Popular Posts

Thursday, March 27, 2025

(P-19) Udit eMagazine (March) Web Version

উদিত মাসিক সংকলন (বাংলা ওয়েব সংস্করণ)
প্রকাশকাল : মার্চ, ২০২৫ | পৃষ্ঠা সংখ্যা : ১৯.
মাসিক সংখ্যা : ২৮ তম (হোলি দোলযাত্রা সংখ্যা)
প্রকাশনায় : আইমিক পাবলিশিং ভেঞ্চারাস 
সম্পাদনায় : আধৃতি আইমিক 
সহ-সম্পাদনায় : খ্যাতিশ্বর আইমিক
কভার ফটো/প্রচ্ছদ : একলব্য
_______________________

ছড়া-কবিতা  

মহাকাশ ও মানুষ 

আনন্দ গোপাল গরাই


মানুষ একদিন করবে চাঁদে গিয়ে বাস 

উপনিবেশ গড়তে পারে চাঁদের মাটিতে 

অসম্ভব নয় কিছু বিজ্ঞানের কাছে 

মানুষের বাসস্থান হবে মহাকাশ।


সুদূর পৃথিবী থেকে তারাদের দেশে 

হয়তো পৌঁছে যাবে কোনো একদিন 

স্বপ্নে নয় সশরীরে চলে যাবে সেথা

থাকবে ওদের সাথে মহাকাশে ভেসে।


আসবে কি শুভবোধ মানুষের মনে

মুছে যাবে চিরতরে হিংসা দ্বেষ গ্লানি

ভরবে অন্তর তার আলোয় আলোয়

আড়ি হবে চিরকাল অন্যায়ের সনে?


অবিচার আবিলতা যদি হয় ক্ষয়

দিই যদি মানুষের ন্যায্য অধিকার 

সম্প্রীতির রামধনু রঙ ছড়ায় যদি

তবেই সার্থক হবে মহাকাশ জয়।

_____________________


(P-18) Udit eMagazine (March) Web Version

উদিত মাসিক সংকলন (বাংলা ওয়েব সংস্করণ)
প্রকাশকাল : মার্চ, ২০২৫ | পৃষ্ঠা সংখ্যা : ১৮.
মাসিক সংখ্যা : ২৮ তম (হোলি দোলযাত্রা সংখ্যা)
প্রকাশনায় : আইমিক পাবলিশিং ভেঞ্চারাস 
সম্পাদনায় : আধৃতি আইমিক 
সহ-সম্পাদনায় : খ্যাতিশ্বর আইমিক
কভার ফটো/প্রচ্ছদ : একলব্য
_______________________

ছড়া-কবিতা  

বিশ্ব কবিতা দিবসে 

উৎপলেন্দু দাস


কোকিল ডাকা মন উদাস করা চৈতি বাতাসে 

ভেসে আসে বিশ্ব কবিতা দিবস

কাকের বাসায় উঁকি দেয় আগুন রঙা পলাশ

পাতা ঝরিয়ে হাসি মুখে জড়িয়ে উষ্ণ আবেগে বলে  

চল যাই শীতল হতে আমন্ড বাগানে

চলছে চোখ জুড়ানো গোলাপী সাদা প্রেমের মহোৎসব!   


শুনে মুহূর্তে হারাই আমি মন মাতানো ঘ্রাণে

ছুটে যাই আয়নার কাছে প্রেমের রঙে সেজে নিতে

দেখি মলিন অস্পষ্ট প্রায় অচেনা মুখাবয়ব, 

প্রাণপণে বার বার কাঁচ মুছে ভেসে চোখের জলে 

দেখি সেই বিবর্ণ আমি, আয়না হেসে বলে 

আগে স্নান সেরে ধুয়ে নাও জমানো ময়লা যত সব।

_____________________


(P-17) Udit eMagazine (March) Web Version

উদিত মাসিক সংকলন (বাংলা ওয়েব সংস্করণ)
প্রকাশকাল : মার্চ, ২০২৫ | পৃষ্ঠা সংখ্যা : ১৭.
মাসিক সংখ্যা : ২৮ তম (হোলি দোলযাত্রা সংখ্যা)
প্রকাশনায় : আইমিক পাবলিশিং ভেঞ্চারাস 
সম্পাদনায় : আধৃতি আইমিক 
সহ-সম্পাদনায় : খ্যাতিশ্বর আইমিক
কভার ফটো/প্রচ্ছদ : একলব্য
_______________________

ছড়া-কবিতা  

খামখেয়ালি শহর 

সুবীর কুমার ঘোষ


রাস্তায় হাঁটছে এক জোড়া জুতো,

মালিক কে তার? কেউ জানে না।

হাওয়ায় উড়ে যাচ্ছে উদভ্রান্ত চিঠি,

কি লেখা আছে? কেউ পড়ে না।


একটা ল্যাম্পপোস্ট একা দাঁড়িয়ে,

শহরের গল্পরা ফিসফিস করে।

পার্কের বেঞ্চিতে বসে থাকা ছায়া,

অন্য এক ছায়াকে খুঁজে মরে।


ঘড়ির কাঁটা বেয়াড়া হয়ে,

সময়কে ছাড়িয়ে ছুটতে চায়।

চাঁদটা আজ গলির ধারে,

শুকতারার প্রেমে একতারা হাতে বাউল!


গাড়ির হেডলাইটে, বৃষ্টির তীব্র ছাঁট,

রাতের শহরে মায়াবী আলোর খেলা 

অবাক মানুষ, অবাক এই শহর,

সব যেন কেমন অদ্ভুত লাগে।

_____________________


(P-16) Udit eMagazine (March) Web Version

উদিত মাসিক সংকলন (বাংলা ওয়েব সংস্করণ)
প্রকাশকাল : মার্চ, ২০২৫ | পৃষ্ঠা সংখ্যা : ১৬.
মাসিক সংখ্যা : ২৮ তম (হোলি দোলযাত্রা সংখ্যা)
প্রকাশনায় : আইমিক পাবলিশিং ভেঞ্চারাস 
সম্পাদনায় : আধৃতি আইমিক 
সহ-সম্পাদনায় : খ্যাতিশ্বর আইমিক
কভার ফটো/প্রচ্ছদ : একলব্য
_______________________

ছড়া-কবিতা  

বসন্ত উৎসব 

অজিত কুমার জানা


ঘুম ভাঙতেই কর্ণ পর্দায় উৎসব, 

একগুচ্ছ কুহু সুগন্ধি ফুল।

সূচিপত্রে বসন্তের নতুন সংস্করণ, 

মোবাইল থেকে সিম বেরিয়ে, 

একই টেবিলে বসে মুখোমুখি,

উভয়ের কন্ঠস্বরে মিষ্টান্ন ভান্ডার। 


দিন ভোরের দরজা খুলে,

সিঁথিতে লাল পলাশের বাড়ি।

পরনে রাঙা রোদের সকাল, 

প্রকৃতির ছবি আঁকা ইস্কুলে, 

নব পল্লবের মলয় দখিনা, 

বসন্ত উৎসব মঞ্চ বানায়।

_____________________


(P-15) Udit eMagazine (March) Web Version

উদিত মাসিক সংকলন (বাংলা ওয়েব সংস্করণ)
প্রকাশকাল : মার্চ, ২০২৫ | পৃষ্ঠা সংখ্যা : ১৫.
মাসিক সংখ্যা : ২৮ তম (হোলি দোলযাত্রা সংখ্যা)
প্রকাশনায় : আইমিক পাবলিশিং ভেঞ্চারাস 
সম্পাদনায় : আধৃতি আইমিক 
সহ-সম্পাদনায় : খ্যাতিশ্বর আইমিক
কভার ফটো/প্রচ্ছদ : একলব্য
_______________________

ছড়া-কবিতা  

খনন 

ইলা সূত্রধর


অনেকটা সময় পেরিয়ে এসেছি 

অবেলায় বসে জীবনকে করেছি খনন 

প্রত্নভূমির ভিতর প্রস্তরখণ্ড শুধু 

টিং-টং আওয়াজে শব্দ দূষণ।


ফিরে যাই কবেকার জীবাশ্মের কাছে

নেড়েচেড়ে দেখি স্মৃতির অবয়ব

অজস্র সমুদ্র ঢেউ, হৃদস্পন্দনের মতো 

ছলাকলা করে, তীরে ছলাৎ ছলাৎ


নির্জন গহ্বরে সহস্র কাঁটার আড়ালে 

আজও লুকিয়ে আছে এক ব্রহ্মকমল

প্ররোচক শব্দ এসে ফণা তুলে দেয়

ছোবলের নীল বিষে ফাঁদ পাতা থাকে


অভিঘাতে অসহ্য কুঁকড়ে ওঠা কলমে 

অক্ষর বুনে কিছু সংলাপ লিখি, 

শুকনো পাতার খসখসে অন্ধ খোঁজে পথ 

নাইবা হলো এসব উল্লেখিত পান্ডুলিপি!


ভাবনার শুদ্ধতায় এসো, অনির্বাণ!

এই যাত্রাপথ চন্দ্রালোক হবে

খুনের গভীরে খুনি যেভাবে জাগে

শতদল পাঁপড়ি মেলে উন্মোচিত হোক!

_____________________


(P-14) Udit eMagazine (March) Web Version

উদিত মাসিক সংকলন (বাংলা ওয়েব সংস্করণ)
প্রকাশকাল : মার্চ, ২০২৫ | পৃষ্ঠা সংখ্যা : ১৪.
মাসিক সংখ্যা : ২৮ তম (হোলি দোলযাত্রা সংখ্যা)
প্রকাশনায় : আইমিক পাবলিশিং ভেঞ্চারাস 
সম্পাদনায় : আধৃতি আইমিক 
সহ-সম্পাদনায় : খ্যাতিশ্বর আইমিক
কভার ফটো/প্রচ্ছদ : একলব্য
_______________________

ছড়া-কবিতা  

আমরা 

লালন চাঁদ (হামিদুল ইসলাম)


এক একটি আশা ভেঙে যায় 

দুচোখ ঘোলাটে 

মলাটের নীচে জীর্ণ পৃথিবী 

হিংসা ঘৃণা আর বিদ্বেষ 


এখন সবাই ধর্মের বর্ম পরে আছে 

একটু ফুরসৎ পেলেই 

রক্তাক্ত হবে কারো না কারো ভবিষৎ 


হাঁটতে হাঁটতে চলে আসি ভাঙা সাঁকো 

পার হতে পারি না 

এপার অশান্ত 

ওপার অশান্ত 

কোন পাড়ে গিয়ে দাঁড়াবো ঠিকানা নেই 


তবু বিপদ নিয়ে হাঁটি 

ঈশ্বর ঈশ্বর করি 

বিপদ কাটে না কোনোমতেই 

কে শোনে কার কথা 

উন্মত্ত সবাই 


চৈত্র মাস 

হঠাৎ বান ডাকে 

ধর্মান্ধরা শুকনো নদীতে ভেসে যায়

_____________________


(P-13) Udit eMagazine (March) Web Version

উদিত মাসিক সংকলন (বাংলা ওয়েব সংস্করণ)
প্রকাশকাল : মার্চ, ২০২৫ | পৃষ্ঠা সংখ্যা : ১৩.
মাসিক সংখ্যা : ২৮ তম (হোলি দোলযাত্রা সংখ্যা)
প্রকাশনায় : আইমিক পাবলিশিং ভেঞ্চারাস 
সম্পাদনায় : আধৃতি আইমিক 
সহ-সম্পাদনায় : খ্যাতিশ্বর আইমিক
কভার ফটো/প্রচ্ছদ : একলব্য
_______________________

ছড়া-কবিতা  

কেমন আছ তুমি 

খ্যাতিশ্বর আইমিক


দীর্ঘ ত্রিশটি বছরের যে কটা দিন

সামনাসামনি সাক্ষাৎ তোমার আমার

প্রতিবারই জানতে চেয়েছ— 

“কেমন আছ তুমি”


প্রেমিকা হয়ে মুখ ফুটে জানালে না—

“আমি তো তোমারই”

ভালোবাসা ছড়িয়ে ভরসা দিলে না—

“ভেঙে পড়ো না, আছি তো সবসময়”


বসন্তের রঙিন ছোঁয়া লাগিয়ে

এখনও অবধি জানালে না—

“শুধু তোমাকেই চাই,

রণে বনে জলে ঝড়ে সব জায়গায়”


উত্তর খুঁজে চলেছি তোমার প্রশ্নের, 

জিজ্ঞাসাটা কি অবচেতন মনে 

দোদুল্যমান লুক্কায়িত ব্যর্থতার 

নাকি লোক দেখানো সৌজন্যতার?


প্রতিবারই মুখ ফুটে বলতে চেয়েছি

অনেক কিছুই, পারি না কিছুই বলতে

বদলে হাস্যমাখা আমার সেই একই উত্তর

“বিন্দাস আছি, নিজের মতো, সবসময়”

_____________________


(P-26) Udit eMagazine (March) Web Version

উদিত মাসিক সংকলন (বাংলা ওয়েব সংস্করণ) প্রকাশকাল : এপ্রিল, ২০২৫ | পৃষ্ঠা সংখ্যা : ০৪. মাসিক সংখ্যা : ২৯ তম (হো সংখ্যা) প্রকাশনায় : আইমিক পা...