশব্দে জনতার ভিড়ে তুমি

আলিঙ্গন সহ প্রেমিকার বেশে 

নিয়ে যাচ্ছ অচিরেই না ফেরার দেশে।


উত্তেজনার চরম শিখরে

দুর্বল হৃদয় যাচ্ছে অকালেই ঝরে।


ইতিহাস স্মরণ করায় মরীচিকার পুনর্জন্ম।

_____________________


(P-18) Bibin eMagazine (March) Web Version

বিবিন মাসিক সংকলন (বাংলা ওয়েব সংস্করণ)
প্রকাশকাল : মার্চ, ২০২৫ | পৃষ্ঠা সংখ্যা : ১৮.
বর্ষ : ০৫, সংখ্যা : ০১.
(আন্তর্জাতিক কবিতা দিবস সংখ্যা)
প্রকাশনায় : আইমিক পাবলিশিং ভেঞ্চারাস 
সম্পাদনায় : খ্যাতিশ্বর আইমিক 
সহ-সম্পাদনায় : আধৃতি আইমিক 
কভার ফটো/প্রচ্ছদ : একলব্য
__________________________

ছড়া-কবিতা 

কবিতা লিখব বলে 

দীপঙ্কর বৈদ্য 


একটা কবিতা লিখব বলে

আকাশের নীচে দাঁড়িয়েছিলাম

উড়ে এলো স্বপ্নের সাথে বাস্তবের চিঠি,

ঘড়ির কাঁটার সাথে পড়ে দীর্ঘ নিশ্বাস

জীবনের তো হাজার দাবি

ভাবতে ভাবতেই পেরিয়ে যাই

সুখ-দুঃখ, বিরহ-সংগ্রাম, ইতিহাস...


একটা কবিতা লিখব বলে

সব কাজ ফেলে রেখে

ছুটে গেলাম সাহিত্য সৈনিকের ভিড়ে,

সে সময় তুমি একমুঠো রোদ্দুর হয়ে

ছড়িয়ে দিলে আমার মনে,

কজনই বা শেখাতে পারে 

জীবন পাঠের টুকিটাকি!

তুমি শিখিয়েছ সাতসমুদ্র বুকে নিয়েও

পৃথিবীর সমস্ত অভিঘাত পেরোতে।

সেই সব টুকরো অনুভূতি কুড়িয়ে নিলাম

সৃজনের পথে শব্দের ছবি আঁকব বলে।

_____________________


(P-17) Bibin eMagazine (March) Web Version

বিবিন মাসিক সংকলন (বাংলা ওয়েব সংস্করণ)
প্রকাশকাল : মার্চ, ২০২৫ | পৃষ্ঠা সংখ্যা : ১৭.
বর্ষ : ০৫, সংখ্যা : ০১.
(আন্তর্জাতিক কবিতা দিবস সংখ্যা)
প্রকাশনায় : আইমিক পাবলিশিং ভেঞ্চারাস 
সম্পাদনায় : খ্যাতিশ্বর আইমিক 
সহ-সম্পাদনায় : আধৃতি আইমিক 
কভার ফটো/প্রচ্ছদ : একলব্য
__________________________

ছড়া-কবিতা 

জীবন্ত ঈশ্বর

রাণা চ্যাটার্জী 


আমাদের তো কোন চাহিদা নেই। 

পরস্পরের প্রতি কোন অভিযোগ,

দূরত্ব যে কখনো বাধা হতে পারে,

এমনটা ভাবার কোন অবকাশ 

নাড়া দেয়নি সেভাবে আমাদের।


শুধু পাশে একটু ছুঁয়ে ছুঁয়ে থাকা,

দৈনন্দিন দুঃখ সুখের চাদরে,

সুন্দর সবুজ বন্ধুত্বকে বাঁচিয়ে

চিরহরিৎ রাখার সামান্য অভিপ্রায়।


নিখাদ স্বার্থহীন বন্ধুত্ব একটি গাছ,

যা উর্বর, মাটি, সার জল আলোয় 

ডালপালা মেলে দূরীভূত করবে,

মনের গুমট জমা দূষিত টক্সিন।


এসো এভাবেই ছুঁয়ে ছুঁয়ে থাকি,

নিজেদের ভালো রাখার অভিপ্রায়ে।

সেরা বন্ধুকে পেয়ে ভরসায় বলি,

এক জীবন্ত ঈশ্বর পেয়েছি।

_____________________


(P-16) Bibin eMagazine (March) Web Version

বিবিন মাসিক সংকলন (বাংলা ওয়েব সংস্করণ)
প্রকাশকাল : মার্চ, ২০২৫ | পৃষ্ঠা সংখ্যা : ১৬.
বর্ষ : ০৫, সংখ্যা : ০১.
(আন্তর্জাতিক কবিতা দিবস সংখ্যা)
প্রকাশনায় : আইমিক পাবলিশিং ভেঞ্চারাস 
সম্পাদনায় : খ্যাতিশ্বর আইমিক 
সহ-সম্পাদনায় : আধৃতি আইমিক 
কভার ফটো/প্রচ্ছদ : একলব্য
__________________________

ছড়া-কবিতা 

কবিতা দিবস

সুবীর কুমার ঘোষ 


শব্দেরা আজকাল হাঁটে ট্রাফিক সিগন্যালে,

লাল-সবুজের মাঝে তারা কিছুটা ক্লান্ত।


একটা কবিতা লিখতে গিয়ে ভুলে যাই ভাষা,

অক্ষররা ফিসফিস করে, হাসে আমায় নিয়ে।


শব্দের খেলায় বুনে যাই আশা আর অভ্যুত্থান,

কখনো প্রেম, কখনো বেদনা, কখনো বিদ্রোহ।


একটি লাইন বদলে দিতে পারে ভাগ্য রেখা,

একটি ছন্দে জেগে ওঠে শত প্রাণের উচ্ছাস।


পত্রিকার পাতায় ছাপা হয় অর্ধেক গল্প,

বাকিটা হারিয়ে যায় বিজ্ঞাপনের নিচে।


আকাশে আজ কবিতা নেই, শুধু নীরবতা,

কিংবা কয়েকটা ক্লান্ত ড্রোনের ওড়াউড়ি।


তবু শব্দেরা মরে না, তারা বিদ্রোহ জানায়,

গদ্যের ছদ্মবেশে রাস্তায় নামে—স্লোগান হয়ে।


কবিতা দিবস? নাকি সেলফি দিবস?

একটা পোস্ট, একটা লাইক—তারপর সব চুপ।

_____________________


(P-15) Bibin eMagazine (March) Web Version

বিবিন মাসিক সংকলন (বাংলা ওয়েব সংস্করণ)
প্রকাশকাল : মার্চ, ২০২৫ | পৃষ্ঠা সংখ্যা : ১৫.
বর্ষ : ০৫, সংখ্যা : ০১.
(আন্তর্জাতিক কবিতা দিবস সংখ্যা)
প্রকাশনায় : আইমিক পাবলিশিং ভেঞ্চারাস 
সম্পাদনায় : খ্যাতিশ্বর আইমিক 
সহ-সম্পাদনায় : আধৃতি আইমিক 
কভার ফটো/প্রচ্ছদ : একলব্য
__________________________

অণুকবিতা 

বৃষ্টি মেয়ে

নিবেদিতা দে 


যদি হতাম বৃষ্টি মেয়ে, 

ঝরতাম মনের সুখে অঝোর ধারে। 

আম কুড়াতাম পুকুড় পাড়ে, 

ঝালনুন মাখিয়ে খেতাম আনমনে। 


হতাম যদি বৃষ্টির ফোঁটা

রামধনু রঙ আলোর ছটা

লিখে যদি দিতিস দু চার কলি

প্রেম পড়তাম, তুই হতিস আমার প্রিয় কবি।

_____________________


(P-14) Bibin eMagazine (March) Web Version

বিবিন মাসিক সংকলন (বাংলা ওয়েব সংস্করণ)
প্রকাশকাল : মার্চ, ২০২৫ | পৃষ্ঠা সংখ্যা : ১৪.
বর্ষ : ০৫, সংখ্যা : ০১.
(আন্তর্জাতিক কবিতা দিবস সংখ্যা)
প্রকাশনায় : আইমিক পাবলিশিং ভেঞ্চারাস 
সম্পাদনায় : খ্যাতিশ্বর আইমিক 
সহ-সম্পাদনায় : আধৃতি আইমিক 
কভার ফটো/প্রচ্ছদ : একলব্য
__________________________

অণুকবিতা 

হৃদয়ের বাতিঘরে

তুষার ভট্টাচাৰ্য 


এই ধুলোমাটি মাখা ব্যর্থ প্রেমিক জন্মে

ভালবাসার কোনও জয় নেই

ভালবেসে পেয়েছি শুধুই প্রেমিকার

চোখ ভরা অশ্রু অভিমান;

তবু হৃদয়ের বাতিঘরে সযতনে 

জ্বালিয়ে রেখেছি

কাঁচরঙ প্রেমিকার গালে টোলপড়া হাসিমুখ।

_____________________


(P-13) Bibin eMagazine (March) Web Version

বিবিন মাসিক সংকলন (বাংলা ওয়েব সংস্করণ)
প্রকাশকাল : মার্চ, ২০২৫ | পৃষ্ঠা সংখ্যা : ১৩.
বর্ষ : ০৫, সংখ্যা : ০১.
(আন্তর্জাতিক কবিতা দিবস সংখ্যা)
প্রকাশনায় : আইমিক পাবলিশিং ভেঞ্চারাস 
সম্পাদনায় : খ্যাতিশ্বর আইমিক 
সহ-সম্পাদনায় : আধৃতি আইমিক 
কভার ফটো/প্রচ্ছদ : একলব্য
__________________________

অণুকবিতা 

অস্থির সময়ের ডাইরি

শান্তনু গুড়িয়া 


সাদা পৃষ্ঠার সঙ্গে খুনসুটি, সহবাস 

অক্ষরে অক্ষরে কেবল আনন্দের হাতছানি 

আগডুম বাগডুম কি লিখি, ভবিষ্যৎ জানে!

নীতিহীন দিনযাপন, ভাবলেশহীন নিঃসঙ্গ পৃথিবী 

দিনের আলো ফুরিয়ে আসছে দ্রুত 

অনুভূতিগুলো বেঁধে রাখবে কোথায় এমন সুতো 

উন্নতির সোপান চিনেছে বিকিয়ে দেওয়ার বিকৃতি 

ক্যানভাসে রক্তের দাগ, ভয় খুবলে খায় স্থিতি।

_____________________


(P-12) Bibin eMagazine (March) Web Version

বিবিন মাসিক সংকলন (বাংলা ওয়েব সংস্করণ)
প্রকাশকাল : মার্চ, ২০২৫ | পৃষ্ঠা সংখ্যা : ১২.
বর্ষ : ০৫, সংখ্যা : ০১.
(আন্তর্জাতিক কবিতা দিবস সংখ্যা)
প্রকাশনায় : আইমিক পাবলিশিং ভেঞ্চারাস 
সম্পাদনায় : খ্যাতিশ্বর আইমিক 
সহ-সম্পাদনায় : আধৃতি আইমিক 
কভার ফটো/প্রচ্ছদ : একলব্য
__________________________

অণুকবিতা 

জন্ম

সুশান্ত সেন 


এত আনন্দ এই পৃথিবীতে

জন্মানো নানা ভাষায় নানা রীতিতে

ভরে থাক রসের পেয়ালা

নানা রঙ্গ নানা পালা।


জন্মানো বড়োই আকস্মিক

দেওয়াল ঘড়িটা বলে ওঠে—

      ঠিক ঠিক ঠিক।

_____________________


(P-11) Bibin eMagazine (March) Web Version

বিবিন মাসিক সংকলন (বাংলা ওয়েব সংস্করণ)
প্রকাশকাল : মার্চ, ২০২৫ | পৃষ্ঠা সংখ্যা : ১১.
বর্ষ : ০৫, সংখ্যা : ০১.
(আন্তর্জাতিক কবিতা দিবস সংখ্যা)
প্রকাশনায় : আইমিক পাবলিশিং ভেঞ্চারাস 
সম্পাদনায় : খ্যাতিশ্বর আইমিক 
সহ-সম্পাদনায় : আধৃতি আইমিক 
কভার ফটো/প্রচ্ছদ : একলব্য
__________________________

অণুকবিতা 

ভুল

কাজল মৈত্র 


ভুলে আমি মাসি পিসি 

ভুলে জীবন গড়া 

ভুলে আমি হাসি খুশি 

ভুলেই লিখি ছড়া

আমার হাতে তেলের শিশি

হিসেব কষে ধরা 

চন্দ্র সূর্য দিবা নিশি

সঠিক পথে ঘোরা

_____________________


(P-10) Bibin eMagazine (March) Web Version

বিবিন মাসিক সংকলন (বাংলা ওয়েব সংস্করণ)
প্রকাশকাল : মার্চ, ২০২৫ | পৃষ্ঠা সংখ্যা : ১০.
বর্ষ : ০৫, সংখ্যা : ০১.
(আন্তর্জাতিক কবিতা দিবস সংখ্যা)
প্রকাশনায় : আইমিক পাবলিশিং ভেঞ্চারাস 
সম্পাদনায় : খ্যাতিশ্বর আইমিক 
সহ-সম্পাদনায় : আধৃতি আইমিক 
কভার ফটো/প্রচ্ছদ : একলব্য
__________________________

অণুকবিতা 

তাবিজ

প্রদীপ কুমার দে 


তোকে পেতেই

তাবিজ বেঁধেছিলাম হাতে

এখন চাই তাবিজ খুলে ফেলতে 

বাঁচতে, বাঁচাতেই।


কতটা পেলে, সব দিতে হয়?

সব দিলে, ফেরার খরচ কি কিছু থাকে?

_____________________


(P-09) Bibin eMagazine (March) Web Version

বিবিন মাসিক সংকলন (বাংলা ওয়েব সংস্করণ)
প্রকাশকাল : মার্চ, ২০২৫ | পৃষ্ঠা সংখ্যা : ০৯.
বর্ষ : ০৫, সংখ্যা : ০১.
(আন্তর্জাতিক কবিতা দিবস সংখ্যা)
প্রকাশনায় : আইমিক পাবলিশিং ভেঞ্চারাস 
সম্পাদনায় : খ্যাতিশ্বর আইমিক 
সহ-সম্পাদনায় : আধৃতি আইমিক 
কভার ফটো/প্রচ্ছদ : একলব্য
__________________________

অণুকবিতা 

জীবন-মরণ

সন্দীপ কুমার বিশ্বাস 


অন্তরাত্মায় ফুলের সুবাস

মন আবাদে চাষ

রাত্রি দিনে মিশে থাকে

প্রতিটা শ্বাস-প্রশ্বাস।

_____________________


(P-08) Bibin eMagazine (March) Web Version

বিবিন মাসিক সংকলন (বাংলা ওয়েব সংস্করণ)
প্রকাশকাল : মার্চ, ২০২৫ | পৃষ্ঠা সংখ্যা : ০৮.
বর্ষ : ০৫, সংখ্যা : ০১.
(আন্তর্জাতিক কবিতা দিবস সংখ্যা)
প্রকাশনায় : আইমিক পাবলিশিং ভেঞ্চারাস 
সম্পাদনায় : খ্যাতিশ্বর আইমিক 
সহ-সম্পাদনায় : আধৃতি আইমিক 
কভার ফটো/প্রচ্ছদ : একলব্য
__________________________

অণুকবিতা 

ফু

বিপ্লব নসিপুরী 


একটা ফু, একটা জোরালো ফু 

খুব দরকার, খুবই দরকার।

শীর্নকায় জীর্ণপ্রায় ঘুমন্ত

ধিক ধিক করা প্রাণ বহ্নিগুলো 

ফিরে পাক বিশুদ্ধ অক্সিজেন। 

জ্বলুক আরও জ্বলুক অন্তরাত্মা 

দিকে দিকে ছড়িয়ে পড়ুক তার উজ্জ্বল আলো।

_____________________


(P-07) Bibin eMagazine (March) Web Version

বিবিন মাসিক সংকলন (বাংলা ওয়েব সংস্করণ)
প্রকাশকাল : মার্চ, ২০২৫ | পৃষ্ঠা সংখ্যা : ০৭.
বর্ষ : ০৫, সংখ্যা : ০১.
(আন্তর্জাতিক কবিতা দিবস সংখ্যা)
প্রকাশনায় : আইমিক পাবলিশিং ভেঞ্চারাস 
সম্পাদনায় : খ্যাতিশ্বর আইমিক 
সহ-সম্পাদনায় : আধৃতি আইমিক 
কভার ফটো/প্রচ্ছদ : একলব্য
__________________________

অণুকবিতা 

পথিক

শুভ্রব্রত রায় 


পথ হতে হেঁটে যায় এক পথিক,

তার নেই যে কোনো পথের ঠিক।

পথ হারিয়ে পথিক এদিক ওদিক চায়,

যদি কাউকে পাশে খুঁজে পাওয়া যায়।


অনেক পথ হেঁটে এলো সে এগিয়ে,

বন্ধুত্বের বাড়ালো হাত মোর পানে চেয়ে।

বলে উঠলাম আমি; ওহে ভাই পথিক,

করোনা চিন্তা, পথ পাবে দেখো সঠিক।

_____________________


(P-06) Bibin eMagazine (March) Web Version

বিবিন মাসিক সংকলন (বাংলা ওয়েব সংস্করণ)
প্রকাশকাল : মার্চ, ২০২৫ | পৃষ্ঠা সংখ্যা : ০৬.
বর্ষ : ০৫, সংখ্যা : ০১.
(আন্তর্জাতিক কবিতা দিবস সংখ্যা)
প্রকাশনায় : আইমিক পাবলিশিং ভেঞ্চারাস 
সম্পাদনায় : খ্যাতিশ্বর আইমিক 
সহ-সম্পাদনায় : আধৃতি আইমিক 
কভার ফটো/প্রচ্ছদ : একলব্য
__________________________

অণুকবিতা 

ছোট্টবেলায়

মোঃআরিফুজ্জামান সোহাগ 


লাটিম ঘোরে ভনভন

বায়ু চলে শনশন!

ছোট্টবেলা উঁকি দিয়ে 

ডাকে আমায় খনখন।


বৃষ্টি পড়ে ঝিমঝিম

হিমালয় বলে হিমহিম!

পুকুর পাড়ে রাখাল বালক

গাইছে গান মিনমিন।

_____________________


(P-05) Bibin eMagazine (March) Web Version

বিবিন মাসিক সংকলন (বাংলা ওয়েব সংস্করণ)
প্রকাশকাল : মার্চ, ২০২৫ | পৃষ্ঠা সংখ্যা : ০৫.
বর্ষ : ০৫, সংখ্যা : ০১.
(আন্তর্জাতিক কবিতা দিবস সংখ্যা)
প্রকাশনায় : আইমিক পাবলিশিং ভেঞ্চারাস 
সম্পাদনায় : খ্যাতিশ্বর আইমিক 
সহ-সম্পাদনায় : আধৃতি আইমিক 
কভার ফটো/প্রচ্ছদ : একলব্য
__________________________

অণুকবিতা (লিমেরিক) 

মশা

আজিজুল হক মন্ডল 


শার মামা থাকে মাসির বাড়ি

নর্মদায় থাকে ফেলা মাটির হাঁড়ি

চোখে মুখে বসে ঘুরে

হুল ফুটিয়ে পালায় উড়ে

মশা মারতে দাগল কামান ভারি

______________________


(P-04) Bibin eMagazine (March) Web Version

বিবিন মাসিক সংকলন (বাংলা ওয়েব সংস্করণ)
প্রকাশকাল : মার্চ, ২০২৫ | পৃষ্ঠা সংখ্যা : ০৪.
বর্ষ : ০৫, সংখ্যা : ০১.
(আন্তর্জাতিক কবিতা দিবস সংখ্যা)
প্রকাশনায় : আইমিক পাবলিশিং ভেঞ্চারাস 
সম্পাদনায় : খ্যাতিশ্বর আইমিক 
সহ-সম্পাদনায় : আধৃতি আইমিক 
কভার ফটো/প্রচ্ছদ : একলব্য
_____________________

অণুকবিতা 

কবিতা দিবসে

অশোক কুমার ষন্নিগ্রহী 


কবিতা লেখার ইচ্ছা যখন জাগে মনে

কবি শব্দ ও ছন্দ নিয়ে খেলা করে।

আন্তর্জাতিক দিবসে হোক বা সাধারণ দিনে

মনের ভাবনা কবি লিপিবদ্ধ করে।। 


নানা ঘটনা, কিছু অতীত স্মৃতি 

মনসাগরে তোলে জোয়ারের হিল্লোল।।

সমুদ্র মন্থনে উঠে আসা কুম্ভ ভরা রত্নে

কবি গাঁথে মালা, জাগায় নব কল্লোল।।

_____________________


(P-03) Bibin eMagazine (March) Web Version

বিবিন মাসিক সংকলন (বাংলা ওয়েব সংস্করণ)
প্রকাশকাল : মার্চ, ২০২৫ | পৃষ্ঠা সংখ্যা : ০৩.
বর্ষ : ০৫, সংখ্যা : ০১.
(আন্তর্জাতিক কবিতা দিবস সংখ্যা)
প্রকাশনায় : আইমিক পাবলিশিং ভেঞ্চারাস 
সম্পাদনায় : খ্যাতিশ্বর আইমিক 
সহ-সম্পাদনায় : আধৃতি আইমিক 
কভার ফটো/প্রচ্ছদ : একলব্য
_____________________
সম্পাদকীয় কথামুখ 
     
“আইমিক পাবলিশিং ভেঞ্চারাস্” কর্তৃক প্রকাশিত, প্রচারিত ও সংরক্ষিত বিবিন মাসিক সংকলন (মার্চ, ২০২৫) প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও গুটি কয়েক কবি সাহিত্যিকের লেখায় সমৃদ্ধ হয়ে ই-ম্যাগাজিন আকারে প্রকাশিত হল। এই উপলক্ষে কবি, লেখক, পাঠক, সমালোচক ও বিজ্ঞাপনদাতা সকলকে জানাই “আন্তর্জাতিক কবিতা দিবস সংখ্যার” আন্তরিক অভিনন্দন ও স্বাগতম। 
        একই সাথে মনে রাখবেন বিবিন শুধু পত্রিকার নামই নয়, বরং আগামী দিনের অনুপ্রেরণা। সাহিত্য-শিল্প-সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন। উক্ত সংখ্যায় যাঁরা যাঁরা লেখা দিয়ে সমৃদ্ধ করলেন, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। কারণ আমরা চাই যাতে “মাসিক ই-বিবিন” প্রতিটা মানুষের হৃদয়ে, প্রতিটা লেখায়, সকলের ঘরে ঘরে পৌঁছে যাক দেশ থেকে দেশান্তরে। ধন্যবাদ সবাইকে। 
নমস্কারান্তে/সম্পাদক 
(বিবিন মাসিক সংকলন)

(P-02) Bibin eMagazine (March) Web Version

বিবিন মাসিক সংকলন (বাংলা ওয়েব সংস্করণ)
প্রকাশকাল : মার্চ, ২০২৫ | পৃষ্ঠা সংখ্যা : ০২.
বর্ষ : ০৫, সংখ্যা : ০১.
(আন্তর্জাতিক কবিতা দিবস সংখ্যা)
প্রকাশনায় : আইমিক পাবলিশিং ভেঞ্চারাস 
সম্পাদনায় : খ্যাতিশ্বর আইমিক 
সহ-সম্পাদনায় : আধৃতি আইমিক 
কভার ফটো/প্রচ্ছদ : একলব্য
__________________________
আইমিক পাবলিশিং ভেঞ্চারাস্ কর্তৃক প্রকাশিত ও প্রচারিত বিবিন মাসিক সংকলন ৫.১ ই-সংখ্যা (অনলাইন সংস্করণ) 
  
অন্বেষণ পত্র : || সম্পাদকীয় কলমে কথামুখ ||
_______________________
  || ছড়া - কবিতা ||

সুবীর কুমার ঘোষ |, রাণা চ্যাটার্জী |, দীপঙ্কর বৈদ্য |, খ্যাতিশ্বর আইমিক|, 
গোবিন্দ মোদক |, সুমিতা চৌধুরী |, শান্তনু ঘোষ |, সুনির্মল বসু |, 
সমীর কুমার দত্ত |, দীপঙ্কর সরকার |, বিমল কুমার সোম |, 
অনিন্দ্য পাল |, তীর্থঙ্কর সুমিত |, বিকি মালাকার |, সীমা মন্ডল |, 
অভিজিৎ দত্ত |, পরমেশ্বর গাইন |, উৎপলেন্দু দাস |, সজল চক্রবর্তী |, 
মাথুর দাস |, আফ্রূজা খাতুন |, স্বপন কুমার ধর |
_________________________
  || অণুকবিতা || 

অশোক কুমার ষন্নিগ্রহী |, আজিজুল হক মন্ডল |, মোঃআরিফুজ্জামান সোহাগ |, 
শুভ্রব্রত রায়|, বিপ্লব নসিপুরী |, সন্দীপ কুমার বিশ্বাস |, প্রদীপ কুমার দে |, 
কাজল মৈত্র |, সুশান্ত সেন |, শান্তনু গুড়িয়া |, তুষার ভট্টাচাৰ্য |, নিবেদিতা দে |
________________________

(P-01) Bibin eMagazine (March) Web Version

বিবিন মাসিক সংকলন (বাংলা ওয়েব সংস্করণ)
প্রকাশকাল : মার্চ, ২০২৫ | পৃষ্ঠা সংখ্যা : ০১.
বর্ষ : ০৫, সংখ্যা : ০১.
(আন্তর্জাতিক কবিতা দিবস সংখ্যা)
প্রকাশনায় : আইমিক পাবলিশিং ভেঞ্চারাস 
সম্পাদনায় : খ্যাতিশ্বর আইমিক 
সহ-সম্পাদনায় : আধৃতি আইমিক 
কভার ফটো/প্রচ্ছদ : একলব্য
__________________________
B I B I N (A monthly e-magazine) 
A Collection of Bengali Poems & Stories with etc.

: প্রুফ রিডিং, মুখ্য ও কার্যনির্বাহী সম্পাদনায় : 
খ্যাতিশ্বর আইমিক
: লেখা সংগ্রহ ও সহ-সম্পাদনায় : 
আধৃতি আইমিক
: উপদেষ্টা : 
আলপনা বিশ্বাস, সূরজ পণ্ডিত, রত্না বণিক, প্রাণ মিত্র
: প্রচ্ছদ পরিকল্পনা, রূপায়ণ ও নামাঙ্কন : 
একলব্য 
: বর্ণবিন্যাস, রেখাচিত্র পরিকল্পনা, কারিগরী নিয়ন্ত্রক ও সহায়তা : 
আইমিকমেট (AimikMate) 
: প্রকাশনায় : 
আইমিক পাবলিশিং ভেঞ্চারাস্ 
: ই-বুক অনলাইন সংস্করণ বিনিময় মূল্য :  
শুধু ভালোবাসা 

Published on : 21 March, 2025
Aimik-Bibin eBook Version : 5.1

Friday, March 14, 2025

আমাদের পত্রিকায় লেখা পাঠানোর জন্য কিছু শর্তাবলী

উদিত সাহিত্য পত্রিকা (ই-মাসিক সংখ্যা)
বিবিন সাহিত্য পত্রিকা (ই-মাসিক সংখ্যা)
_______________________
••• লেখা আহ্বানপত্র •••

• বিনামূল্যের বাংলা ভাষায় প্রকাশিত ব্যতিক্রমী লেখালিখির প্ল্যাটফর্ম •

• নিজে লেখা পাঠান, অন্যকে লেখা পাঠাতে সাহায্য করুন 
"উদিত ই-ম্যাগাজিন" ও "বিবিন ই-ম্যাগাজিন" এর প্রদত্ত ইমেইল এড্রেস ::::
magazines.aimik@gmail.com

• বিঃ দ্রঃ লেখার শুরুতেই নীচের লেখাটা থাকা অতি আবশ্যক।
#Udit_emagazine_platform 
অথবা 
#Bibin_emagazine_platform 
_______________________
যেহেতু ফ্রি ইবুক সংখ্যা, তাই সৌজন্য সংখ্যা নিশ্চয়ই পাবেন। 
• শর্ত হলো : 
১. প্রতিটা বিষয়ের লাইন সংখ্যা মানতে হবে। 
২. ছড়া, কবিতা, অণু কবিতা ছাড়া অন্য কোনো বিষয় গ্রহণ করা হবে না। 
৩. লেখাটি স্বরচিত, অপ্রকাশিত আপনারই হতে হবে। 
৪. রাজনৈতিক, ধর্মীয়, বিতর্কিত বিষয় একেবারেই নৈব নৈব চ। 
৫.আমাদের উল্লিখিত ইমেল এড্রেস ছাড়া অন্য কোথাও লেখা পাঠালে সেটা বাতিল হয়ে যাবে।
৬. পরবর্তীকালে যোগাযোগের জন্যে লেখার সাথে নিজের নাম, বর্তমান ঠিকানা, চালু ফোন নং, হোয়াটসঅ্যাপ নং, ছবি পাঠাবেন। নচেৎ লেখা  বাতিলের সম্ভবনা রয়েছে।
৭. পেজটিকে লাইক, ফলো করে আপডেট থাকবেন। ধন্যবাদ।
______________________
• নীচের লিঙ্কে ক্লিক করে Blogger Site টিকে Follow দিয়ে অনলাইন উদিত ই-পত্রিকাটি এবং অনলাইন বিবিন ই-পত্রিকাটি বিনামূল্যে পড়তে পারবেন নীচের ব্লগার ঠিকানায় : https://apv-g.blogspot.com/
অথবা Aimik Publishing Ventures এই ফেসবুক পেজ এ Follow/Like & Share করে।

• আইমিক পাবলিশিং হাউজ যোগাযোগ/হেল্পডেস্ক •
+91 8250 393 602 (Only WhatsApp)

• লেখা কম আসলে বা অন্যান্য অনিবার্য কারণবশত সময়সীমা, নিয়মাবলী ও প্রকাশে কিছু হেরফের ঘটতে পারে, এর জন্যে কোনো রকমের বিতর্কের অবকাশ নেই। সব ক্ষেত্রেই সম্পাদক ও প্রকাশকমন্ডলীর সিদ্ধান্তই চূড়ান্ত।

সম্পাদক ও প্রকাশকদ্বয় 
উদিত ই-ম্যাগাজিন প্ল্যাটফর্ম
বিবিন ই-ম্যাগাজিন প্ল্যাটফর্ম
**********************
#Udit_eMagazine_Platform 
#Bibin_eMagazine_Platform 
• Bengali Writers New e-Platform 
• Monthly Bengali e-Magazine
• Powered & Designed By AimikMate.

© & ℗ 2025 Aimik Publishing Ventures.
______________________

(P-26) Udit eMagazine (March) Web Version

উদিত মাসিক সংকলন (বাংলা ওয়েব সংস্করণ) প্রকাশকাল : এপ্রিল, ২০২৫ | পৃষ্ঠা সংখ্যা : ০৪. মাসিক সংখ্যা : ২৯ তম (হো সংখ্যা) প্রকাশনায় : আইমিক পা...