Popular Posts

Friday, April 11, 2025

(P-26) Udit eMagazine (March) Web Version

উদিত মাসিক সংকলন (বাংলা ওয়েব সংস্করণ)
প্রকাশকাল : এপ্রিল, ২০২৫ | পৃষ্ঠা সংখ্যা : ০৪.
মাসিক সংখ্যা : ২৯ তম (হো সংখ্যা)
প্রকাশনায় : আইমিক পাবলিশিং ভেঞ্চারাস 
সম্পাদনায় : আধৃতি আইমিক 
সহ-সম্পাদনায় : খ্যাতিশ্বর আইমিক
কভার ফটো/প্রচ্ছদ : একলব্য
_______________________

ছড়া-কবিতা  

ফাগুনের ছোঁয়ায় 

ঋতম পাল


আকাশে আজ রঙের নেশা, 

ঋতুরাজের ঘটলো বুঝি আগমন;

কৃষ্ণচূড়ার ওই কোমল আভায়, 

মিললো দুটি প্রেমিক মন। 


চুপ কথার শহরে এসেছে বসন্ত, 

রঙে রঙে উঠলো সেজে তিলোত্তমা;

কোকিলের কুহুতানে মুগ্ধ চারিপাশ, 

ফাগুনের ছোঁয়ায় বিরহ যে আর সয় না।

_____________________


Thursday, March 27, 2025

(P-25) Udit eMagazine (March) Web Version

উদিত মাসিক সংকলন (বাংলা ওয়েব সংস্করণ)
প্রকাশকাল : মার্চ, ২০২৫ | পৃষ্ঠা সংখ্যা : ২৫.
মাসিক সংখ্যা : ২৮ তম (হোলি দোলযাত্রা সংখ্যা)
প্রকাশনায় : আইমিক পাবলিশিং ভেঞ্চারাস 
সম্পাদনায় : আধৃতি আইমিক 
সহ-সম্পাদনায় : খ্যাতিশ্বর আইমিক
কভার ফটো/প্রচ্ছদ : একলব্য
_______________________

ছড়া-কবিতা  

সাঁকো 

প্রতীক মিত্র


অন্তরঙ্গতার সাঁকোটা 

শুধুই মনে হয় 

এই বুঝি ভেঙে ধসে পড়বে 

উদাসীন নীরব সময়ের স্রোতে।


তারপর আখ্যান আনে সংশয়

প্রতিশ্রুতি আঁতকে উঠে কলরবে

চিনিয়ে দেয় সীমাবদ্ধতা 

একে অন্যের আদতে।


অগত্যা সাঁকোটা ঝুলতে থাকে, 

ভেঙে পড়ে না।

প্রত্যাশাও সেই সাঁকোর ওপর দিয়ে 

খুঁজে পায় ওড়ার বাহানা।

_____________________


(P-24) Udit eMagazine (March) Web Version

উদিত মাসিক সংকলন (বাংলা ওয়েব সংস্করণ)
প্রকাশকাল : মার্চ, ২০২৫ | পৃষ্ঠা সংখ্যা : ২৪.
মাসিক সংখ্যা : ২৮ তম (হোলি দোলযাত্রা সংখ্যা)
প্রকাশনায় : আইমিক পাবলিশিং ভেঞ্চারাস 
সম্পাদনায় : আধৃতি আইমিক 
সহ-সম্পাদনায় : খ্যাতিশ্বর আইমিক
কভার ফটো/প্রচ্ছদ : একলব্য
_______________________

ছড়া-কবিতা  

সে ‘তুমি’ 

সত্য প্রকাশ সাঁতরা


অবসন্ন শরীর খারাপে

আমি যে প্রলাপ বকি, সে ‘তুমি’।

দীর্ঘ ব্যস্ততার শেষে বাড়ি ফেরার মুহূর্তে

আমি যে দীর্ঘশ্বাস ফেলি, সে ‘তুমি’।

মায়ের হাতের যন্তমাখা স্পর্শে অথবা

প্রেমিকার চোখের স্নিগ্ধতায়,

আমার যে আবেগ ঝড়ে পরে, সে ‘তুমি’।

খাদ্যের সন্ধানে পথশিশুটির কিংবা

যে মাধ্যম ধরে ষ্টেশনের বৃদ্ধ ভিখারিটার হাত,

আমাদের দিকে এগিয়ে আসে, সে ‘তুমি’।

ঝুলন্ত দেহটির যে গোঙানি, সে ‘তুমি’।

রাজপথে চিৎকারে যে শ্লোগান ওঠে, সে ‘তুমি’।

পৈশাচিক নৃশংসতায় নিরীহ মেয়েটির

অশ্রুসিক্ত যে অসহায় আর্তনাদ, সে ‘তুমি’।


আমার গর্ব-আমার অহংকার, সে ‘তুমি’ 

সকলের সেরা আমার মাতৃভাষা, সে ‘তুমি’

আমার বৃষ্টিভেজা সকাল, সে ‘তুমি’ 

ধুলোমাখা মায়ের ভাষা, সে ‘তুমি’

_____________________


(P-23) Udit eMagazine (March) Web Version

উদিত মাসিক সংকলন (বাংলা ওয়েব সংস্করণ)
প্রকাশকাল : মার্চ, ২০২৫ | পৃষ্ঠা সংখ্যা : ২৩.
মাসিক সংখ্যা : ২৮ তম (হোলি দোলযাত্রা সংখ্যা)
প্রকাশনায় : আইমিক পাবলিশিং ভেঞ্চারাস 
সম্পাদনায় : আধৃতি আইমিক 
সহ-সম্পাদনায় : খ্যাতিশ্বর আইমিক
কভার ফটো/প্রচ্ছদ : একলব্য
_______________________

ছড়া-কবিতা  

ভিত্তিহীনে 

পরমেশ্বর গাইন


চেনা বাতাস, বিরহ আবেশে মুক্তাঙ্গনে 

ভেঙেছে আত্মবিশ্বাস

সত্য স্রোতের সন্ধিক্ষণে। 


উড়ে এলো “মিথ্যে” সগৌরবে

অন্দরমহলে লক্ষ্মীপুরের আঁচল তলে

অস্পষ্ট অবয়বে। 


রক্তবীজে দা’ঠাকুরের বৈঠকখানা

রাম রাবণে ভক্ত ভগবানে

দ্বন্দ্বে ভরা নরক যাতনা।


স্বর্গ সুখের পরম্পরায়—

নতুন আলো, কখন যেন পথ হারালো

সেই বাতাসের লোভ-লালসায়।

_____________________


(P-22) Udit eMagazine (March) Web Version

উদিত মাসিক সংকলন (বাংলা ওয়েব সংস্করণ)
প্রকাশকাল : মার্চ, ২০২৫ | পৃষ্ঠা সংখ্যা : ২২.
মাসিক সংখ্যা : ২৮ তম (হোলি দোলযাত্রা সংখ্যা)
প্রকাশনায় : আইমিক পাবলিশিং ভেঞ্চারাস 
সম্পাদনায় : আধৃতি আইমিক 
সহ-সম্পাদনায় : খ্যাতিশ্বর আইমিক
কভার ফটো/প্রচ্ছদ : একলব্য
_______________________

ছড়া-কবিতা  

রাতের গল্প 

মাখনলাল প্রধান


নিশুতি রাতের গল্প। 

বাতাসের জোনাকি বুনন শাড়ি। 

ভাষান্তরে শীতল মায়াবী কণ্ঠস্বর। 

চিরকাল সড়ক পথে চোখ জ্বেলে ছুটে যায় লরি।


মিছিলে হাঁটা মানুষের গল্প। 

স্বপ্নে ভেজানো রাতের কারিগরি। 

স্বপ্নে ভেজানো পোড়া রুটি অমৃত। 

অসুখের মা অক্লেশে হেঁটে যায়।


ঋতুর জোয়ার ভাসিয়ে দেয় হৃদয়।  

চোরাবালি মূলধন হতভাগ‍্যের। 

আকাশের পিঠে চরে গাই গোরু। 

কালো মেঘ তাদের নহবত সামলায়।


রাতেরা শুধু গল্প বলে। 

গল্পবাজ রাত এত বানাতে পারে। 

শুধু মানুষের কোনো গল্প নেই। 

তারা রাতের কাঙাল।

_____________________


(P-21) Udit eMagazine (March) Web Version

উদিত মাসিক সংকলন (বাংলা ওয়েব সংস্করণ)
প্রকাশকাল : মার্চ, ২০২৫ | পৃষ্ঠা সংখ্যা : ২১.
মাসিক সংখ্যা : ২৮ তম (হোলি দোলযাত্রা সংখ্যা)
প্রকাশনায় : আইমিক পাবলিশিং ভেঞ্চারাস 
সম্পাদনায় : আধৃতি আইমিক 
সহ-সম্পাদনায় : খ্যাতিশ্বর আইমিক
কভার ফটো/প্রচ্ছদ : একলব্য
_______________________

ছড়া-কবিতা  

কবিতার রক্ত 

কাজল মৈত্র


একটা পৃষ্ঠা আমার জন্য রেখো

যাতে লেখা থাকবে ভালোবাসার অভাব বোধ 

অদূরে অনুপ্রবেশকারী নাবিকের মত 

আমি পড়ে আছি অগণিত দুঃখ ছোপ নিয়ে 

প্রকৃতির চন্দ্রমালা মুখস্তের কালে 

কেন যেন হারিয়ে যায় 

প্রেম ভালোবাসা অতঃপর 

পাপ পুণ্যের দোলনায় বসিয়ে 

নিজেকে মেপে চলি ভালোবাসার লাভা স্রোতে 

এভাবেই শতাব্দী পেরিয়ে 

কোন দৈব আলোয় নক্ষত্র দোষে 

লাল রঙে ঝরে পরে কবিতার রক্ত।

_____________________


(P-20) Udit eMagazine (March) Web Version

উদিত মাসিক সংকলন (বাংলা ওয়েব সংস্করণ)
প্রকাশকাল : মার্চ, ২০২৫ | পৃষ্ঠা সংখ্যা : ২০.
মাসিক সংখ্যা : ২৮ তম (হোলি দোলযাত্রা সংখ্যা)
প্রকাশনায় : আইমিক পাবলিশিং ভেঞ্চারাস 
সম্পাদনায় : আধৃতি আইমিক 
সহ-সম্পাদনায় : খ্যাতিশ্বর আইমিক
কভার ফটো/প্রচ্ছদ : একলব্য
_______________________

ছড়া-কবিতা  

আকাশ ভীষণ কালো 

মোঃআরিফুজ্জামান সোহাগ


আকাশ ভীষণ কালো 

সূর্য দেয় আলো! 

জোনাকিরা খেলা করে 

বাঁশ ঝাড়ে শত।


বনে আছে বাঘ

নদীতে থাকে মাছ! 

শিয়াল মামা শিকার করতে 

পার করে দেয় রাত।


গোলা ভরা ধান আর 

কৃষকের মুখে হাসি!

আদি কালের কৃষি ছিল

সোনার চাইতে খাটি।

_____________________


(P-26) Udit eMagazine (March) Web Version

উদিত মাসিক সংকলন (বাংলা ওয়েব সংস্করণ) প্রকাশকাল : এপ্রিল, ২০২৫ | পৃষ্ঠা সংখ্যা : ০৪. মাসিক সংখ্যা : ২৯ তম (হো সংখ্যা) প্রকাশনায় : আইমিক পা...